টেস্ট ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত গড় বললেই ডন ব্র্যাডম্যানের কথায় সবার মাথায় আসে। ক্রিকেটের যে কটি রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব এর মধ্যে সবচেয়ে উপরের দিকে আছে ব্র্যাডম্যানের টেস্ট গড় ৯৯.৯৪।
একইভাবে এই মুহূর্তে যদি টেস্ট ক্রিকেটের সবচেয়ে ‘অখ্যাত’ গড়ের তালিকা করা করা যায় তাহলে সবার উপরে থাকবে এক বাংলাদেশির নাম। খেলোয়াড়ের নাম ইবাদত হোসেন। যার টেস্ট গড় ১ এরও নিচে—০.৮০
১৪ টেস্টে ২১ বার ব্যাটিংয়ে নামতে হয়েছে ইবাদতকে। যদিও তাঁর মূল কাজটা বল হাতে। কিন্তু ব্যাটারদের বল হাতে না তুলে নিলেও চলে তবে বোলারদের ব্যাটিংয়ে নামতেই হয়। ইবাদতকেও তাই প্রায় প্রতিটি টেস্টেই ব্যাটিংয়ে নামতে হয়েছে কখনো কখনো দুই ইনিংসেই নামতে হয়েছে। এর মধ্যে ১৭ বারই খুলতে পারেননি রানের খাতা, খুলেছেন ৪ বার। এই চারবার মিলিয়ে রান করেছেন ৮, সর্বোচ্চ ৪।
গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ছক্কা মারতে গিয়ে ফিরেছেন শূন্য রানে। ভাগ্যিস কয়েকটা ইনিংসে ০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয়েছিল। এরপরও এক বিরল রেকর্ড গড়ে ফেলেছেন এই পেসার। ১০ টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে ইবাদতের চেয়ে কম গড় টেস্ট ইতিহাসে আর কারোর নেই।
টেস্ট ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত গড় বললেই ডন ব্র্যাডম্যানের কথায় সবার মাথায় আসে। ক্রিকেটের যে কটি রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব এর মধ্যে সবচেয়ে উপরের দিকে আছে ব্র্যাডম্যানের টেস্ট গড় ৯৯.৯৪।
একইভাবে এই মুহূর্তে যদি টেস্ট ক্রিকেটের সবচেয়ে ‘অখ্যাত’ গড়ের তালিকা করা করা যায় তাহলে সবার উপরে থাকবে এক বাংলাদেশির নাম। খেলোয়াড়ের নাম ইবাদত হোসেন। যার টেস্ট গড় ১ এরও নিচে—০.৮০
১৪ টেস্টে ২১ বার ব্যাটিংয়ে নামতে হয়েছে ইবাদতকে। যদিও তাঁর মূল কাজটা বল হাতে। কিন্তু ব্যাটারদের বল হাতে না তুলে নিলেও চলে তবে বোলারদের ব্যাটিংয়ে নামতেই হয়। ইবাদতকেও তাই প্রায় প্রতিটি টেস্টেই ব্যাটিংয়ে নামতে হয়েছে কখনো কখনো দুই ইনিংসেই নামতে হয়েছে। এর মধ্যে ১৭ বারই খুলতে পারেননি রানের খাতা, খুলেছেন ৪ বার। এই চারবার মিলিয়ে রান করেছেন ৮, সর্বোচ্চ ৪।
গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ছক্কা মারতে গিয়ে ফিরেছেন শূন্য রানে। ভাগ্যিস কয়েকটা ইনিংসে ০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয়েছিল। এরপরও এক বিরল রেকর্ড গড়ে ফেলেছেন এই পেসার। ১০ টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে ইবাদতের চেয়ে কম গড় টেস্ট ইতিহাসে আর কারোর নেই।
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
২৭ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে