নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয়রথ প্রায় থামিয়েই দিয়েছিল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ জয়ী অস্ট্রেলিয়া নিজেদের ১৫ তম ম্যাচে এসেই হারের স্বাদ পায় কি না, সে সম্ভাবনা গত রাতে শারজায় তৈরি হয়েছিল। কিন্তু আইসিসির ইভেন্টটিতে যারা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন, তাদের হারানো কি অতই সহজ!
১৫২ রানের লক্ষ্যে নেমে ভারতের গত রাতে শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৪ রান। হাতে ছিল ৫ উইকেট। কঠিন হলেও একেবারে অসম্ভব তো নয়। যেখানে হারমানপ্রীত কৌর ছিলেন উইকেটে। শুরুটা ধীরগতির হলেও পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে রানের চাকা সচল রেখে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪ তম ফিফটি তুলে নিয়েছেন। উপরন্তু স্লো ওভার রেটের কারণে অস্ট্রেলিয়াকে একজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের ভেতর নিয়ে আসতে হয়েছিল। তবে অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শেষ ওভারে ভারত নিতে পেরেছে ৪ রান। হারিয়েছে ৪ উইকেট। যার মধ্যে পূজা ভাস্ত্রকর ও রাধা যাদবের উইকেট দুটি পেয়েছেন সাদারল্যান্ড। বাকি দুই ব্যাটার শ্রেয়াঙ্কা পাতিল ও অরুন্ধতি রেড্ডি হয়েছেন রান আউট। ভারত হেরে যায় ৯ রানে।
মূলত এই শেষ ওভারে দুই দলের ব্যাটিংয়ে পার্থক্যই গত রাতে শারজায় দেখা গেছে। অস্ট্রেলিয়া শেষ ওভারে নিয়েছে ১২ রান, হারিয়েছে ২ উইকেট। নির্ধারিত ২০ ওভারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা করে ৮ উইকেটে ১৫১ রান। ইনিংসের শেষ বলে শ্রেয়াঙ্কা পাতিলকে ছক্কা মেরে অস্ট্রেলিয়ার রানটা ১৫০-এর ওপরে নিয়ে গেছেন ফোব লিচফিল্ড। তাছাড়া ব্যাটিংয়ে সাদারল্যান্ডের ৬ বলে ১০ রানের ইনিংসটাও ছিল কার্যকরী। ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার গ্রেস হ্যারিস। তাহলিয়া ম্যাকগ্রা, এলিস পেরি-দুই মিডল অর্ডার ব্যাটারই করেছেন ৩২ রান।
জয়ের লক্ষ্যে নেমে ভারত যে ৯ উইকেটে ১৪২ রানে থেমে যায়, তাতে সর্বোচ্চ ৫৪ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক হারমানপ্রীত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমার মতে তাদের (অস্ট্রেলিয়া) পুরো দলই অবদান রাখতে পারে। তারা এক দুইজন ক্রিকেটারের ওপর নির্ভর করে না। দলে অবদান রাখার মতো অলরাউন্ডার তাদের রয়েছে। আমাদের পরিকল্পনাও ভালো ছিল এবং আমরা ম্যাচে ছিলাম। তারা বাড়তি কোনো রান দেয়নি এবং কঠিন করে ফেলেছিল। তারা অভিজ্ঞ দল।’
সেমিফাইনালে জেতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে গত রাতের ম্যাচটা ভারতের জন্য ‘ডু-অর-ডাই’ তো ছিলই। এমনকি তাকিয়ে থাকতে হতো পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিকে। তবে গত রাতে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় এখন পুরোপুরি পাকিস্তানের ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে ভারতকে। কারণ অস্ট্রেলিয়া ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট কেটে ফেলেছে। নিউজিল্যান্ড আজ জিতলে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সমীকরণ ছাড়াই উঠবে সেমিতে। কারণ নিউজিল্যান্ড জিতলে ৬ পয়েন্ট পেয়ে উঠবে সেরা চারে। ভারতের তো পয়েন্ট চারের ওপরে বাড়ানোর সুযোগ নেই।
বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে দুই ও তিনে রয়েছে ভারত ও নিউজিল্যান্ড। যেখানে ভারত ও নিউজিল্যান্ডের নেট রানরেট +০.৩২২ এবং +০.২৮২। কিউইরা হারলে তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে। অন্যদিকে নেট রানরেটে পাকিস্তান বেশ পিছিয়ে থাকলেও (-০.৪৮৮) বড় ব্যবধানে কিউইদের হারালে সেমিতে ওঠার সম্ভাবনা রয়েছে তাদেরও (পাকিস্তান)। ম্যাচ শেষে হারমানপ্রীত বলেন,‘আমাদের হাতে যা ছিল, সেটা আমরা চেষ্টা করেছিলাম। তবে এখন আমাদের হাতে তো কিছুই নেই। যদি আরেকটা ম্যাচ খেলার সুযোগ পাই, তাহলে তো ভালো। অন্যথায় যাদের সেখানে থাকা প্রাপ্য, সেই দল সেখানে থাকবে।’
বাংলাদেশ সময় আজ রাত ৮টায় দুবাইয়ে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব আগামীকাল ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হচ্ছে দুবাইয়েই। এই ম্যাচটিরও (ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড) শুরুর সময় বাংলাদেশ সময় রাত ৮টা। গ্রুপ পর্বের পর দুই দিন বিরতি শেষে ১৭ ও ১৮ অক্টোবর দুবাই ও শারজায় হবে দুটি সেমিফাইনাল। ২০ অক্টোবর দুবাইয়ে হবে ফাইনাল।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ অস্ট্রেলিয়া হেরেছিল ২০২০ সালে। সে বছরের ২১ ফেব্রুয়ারি ভারত ১৭ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এই বিশ্বকাপেই অস্ট্রেলিয়া প্রতিশোধের মঞ্চ পেয়ে যায়। ৮ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ভারতকে ৮৫ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। পরবর্তীতে গত বছর স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জেতে অস্ট্রেলিয়া।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ম্যাচ জয়
দল ম্যাচ সময়
অস্ট্রেলিয়া ১৫ ২০২০-২০২৪
অস্ট্রেলিয়া ৭ ২০১০-২০১২
ইংল্যান্ড ৭ ২০২০-২০২৩
ওয়েস্ট ইন্ডিজ ৭ ২০১৬-২০১৮
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয়রথ প্রায় থামিয়েই দিয়েছিল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ জয়ী অস্ট্রেলিয়া নিজেদের ১৫ তম ম্যাচে এসেই হারের স্বাদ পায় কি না, সে সম্ভাবনা গত রাতে শারজায় তৈরি হয়েছিল। কিন্তু আইসিসির ইভেন্টটিতে যারা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন, তাদের হারানো কি অতই সহজ!
১৫২ রানের লক্ষ্যে নেমে ভারতের গত রাতে শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৪ রান। হাতে ছিল ৫ উইকেট। কঠিন হলেও একেবারে অসম্ভব তো নয়। যেখানে হারমানপ্রীত কৌর ছিলেন উইকেটে। শুরুটা ধীরগতির হলেও পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে রানের চাকা সচল রেখে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪ তম ফিফটি তুলে নিয়েছেন। উপরন্তু স্লো ওভার রেটের কারণে অস্ট্রেলিয়াকে একজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের ভেতর নিয়ে আসতে হয়েছিল। তবে অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শেষ ওভারে ভারত নিতে পেরেছে ৪ রান। হারিয়েছে ৪ উইকেট। যার মধ্যে পূজা ভাস্ত্রকর ও রাধা যাদবের উইকেট দুটি পেয়েছেন সাদারল্যান্ড। বাকি দুই ব্যাটার শ্রেয়াঙ্কা পাতিল ও অরুন্ধতি রেড্ডি হয়েছেন রান আউট। ভারত হেরে যায় ৯ রানে।
মূলত এই শেষ ওভারে দুই দলের ব্যাটিংয়ে পার্থক্যই গত রাতে শারজায় দেখা গেছে। অস্ট্রেলিয়া শেষ ওভারে নিয়েছে ১২ রান, হারিয়েছে ২ উইকেট। নির্ধারিত ২০ ওভারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা করে ৮ উইকেটে ১৫১ রান। ইনিংসের শেষ বলে শ্রেয়াঙ্কা পাতিলকে ছক্কা মেরে অস্ট্রেলিয়ার রানটা ১৫০-এর ওপরে নিয়ে গেছেন ফোব লিচফিল্ড। তাছাড়া ব্যাটিংয়ে সাদারল্যান্ডের ৬ বলে ১০ রানের ইনিংসটাও ছিল কার্যকরী। ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার গ্রেস হ্যারিস। তাহলিয়া ম্যাকগ্রা, এলিস পেরি-দুই মিডল অর্ডার ব্যাটারই করেছেন ৩২ রান।
