২০২৪ আইপিএল শেষ হবে ২৬ মে। এরই মধ্যে ২২ মে শুরু হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। ইংল্যান্ড সিরিজের আগেই পাকিস্তান দলের সঙ্গে গ্যারি কারস্টেন যোগ দেবেন বলে জানা গেছে।
লিডসে ১৯ মে পাকিস্তানের দলের সঙ্গে কারস্টেন কাজ শুরু করবেন বলে পিসিবি গতকাল জানিয়েছে। দুই বছরের জন্য পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনিং ব্যাটার। বর্তমানে আইপিএলে গুজরাট টাইটানসের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন কারস্টেন। তবে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করতে যেন তর সইছে না কারস্টেনের। এক বিবৃতিতে কারস্টেন বলেন, ‘পাকিস্তান ছেলেদের ক্রিকেট দলের সঙ্গে নতুন যাত্রা শুরু করতে মুখিয়ে আছি। এমন প্রতিভাবান ও গতিশীল দলের সঙ্গে কাজ করা সম্মানের বিষয়। আন্তর্জাতিক পর্যায়ে তাদের সফলতায় অবদান রাখতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০ দল। দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পাকিস্তানের অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন কারস্টেন। সাবেক প্রোটিয়া ব্যাটার বলেন, ‘পাকিস্তান দলের জন্য রোমাঞ্চকর সময় যাচ্ছে। প্রশাসন কাঠামোতে পরিবর্তন এসেছে। অনেক নতুন খেলোয়াড় আছে, যারা দারুণ ফল করতে সক্ষম। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের স্কিল দেখানোর দারুণ এক সুযোগ। তবে সফলতা নির্ভর করে সম্মিলিত চেষ্টা, যথাযথ পরিকল্পনা, একে অপরের প্রতি দারুণ সমর্থন এসবের ওপর। শিরোপার জন্য ১৯ দলের সঙ্গে কঠিন লড়াই করতে হবে। ধারাবাহিক পারফর্ম করে হারাতে হবে প্রতিপক্ষকে।’
কারস্টেনের পাশাপাশি সাইমন হেলমট ও ডেভিড রেইডকে ফিল্ডিং কোচ ও মেন্টাল পারফরম্যান্স কোচ হিসেবে বেছে নিয়েছে পিসিবি। পিসিবি জানিয়েছে, রেইড দলের সঙ্গে যোগ দেবেন ২০ মে এবং কাজ করবেন বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত। ৩১ মে যোগ দেবেন হেলমট। বর্তমানে আফতাব খান পাকিস্তানের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন।
কোচিংয়ে সেরা সাফল্য কারস্টেনের এসেছে ভারতে এসে। ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত ভারতের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। তাঁর অধীনে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত, যা ছিল ভারতের দীর্ঘ ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপ জয়। তবে এবারের আইপিএলে তাঁর দল গুজরাটের প্লে-অফ থেকে বিদায় নিশ্চিত হয়েছে কদিন আগে। বাকি যে ম্যাচটা রয়েছে, সেটা আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয়। ১৬ মে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে গুজরাট।
২০২৪ আইপিএল শেষ হবে ২৬ মে। এরই মধ্যে ২২ মে শুরু হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। ইংল্যান্ড সিরিজের আগেই পাকিস্তান দলের সঙ্গে গ্যারি কারস্টেন যোগ দেবেন বলে জানা গেছে।
লিডসে ১৯ মে পাকিস্তানের দলের সঙ্গে কারস্টেন কাজ শুরু করবেন বলে পিসিবি গতকাল জানিয়েছে। দুই বছরের জন্য পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনিং ব্যাটার। বর্তমানে আইপিএলে গুজরাট টাইটানসের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন কারস্টেন। তবে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করতে যেন তর সইছে না কারস্টেনের। এক বিবৃতিতে কারস্টেন বলেন, ‘পাকিস্তান ছেলেদের ক্রিকেট দলের সঙ্গে নতুন যাত্রা শুরু করতে মুখিয়ে আছি। এমন প্রতিভাবান ও গতিশীল দলের সঙ্গে কাজ করা সম্মানের বিষয়। আন্তর্জাতিক পর্যায়ে তাদের সফলতায় অবদান রাখতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০ দল। দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পাকিস্তানের অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন কারস্টেন। সাবেক প্রোটিয়া ব্যাটার বলেন, ‘পাকিস্তান দলের জন্য রোমাঞ্চকর সময় যাচ্ছে। প্রশাসন কাঠামোতে পরিবর্তন এসেছে। অনেক নতুন খেলোয়াড় আছে, যারা দারুণ ফল করতে সক্ষম। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের স্কিল দেখানোর দারুণ এক সুযোগ। তবে সফলতা নির্ভর করে সম্মিলিত চেষ্টা, যথাযথ পরিকল্পনা, একে অপরের প্রতি দারুণ সমর্থন এসবের ওপর। শিরোপার জন্য ১৯ দলের সঙ্গে কঠিন লড়াই করতে হবে। ধারাবাহিক পারফর্ম করে হারাতে হবে প্রতিপক্ষকে।’
কারস্টেনের পাশাপাশি সাইমন হেলমট ও ডেভিড রেইডকে ফিল্ডিং কোচ ও মেন্টাল পারফরম্যান্স কোচ হিসেবে বেছে নিয়েছে পিসিবি। পিসিবি জানিয়েছে, রেইড দলের সঙ্গে যোগ দেবেন ২০ মে এবং কাজ করবেন বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত। ৩১ মে যোগ দেবেন হেলমট। বর্তমানে আফতাব খান পাকিস্তানের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন।
কোচিংয়ে সেরা সাফল্য কারস্টেনের এসেছে ভারতে এসে। ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত ভারতের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। তাঁর অধীনে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত, যা ছিল ভারতের দীর্ঘ ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপ জয়। তবে এবারের আইপিএলে তাঁর দল গুজরাটের প্লে-অফ থেকে বিদায় নিশ্চিত হয়েছে কদিন আগে। বাকি যে ম্যাচটা রয়েছে, সেটা আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয়। ১৬ মে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে গুজরাট।
রাজনৈতিক টানাপোড়েনে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ এখন আর দেখা যায় না। দুই দলের ম্যাচ নিয়ে সংশয়, অনিশ্চয়তা তৈরি হয় বহুজাতীয় টুর্নামেন্টেও। ২০২৫ এশিয়া কাপ আয়োজন নিয়ে তো আর কম জলঘোলা হয়নি। জটিলতা কাটিয়ে এশিয়া কাপ ঠিক সময়েই হতে যাচ্ছে।
৪ ঘণ্টা আগেবড় লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল দিতে পারেনি মেলবোর্ন স্টারস একাডেমিকে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয়ের জন্য স্বাগতিক দলের লক্ষ্য ছিল ১৫৭। ৩ উইকেট ও ৪ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে ৩ উইকেটে জিতেছে মেলবোর্ন স্টারস একাডেমি।
৫ ঘণ্টা আগেসিলেটে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। এর মধ্যে দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর—বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিম বাগদান সেরেছেন। তাঁর নামে খোলা একটি অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট আসায় বেশ কিছু গণমাধ্যমও উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করে।
৬ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
৭ ঘণ্টা আগে