ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
পাখির বাসার মতো একটি খুপরিঘরে পরিবার নিয়ে থাকেন রেশমা বেগম। পলিথিন দিয়ে ঘরের চাল ও চারপাশ ঘেরা। স্যাঁতসেঁতে মাটির ঘর। সামান্য বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি আর বাতাসে নড়বড় করে ঘরের বেড়া। এমন ঘরেই গত ১৪ বছর ধরে বসবাস করছেন রেশমা।
রেশমার বেগমের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের চকরাধাকানাই গ্রামে।
জানা গেছে, উপজেলার কুশমাইল ইউনিয়নের চকরাধাকানাই গ্রামের মৃত নায়েব আলীর ছোট ছেলে আবু হানিফার সঙ্গে ১৫ বছর আগে বিয়ে হয় রেশমার।
এই দম্পতির ঘরে রয়েছে দুই কন্যাসন্তান। তবে তাঁর স্বামী নানান রোগে আক্রান্ত থাকায় তেমন কাজ করতে পারেন না।
আর্থিক অনটনের কারণে মেয়েদের পড়াশোনাও করাতে পারছেন না রেশমা। এ ছাড়া দুবেলা ঠিকমতো পেট ভরে খেতেও পান না তাঁরা। স্বামীর ভিটেমাটি বলতে ১ শতাংশ জমি ছাড়া কিছুই নেই তাঁদের। অসুস্থ স্বামী আবু হানিফা রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করেন। তবে এখন অসুস্থতার কারণে প্রতিদিন কাজে যেতে পারেন না। যেদিন কাজে যেতে পারেন না, ওই দিন খাবারও জোটে না রেশমা-হানিফা দম্পতির ঘরে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুলবাড়িয়া-ময়মনসিংহ রোডের এগারো মাইল নামক স্থান থেকে ৪০০ মিটার পশ্চিমে চকরাধাকানাই গ্রামের একটি পুকুরপাড়ে গাছ-গাছড়ার ফাঁকে ছোট্ট একটি ঘর। ঘরটি পলিথিন ও চটের বস্তা দিয়ে ঘেরা। এতে দরজা-জানালা কিছুই নেই। মাটিতে বিছানা পেতে তাঁরা ঘুমান।
রেশমার প্রতিবেশীরা বলেন, রেশমার স্বামী দীর্ঘদিন যাবৎ মাঝেমধ্যেই অসুস্থ থাকেন। এ জন্য ভারী কোনো কাজকর্ম করতে পারেন না। তাই সংসার চালাতে অনেক কষ্ট হয়। কোনোমতে তারা বেঁচে আছেন।
কান্নাজড়িত কণ্ঠে রেশমা বেগম বলেন, ভালো ঘর তৈরির সামর্থ্য আমাদের নেই। তাই বাধ্য হয়ে গত ১৪ বছর ধরে পলিথিনে মোড়ানো এই খুপরিঘরটিতে থাকছি। ঝড়-বৃষ্টি ও শীতে অনেক কষ্টে থাকি।
আবু হানিফা বলেন, ‘স্যার, ঘরের ছবি তোলে কী করবাইন? রাতে ঘরের ভেতর বৃষ্টির মতো কুয়াশা পড়ে। কাগজে কি আর শীতের বাতাস ফিরে? আমাদের দেখার কেউ নাই। আমরা যে গরিব অসহায়।’
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক বলেন, ‘আপাতত ঘর বরাদ্দ নেই। পরে যদি আসে তাহলে আমরা তাঁকে একটা ঘর করে দেব। আর তাঁরা যদি আশ্রয়ণে যেতে ইচ্ছুক হন, তাহলে সেখানে তাঁকে ঘর বরাদ্দ দিয়ে দেব।’
পাখির বাসার মতো একটি খুপরিঘরে পরিবার নিয়ে থাকেন রেশমা বেগম। পলিথিন দিয়ে ঘরের চাল ও চারপাশ ঘেরা। স্যাঁতসেঁতে মাটির ঘর। সামান্য বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি আর বাতাসে নড়বড় করে ঘরের বেড়া। এমন ঘরেই গত ১৪ বছর ধরে বসবাস করছেন রেশমা।
রেশমার বেগমের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের চকরাধাকানাই গ্রামে।
জানা গেছে, উপজেলার কুশমাইল ইউনিয়নের চকরাধাকানাই গ্রামের মৃত নায়েব আলীর ছোট ছেলে আবু হানিফার সঙ্গে ১৫ বছর আগে বিয়ে হয় রেশমার।
এই দম্পতির ঘরে রয়েছে দুই কন্যাসন্তান। তবে তাঁর স্বামী নানান রোগে আক্রান্ত থাকায় তেমন কাজ করতে পারেন না।
আর্থিক অনটনের কারণে মেয়েদের পড়াশোনাও করাতে পারছেন না রেশমা। এ ছাড়া দুবেলা ঠিকমতো পেট ভরে খেতেও পান না তাঁরা। স্বামীর ভিটেমাটি বলতে ১ শতাংশ জমি ছাড়া কিছুই নেই তাঁদের। অসুস্থ স্বামী আবু হানিফা রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করেন। তবে এখন অসুস্থতার কারণে প্রতিদিন কাজে যেতে পারেন না। যেদিন কাজে যেতে পারেন না, ওই দিন খাবারও জোটে না রেশমা-হানিফা দম্পতির ঘরে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুলবাড়িয়া-ময়মনসিংহ রোডের এগারো মাইল নামক স্থান থেকে ৪০০ মিটার পশ্চিমে চকরাধাকানাই গ্রামের একটি পুকুরপাড়ে গাছ-গাছড়ার ফাঁকে ছোট্ট একটি ঘর। ঘরটি পলিথিন ও চটের বস্তা দিয়ে ঘেরা। এতে দরজা-জানালা কিছুই নেই। মাটিতে বিছানা পেতে তাঁরা ঘুমান।
রেশমার প্রতিবেশীরা বলেন, রেশমার স্বামী দীর্ঘদিন যাবৎ মাঝেমধ্যেই অসুস্থ থাকেন। এ জন্য ভারী কোনো কাজকর্ম করতে পারেন না। তাই সংসার চালাতে অনেক কষ্ট হয়। কোনোমতে তারা বেঁচে আছেন।
কান্নাজড়িত কণ্ঠে রেশমা বেগম বলেন, ভালো ঘর তৈরির সামর্থ্য আমাদের নেই। তাই বাধ্য হয়ে গত ১৪ বছর ধরে পলিথিনে মোড়ানো এই খুপরিঘরটিতে থাকছি। ঝড়-বৃষ্টি ও শীতে অনেক কষ্টে থাকি।
আবু হানিফা বলেন, ‘স্যার, ঘরের ছবি তোলে কী করবাইন? রাতে ঘরের ভেতর বৃষ্টির মতো কুয়াশা পড়ে। কাগজে কি আর শীতের বাতাস ফিরে? আমাদের দেখার কেউ নাই। আমরা যে গরিব অসহায়।’
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক বলেন, ‘আপাতত ঘর বরাদ্দ নেই। পরে যদি আসে তাহলে আমরা তাঁকে একটা ঘর করে দেব। আর তাঁরা যদি আশ্রয়ণে যেতে ইচ্ছুক হন, তাহলে সেখানে তাঁকে ঘর বরাদ্দ দিয়ে দেব।’
বিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৯ মিনিট আগে২০২৪-এর আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন নাজমুল হাসান পাপন। তখনই সেই চেয়ারে বসেন ফারুক আহমেদ। তবে তাঁর মেয়াদও বেশি দিন নেই। সভাপতি হতে হলে ফারুককেও বোর্ড পরিচালক হয়ে নির্বাচনে অংশ নিতে হবে।
৪০ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে নামছে বার্সেলোনা-ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। আর রাতে পিএসএলে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের...
১ ঘণ্টা আগেজিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
২ ঘণ্টা আগে