Ajker Patrika

অস্ট্রেলিয়ার কাছে এবার কোথায় ধরা খেল ভারত 

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৩: ১০
অস্ট্রেলিয়ার কাছে এবার কোথায় ধরা খেল ভারত 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয়রথ প্রায় থামিয়েই দিয়েছিল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ জয়ী অস্ট্রেলিয়া নিজেদের ১৫ তম ম্যাচে এসেই হারের স্বাদ পায় কি না, সে সম্ভাবনা গত রাতে শারজায় তৈরি হয়েছিল। কিন্তু আইসিসির ইভেন্টটিতে যারা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন, তাদের হারানো কি অতই সহজ! 

১৫২ রানের লক্ষ্যে নেমে ভারতের গত রাতে শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৪ রান। হাতে ছিল ৫ উইকেট। কঠিন হলেও একেবারে অসম্ভব তো নয়। যেখানে হারমানপ্রীত কৌর ছিলেন উইকেটে। শুরুটা ধীরগতির হলেও পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে রানের চাকা সচল রেখে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪ তম ফিফটি তুলে নিয়েছেন। উপরন্তু স্লো ওভার রেটের কারণে অস্ট্রেলিয়াকে একজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের ভেতর নিয়ে আসতে হয়েছিল। তবে অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শেষ ওভারে ভারত নিতে পেরেছে ৪ রান। হারিয়েছে ৪ উইকেট। যার মধ্যে পূজা ভাস্ত্রকর ও রাধা যাদবের উইকেট দুটি পেয়েছেন সাদারল্যান্ড। বাকি দুই ব্যাটার শ্রেয়াঙ্কা পাতিল ও অরুন্ধতি রেড্ডি হয়েছেন রান আউট। ভারত হেরে যায় ৯ রানে। 

মূলত এই শেষ ওভারে দুই দলের ব্যাটিংয়ে পার্থক্যই গত রাতে শারজায় দেখা গেছে। অস্ট্রেলিয়া শেষ ওভারে নিয়েছে ১২ রান, হারিয়েছে ২ উইকেট। নির্ধারিত ২০ ওভারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা করে ৮ উইকেটে ১৫১ রান। ইনিংসের শেষ বলে শ্রেয়াঙ্কা পাতিলকে ছক্কা মেরে অস্ট্রেলিয়ার রানটা ১৫০-এর ওপরে নিয়ে গেছেন ফোব লিচফিল্ড। তাছাড়া ব্যাটিংয়ে সাদারল্যান্ডের ৬ বলে ১০ রানের ইনিংসটাও ছিল কার্যকরী। ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার গ্রেস হ্যারিস।  তাহলিয়া ম্যাকগ্রা, এলিস পেরি-দুই মিডল অর্ডার ব্যাটারই করেছেন ৩২ রান। 

জয়ের লক্ষ্যে নেমে ভারত যে ৯ উইকেটে ১৪২ রানে থেমে যায়, তাতে সর্বোচ্চ ৫৪ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক হারমানপ্রীত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমার মতে তাদের (অস্ট্রেলিয়া) পুরো দলই অবদান রাখতে পারে। তারা এক দুইজন ক্রিকেটারের ওপর নির্ভর করে না। দলে অবদান রাখার মতো অলরাউন্ডার তাদের রয়েছে। আমাদের পরিকল্পনাও ভালো ছিল এবং আমরা ম্যাচে ছিলাম। তারা বাড়তি কোনো রান দেয়নি এবং কঠিন করে ফেলেছিল। তারা অভিজ্ঞ দল।’

সেমিফাইনালে জেতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে গত রাতের ম্যাচটা ভারতের জন্য ‘ডু-অর-ডাই’ তো ছিলই। এমনকি তাকিয়ে থাকতে হতো পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিকে। তবে গত রাতে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় এখন পুরোপুরি পাকিস্তানের ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে ভারতকে। কারণ অস্ট্রেলিয়া ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট কেটে ফেলেছে। নিউজিল্যান্ড আজ জিতলে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সমীকরণ ছাড়াই উঠবে সেমিতে। কারণ নিউজিল্যান্ড জিতলে ৬ পয়েন্ট পেয়ে উঠবে সেরা চারে। ভারতের তো পয়েন্ট চারের ওপরে বাড়ানোর সুযোগ নেই।

বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে দুই ও তিনে রয়েছে ভারত ও নিউজিল্যান্ড। যেখানে ভারত ও নিউজিল্যান্ডের নেট রানরেট ‍+০.৩২২ এবং ‍+০.২৮২। কিউইরা হারলে তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে। অন্যদিকে নেট রানরেটে পাকিস্তান বেশ পিছিয়ে থাকলেও (-০.৪৮৮) বড় ব্যবধানে কিউইদের হারালে সেমিতে ওঠার সম্ভাবনা রয়েছে তাদেরও (পাকিস্তান)। ম্যাচ শেষে হারমানপ্রীত বলেন,‘আমাদের হাতে যা ছিল, সেটা আমরা চেষ্টা করেছিলাম। তবে এখন আমাদের হাতে তো কিছুই নেই। যদি আরেকটা ম্যাচ খেলার সুযোগ পাই, তাহলে তো ভালো। অন্যথায় যাদের সেখানে থাকা প্রাপ্য, সেই দল সেখানে থাকবে।’

বাংলাদেশ সময় আজ রাত ৮টায় দুবাইয়ে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব আগামীকাল ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হচ্ছে দুবাইয়েই। এই ম্যাচটিরও (ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড) শুরুর সময় বাংলাদেশ সময় রাত ৮টা। গ্রুপ পর্বের পর দুই দিন বিরতি শেষে ১৭ ও ১৮ অক্টোবর দুবাই ও শারজায় হবে দুটি সেমিফাইনাল। ২০ অক্টোবর দুবাইয়ে হবে ফাইনাল।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ অস্ট্রেলিয়া হেরেছিল ২০২০ সালে। সে বছরের ২১ ফেব্রুয়ারি ভারত ১৭ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এই বিশ্বকাপেই অস্ট্রেলিয়া প্রতিশোধের মঞ্চ পেয়ে যায়। ৮ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ভারতকে ৮৫ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। পরবর্তীতে গত বছর স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জেতে অস্ট্রেলিয়া। 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ম্যাচ জয়
দল                      ম্যাচ                       সময়
অস্ট্রেলিয়া             ১৫                    ২০২০-২০২৪
অস্ট্রেলিয়া             ৭                       ২০১০-২০১২
ইংল্যান্ড                 ৭                      ২০২০-২০২৩
ওয়েস্ট ইন্ডিজ        ৭                      ২০১৬-২০১৮

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
হকি বিশ্বকাপের জার্সি উন্মোচন করা হয়েছে আজ। ছবি: ফেসবুক
হকি বিশ্বকাপের জার্সি উন্মোচন করা হয়েছে আজ। ছবি: ফেসবুক

আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে হবে জুনিয়র হকি বিশ্বকাপ। ২৪ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে। সেখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। বাংলাদেশ প্রথমবারের মতো বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এই দলের পৃষ্ঠপোষক ইউএস বাংলা এয়ারলাইনস।

বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে আজ আনুষ্ঠানিকভাবে জাতীয় যুব হকি দলের জার্সি উন্মোচিত হয়েছে। জার্সি উন্মোচন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

প্রস্তুতি-লক্ষ্যসহ বাস্তবতা নিয়ে হকি ফেডারেশনের সভাপতি বলেন, ‘এটি একটি অনন্য ক্ষণ এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের দল ভালো পারফরম্যান্সের মাধ্যমে দেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরবে।। শৃঙ্খলা সাফল্যের চাবিকাঠি এবং একটি শৃঙ্খলাবদ্ধ দল সর্বদা জয়লাভ করে। মাঠের খেলায় ১১ বনাম ১১ লড়াই হয়, প্রতিপক্ষ কোণ দেশ বা দল বড় নয়, বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াই করবে এবং ভালো নৈপুণ্য প্রদর্শন করবে এটিই আমার প্রত্যাশা।’

