নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘটনাবহুল একটা দিন পার করে আবার মাঠে ফিরেছে বিপিএল। বিরতির পর প্রথম দিনেই মাঠে নেমেছে আলোচনার কেন্দ্রে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাঠের বাইরে চট্টগ্রামের টালমাটাল অবস্থার প্রভাব মাঠেও ফুটে উঠল। অন্তত তাদের পারফরম্যান্স সে কথাই বলছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হয়েছিল তারা। তবে আজ হারের তিক্ততা সঙ্গী হয়েছে চট্টগ্রামের।
অন্যদিকে চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে জয়ের ধারা ধরে রেখেছে কুমিল্লা। এই জয়ে টেবিলের শীর্ষে উঠেছে তারা। এবারের বিপিএলে নিজেদের তিন ম্যাচের তিনটিতেই জিতল কুমিল্লা। শুরুটা অবশ্য ‘জয়’ দিয়ে করেছিল চট্টগ্রাম—টস জয়। একদিন বিরতিতে থাকা সতেজ উইকেটের ফায়দা নিতে বোলিং বেছে নেন অধিনায়ক নাঈম ইসলাম। দ্বিতীয় ওভারে চট্টগ্রামের ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট তুলে নেন নাসুম আহমেদ। তবে চট্টগ্রাম বোলারদের শুরুর উজ্জ্বলতা ধীরে ধীরে কমতে থাকে লিটন দাস আর ফাফ ডু প্লেসির ব্যাটিংয়ে। এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামেন লিটন। যতক্ষণ উইকেটে ছিলেন বুঝতেই দেননি বিরতি থেকে ফিরেছেন।
নিউজিল্যান্ডে ব্যাটিংয়ে যে ফুল ফুটিয়েছিলেন সেটা ফিরিয়ে আনেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৩৪ বলে পাঁচ চার এল ছক্কায় খেলেন ৪৭ রানের এক ইনিংস। নাসুমের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে লিটনের আউটের পর দ্রুতই ফিরে যান ইমরুল কায়েস। চট্টগ্রাম ইনিংসের এরপরের গল্পটা ডু প্লেসি আর ক্যামেরন ডেলপোর্টের। দুজনের ৯৭ রানের অপরাজিত জুটিতে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় কুমিল্লা। ৫৫ বলে ৮ চার আর ৩ ছক্কায় ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ডু প্লেসি। অন্যদিকে ঝোড়ো ইনিংসে ২৩ বলে ৪ চার আর ৩ ছক্কায় ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন ডেলপোর্ট।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। দলীয় সংগ্রহ শতক ছাড়ানোর আগেই ৭ উইকেট হারায় তারা। এক প্রান্তে আশার বাতি হয়ে ছিলেন ওপেনার উইল জ্যাকস। তবে ১৬তম ওভারে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের বলে জ্যাকস বোল্ড হয়ে ফিরলে সেই আশাটাও নিভে যায়। ৪২ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৬৯ রানের ইনিংস খেলেন এই ইংলিশ ব্যাটার। চট্টগ্রামের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস আটে নামা মৃত্যুঞ্জয় চৌধুরীর (১৩)। শেষ পর্যন্ত ১৩১ রানে অলআউট হয়ে ৫২ রানে ম্যাচ হারে চট্টগ্রাম।
সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ানস
২০ ওভারে ১৮৩/৩
ডু প্লেসি ৮৩, ডেলপোর্ট ৫১
নাসুম ২/২৩, হাওয়েল ১/৩১
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
১৭.৩ ওভারে ১৩১ অলআউট
জ্যাকস ৬৯, মৃত্যুঞ্জয় ১৩
নাহিদুল ৩/১৭, মোস্তাফিজ ২/২৬
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ানস ৫২ রানে জয়ী
ম্যাচসেরা: ফাফ ডু প্লেসি (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
ঘটনাবহুল একটা দিন পার করে আবার মাঠে ফিরেছে বিপিএল। বিরতির পর প্রথম দিনেই মাঠে নেমেছে আলোচনার কেন্দ্রে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাঠের বাইরে চট্টগ্রামের টালমাটাল অবস্থার প্রভাব মাঠেও ফুটে উঠল। অন্তত তাদের পারফরম্যান্স সে কথাই বলছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হয়েছিল তারা। তবে আজ হারের তিক্ততা সঙ্গী হয়েছে চট্টগ্রামের।
অন্যদিকে চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে জয়ের ধারা ধরে রেখেছে কুমিল্লা। এই জয়ে টেবিলের শীর্ষে উঠেছে তারা। এবারের বিপিএলে নিজেদের তিন ম্যাচের তিনটিতেই জিতল কুমিল্লা। শুরুটা অবশ্য ‘জয়’ দিয়ে করেছিল চট্টগ্রাম—টস জয়। একদিন বিরতিতে থাকা সতেজ উইকেটের ফায়দা নিতে বোলিং বেছে নেন অধিনায়ক নাঈম ইসলাম। দ্বিতীয় ওভারে চট্টগ্রামের ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট তুলে নেন নাসুম আহমেদ। তবে চট্টগ্রাম বোলারদের শুরুর উজ্জ্বলতা ধীরে ধীরে কমতে থাকে লিটন দাস আর ফাফ ডু প্লেসির ব্যাটিংয়ে। এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামেন লিটন। যতক্ষণ উইকেটে ছিলেন বুঝতেই দেননি বিরতি থেকে ফিরেছেন।
নিউজিল্যান্ডে ব্যাটিংয়ে যে ফুল ফুটিয়েছিলেন সেটা ফিরিয়ে আনেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৩৪ বলে পাঁচ চার এল ছক্কায় খেলেন ৪৭ রানের এক ইনিংস। নাসুমের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে লিটনের আউটের পর দ্রুতই ফিরে যান ইমরুল কায়েস। চট্টগ্রাম ইনিংসের এরপরের গল্পটা ডু প্লেসি আর ক্যামেরন ডেলপোর্টের। দুজনের ৯৭ রানের অপরাজিত জুটিতে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় কুমিল্লা। ৫৫ বলে ৮ চার আর ৩ ছক্কায় ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ডু প্লেসি। অন্যদিকে ঝোড়ো ইনিংসে ২৩ বলে ৪ চার আর ৩ ছক্কায় ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন ডেলপোর্ট।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। দলীয় সংগ্রহ শতক ছাড়ানোর আগেই ৭ উইকেট হারায় তারা। এক প্রান্তে আশার বাতি হয়ে ছিলেন ওপেনার উইল জ্যাকস। তবে ১৬তম ওভারে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের বলে জ্যাকস বোল্ড হয়ে ফিরলে সেই আশাটাও নিভে যায়। ৪২ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৬৯ রানের ইনিংস খেলেন এই ইংলিশ ব্যাটার। চট্টগ্রামের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস আটে নামা মৃত্যুঞ্জয় চৌধুরীর (১৩)। শেষ পর্যন্ত ১৩১ রানে অলআউট হয়ে ৫২ রানে ম্যাচ হারে চট্টগ্রাম।
সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ানস
২০ ওভারে ১৮৩/৩
ডু প্লেসি ৮৩, ডেলপোর্ট ৫১
নাসুম ২/২৩, হাওয়েল ১/৩১
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
১৭.৩ ওভারে ১৩১ অলআউট
জ্যাকস ৬৯, মৃত্যুঞ্জয় ১৩
নাহিদুল ৩/১৭, মোস্তাফিজ ২/২৬
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ানস ৫২ রানে জয়ী
ম্যাচসেরা: ফাফ ডু প্লেসি (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
বিসিবির বর্তমান পরিচালনা কমিটির মেয়াদ শেষ হতে দেড় মাস বাকি। এর মধ্যেই নয় মাসে দুবার সভাপতি পরিবর্তন হয়েছে। এখন দায়িত্বে আছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তিনি নিজেও ঘোষণা দিয়েছেন, মেয়াদ শেষে নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করবেন।
৪ ঘণ্টা আগেভারতের বিহারে আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে ছেলেদের হকি এশিয়া কাপ ২০২৫। এ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ হকি দল। এই উপলক্ষে আজ রোববার (২৪ আগস্ট) রাজধানীর বাংলাদেশ বিমানবাহিনী ফ্যালকন হলে জাতীয় দলের জার্সি উন্মোচন ও ফটোসেশন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনী প্রধান
৪ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ। নেপালকে হারিয়েছে ৩-০ গোলে। বাংলাদেশের হয়ে গোল তিনটি করেন থুইনুই মারমা, সুরভী আকন্দ প্রীতি ও রেয়া।
৫ ঘণ্টা আগেচোট থেকে লম্বা সময় পর ট্র্যাকে ফিরেছিলেন ইমরানুর রহমান। সামার অ্যাথলেটিকসে পরশু পুনরুদ্ধার করেন দ্রুততম মানবের মুকুট। আজ ২০০ মিটার স্প্রিন্টে তাঁকে ঘিরে প্রত্যাশা ছিল নৌবাহিনীর। কিন্তু ৪০ মিনিট দৌড়ানোর পরই ট্র্যাকে পড়ে যান লন্ডন প্রবাসী এই অ্যাথলেট। মাঠে প্রাথমিক শুশ্রূষার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়
৫ ঘণ্টা আগে