জয়ের লক্ষ্যে নেমে ভারত যে ৯ উইকেটে ১৪২ রানে থেমে যায়, তাতে সর্বোচ্চ ৫৪ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক হারমানপ্রীত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমার মতে তাদের (অস্ট্রেলিয়া) পুরো দলই অবদান রাখতে পারে। তারা এক দুইজন ক্রিকেটারের ওপর নির্ভর করে না। দলে অবদান রাখার মতো অলরাউন্ডার তাদের রয়েছে। আমাদের পরিকল্পনাও ভালো ছিল এবং আমরা ম্যাচে ছিলাম। তারা বাড়তি কোনো রান দেয়নি এবং কঠিন করে ফেলেছিল। তারা অভিজ্ঞ দল।’
সেমিফাইনালে জেতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে গত রাতের ম্যাচটা ভারতের জন্য ‘ডু-অর-ডাই’ তো ছিলই। এমনকি তাকিয়ে থাকতে হতো পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিকে। তবে গত রাতে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় এখন পুরোপুরি পাকিস্তানের ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে ভারতকে। কারণ অস্ট্রেলিয়া ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট কেটে ফেলেছে। নিউজিল্যান্ড আজ জিতলে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সমীকরণ ছাড়াই উঠবে সেমিতে। কারণ নিউজিল্যান্ড জিতলে ৬ পয়েন্ট পেয়ে উঠবে সেরা চারে। ভারতের তো পয়েন্ট চারের ওপরে বাড়ানোর সুযোগ নেই।
বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে দুই ও তিনে রয়েছে ভারত ও নিউজিল্যান্ড। যেখানে ভারত ও নিউজিল্যান্ডের নেট রানরেট +০.৩২২ এবং +০.২৮২। কিউইরা হারলে তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে। অন্যদিকে নেট রানরেটে পাকিস্তান বেশ পিছিয়ে থাকলেও (-০.৪৮৮) বড় ব্যবধানে কিউইদের হারালে সেমিতে ওঠার সম্ভাবনা রয়েছে তাদেরও (পাকিস্তান)। ম্যাচ শেষে হারমানপ্রীত বলেন,‘আমাদের হাতে যা ছিল, সেটা আমরা চেষ্টা করেছিলাম। তবে এখন আমাদের হাতে তো কিছুই নেই। যদি আরেকটা ম্যাচ খেলার সুযোগ পাই, তাহলে তো ভালো। অন্যথায় যাদের সেখানে থাকা প্রাপ্য, সেই দল সেখানে থাকবে।’
বাংলাদেশ সময় আজ রাত ৮টায় দুবাইয়ে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব আগামীকাল ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হচ্ছে দুবাইয়েই। এই ম্যাচটিরও (ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড) শুরুর সময় বাংলাদেশ সময় রাত ৮টা। গ্রুপ পর্বের পর দুই দিন বিরতি শেষে ১৭ ও ১৮ অক্টোবর দুবাই ও শারজায় হবে দুটি সেমিফাইনাল। ২০ অক্টোবর দুবাইয়ে হবে ফাইনাল।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ অস্ট্রেলিয়া হেরেছিল ২০২০ সালে। সে বছরের ২১ ফেব্রুয়ারি ভারত ১৭ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এই বিশ্বকাপেই অস্ট্রেলিয়া প্রতিশোধের মঞ্চ পেয়ে যায়। ৮ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ভারতকে ৮৫ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। পরবর্তীতে গত বছর স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জেতে অস্ট্রেলিয়া।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ম্যাচ জয়
দল ম্যাচ সময়
অস্ট্রেলিয়া ১৫ ২০২০-২০২৪
অস্ট্রেলিয়া ৭ ২০১০-২০১২
ইংল্যান্ড ৭ ২০২০-২০২৩
ওয়েস্ট ইন্ডিজ ৭ ২০১৬-২০১৮
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৮ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে