মুমিনুল হক টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর গত কদিন দেশের ক্রিকেটের সব আলোচনার কেন্দ্রে ছিল—কে হচ্ছেন পরবর্তী টেস্ট অধিনায়ক। গতকাল এর উত্তর মিলেছে। লাল বলের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব। বিসিবি ঘোষণা করার আগেও সম্ভাব্য তালিকায় সাকিব ছিলেন। কিন্তু কেউ কেউ ধারণা করেছিলেন, মেহেদী হাসান মিরাজও হতে পারেন টেস্ট অধিনায়ক।
তা অবশ্য হয়নি। সাকিবকে অধিনায়ক বানিয়ে লিটন দাসকে বানানো হয়েছে সহ-অধিনায়ক। এ নিয়ে মিরাজ সংবাদমাধ্যমে জানিয়েছেন, টেস্ট অধিনায়কত্ব না পাওয়া নিয়ে তাঁর কোনো আক্ষেপ কিংবা ভাবনা নেই। বরং সাকিবকে অধিনায়ক হিসেবে পেয়ে মিরাজ নিজেও খুশি। তিনি মনে করেন, সাকিবই ওই মুহূর্তে টেস্ট অধিনায়ক হিসেবে সেরা পছন্দ, ‘সাকিব ভাই যেখানে আছেন, সেখানে কীভাবে কী? সাকিব ভাই বাংলাদেশকে অনেক দিন লিড করেছেন। তিনি অভিজ্ঞ খেলোয়াড়। বর্তমানে আমাদের দলের অবস্থা অনুযায়ী আমি মনে করি সাকিব ভাই সেরা পছন্দ।’
এখনো সমানে অনেক সময়। নিজেকে তৈরি করতে সাকিবদের থেকে প্রতিনিয়ত শিখছেন বলে জানিয়েছেন মিরাজ। ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার বলছেন, ‘তাদের দেখে শিখছি। সামনেও শিখব, এতে আমাদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে। অনেক সময় আছে। এটা নিয়ে আমি চিন্তিত না। এটা নিয়ে মাথাব্যথা নেই। মাথাব্যথা হলো কীভাবে পারফর্ম করতে হবে, দেশকে কীভাবে ভালো খেলে এগিয়ে নিতে হবে।’
মুমিনুল হক টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর গত কদিন দেশের ক্রিকেটের সব আলোচনার কেন্দ্রে ছিল—কে হচ্ছেন পরবর্তী টেস্ট অধিনায়ক। গতকাল এর উত্তর মিলেছে। লাল বলের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব। বিসিবি ঘোষণা করার আগেও সম্ভাব্য তালিকায় সাকিব ছিলেন। কিন্তু কেউ কেউ ধারণা করেছিলেন, মেহেদী হাসান মিরাজও হতে পারেন টেস্ট অধিনায়ক।
তা অবশ্য হয়নি। সাকিবকে অধিনায়ক বানিয়ে লিটন দাসকে বানানো হয়েছে সহ-অধিনায়ক। এ নিয়ে মিরাজ সংবাদমাধ্যমে জানিয়েছেন, টেস্ট অধিনায়কত্ব না পাওয়া নিয়ে তাঁর কোনো আক্ষেপ কিংবা ভাবনা নেই। বরং সাকিবকে অধিনায়ক হিসেবে পেয়ে মিরাজ নিজেও খুশি। তিনি মনে করেন, সাকিবই ওই মুহূর্তে টেস্ট অধিনায়ক হিসেবে সেরা পছন্দ, ‘সাকিব ভাই যেখানে আছেন, সেখানে কীভাবে কী? সাকিব ভাই বাংলাদেশকে অনেক দিন লিড করেছেন। তিনি অভিজ্ঞ খেলোয়াড়। বর্তমানে আমাদের দলের অবস্থা অনুযায়ী আমি মনে করি সাকিব ভাই সেরা পছন্দ।’
এখনো সমানে অনেক সময়। নিজেকে তৈরি করতে সাকিবদের থেকে প্রতিনিয়ত শিখছেন বলে জানিয়েছেন মিরাজ। ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার বলছেন, ‘তাদের দেখে শিখছি। সামনেও শিখব, এতে আমাদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে। অনেক সময় আছে। এটা নিয়ে আমি চিন্তিত না। এটা নিয়ে মাথাব্যথা নেই। মাথাব্যথা হলো কীভাবে পারফর্ম করতে হবে, দেশকে কীভাবে ভালো খেলে এগিয়ে নিতে হবে।’
টেস্ট থেকে ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি অবসর নিলেন এক সপ্তাহের মধ্যে। দুজনেই সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন সামাজিক মাধ্যমে। রোহিত-কোহলির অবসরের কথা বলতে গিয়ে রবিচন্দ্রন অশ্বিন উল্লেখ করেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের নাম।
১২ মিনিট আগেবর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার মার্তা জিতেছেন ছয়বার। ব্যক্তিগত পুরস্কারের ভান্ডারও পরিপূর্ণ। তবে কখনো ফুটবল বিশ্বকাপ বা অলিম্পিকে জেতা হয়নি স্বর্ণপদক। সবশেষ অলিম্পিক ফাইনালে উঠেও শিরোপা না ছোঁয়ার আক্ষেপে পুড়তে হয় ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারকে। তারপরই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন।
২৪ মিনিট আগেবাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ২০২৩ সালে আইসিসির মাসসেরার পুরস্কার পেয়েছিলেন সাকিব আল হাসান। পরের দুই বছরে কত সময় গড়িয়ে গেছে। অবশেষে মেহেদী হাসান মিরাজকে দিয়ে ফুরোল বাংলাদেশের অপেক্ষা।
২ ঘণ্টা আগেদুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল ফুটবল দল। ২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ জয়ের পর আর কখনো ফাইনালেই উঠতে পারেনি সেলেসাওরা। হেক্সা মিশনের লক্ষ্যে নেমে কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনালেই থেমে যাচ্ছে ব্রাজিলের পথচলা।
৩ ঘণ্টা আগে