ডাচ কোচের অধীনে বাংলাদেশ ইউরোপীয় খেলার ধরন বুঝতে পারছে। অধিনায়ক মেহরাব হাসান সামিন বলেন, ‘আমরা এখন ইউরোপীয় ধারাটা বুঝতে পেরেছি, আইকম্যানের মতো বড় কোচের অধীনে দলের খেলার ধারায়ও পরিবর্তন হয়েছে।’

হেড কোচ আইকম্যান বলেন, ‘খেলোয়াড়দের গতি ও বল নিয়ন্ত্রণ নিয়ে কাজ করেছি। আধুনিক হকিতে গতি ও দলগত সমন্বয়ের ওপরই সাফল্য নির্ভর করে। আমরা সেটিরই প্রতিফলন রাখতে চাই।

সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব:) রিয়াজুল হাসান জানান, ১৮ নভেম্বর দল ভারতের উদ্দেশে যাত্রা করবে এবং বিশ্বকাপ শুরুর আগে চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

পাকিস্তান-শ্রীলঙ্কার লড়াইয়ে থাকছে বাংলাদেশও

ক্রীড়া ডেস্ক    
পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজে আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি: ফাইল ছবি
পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজে আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি: ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ টেস্ট, ৩ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডে কেবল শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল। ঘরের টেস্ট সিরিজ ড্রয়ের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও জিতেছে পাকিস্তান। কিন্তু সালমান আলী আঘা-বাবর আজমদের যে দম ফেলার সুযোগ নেই। রাওয়ালপিন্ডিতে পরশু শুরু হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে।

পাকিস্তান-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে না থেকেও থাকছে বাংলাদেশ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে। প্রথম ওয়ানডেতে মাঠের আম্পায়ার হিসেবে আছেন ইংল্যান্ডের আলেকজান্ডার হোয়ার্ফ ও পাকিস্তানের আসিফ ইয়াকুব।তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন আরেক পাকিস্তানি আম্পায়ার রশিদ রিয়াজ।

পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেতে সৈকত মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। তাঁর সঙ্গে এই দায়িত্বে থাকবেন আরেক পাকিস্তানি আম্পায়ার ফয়সাল আফ্রিদি। তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করবেন হোয়ার্ফ ও আসিফ। তৃতীয় ওয়ানডেতে ফের বদলে যাচ্ছে সৈকতের দায়িত্ব। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশি এই আম্পায়ার থাকছেন তৃতীয় আম্পায়ারের দায়িত্বে। ফয়সাল আফ্রিদি থাকবেন চতুর্থ আম্পায়ার। মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকছেন হোয়ার্ফ ও রশিদ রিয়াজ। তিন ওয়ানডেতেই আলী নাকভি ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন।

হোয়ার্ফের সঙ্গে আইসিসির এলিট প্যানেলে আছেন সৈকতও। আইসিসি ইভেন্টসহ বিদেশে বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজেও সৈকতকে আম্পায়ারিং করতে দেখা যায়। আর পাকিস্তানি দুই আম্পায়ারের মধ্যে রশিদ রিয়াজ আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার। আসিফ ইয়াকুব আইসিসির ইমার্জিং প্যানেলের আম্পায়ার হিসেবে কাজ করছেন। পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের তিনটি ওয়ানডেরই ভেন্যু রাওয়ালপিন্ডি। ১৩ ও ১৫ নভেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। পাকিস্তান-শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তানে যোগ দেবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। টি-টোয়েন্টি সংস্করণে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

হাসপাতালে বিসিবি সহসভাপতি ফারুক, হার্টে পরানো হয়েছে রিং

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ২২: ২৩
হাসপাতালে বিসিবি সহসভাপতি ফারুক, হার্টে পরানো হয়েছে রিং

টেস্টের ২৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে চলছে দুই দিনব্যাপী ক্রিকেট কনফারেন্স। আজ প্রথম দিনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেনসহ বিসিবির পরিচালক রুবাবা দৌলা, আসিফ আকবররা ছিলেন। কিন্তু আরেক সহসভাপতি ফারুক আহমেদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি।

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ফারুককে ঢাকার একটি হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম। তাতে ফারুকের হার্টে রিং পরানো হয়েছে বলে জানিয়েছেন রাবীদ। সম্ভবত বিকেলের দিকে ফারুক গেছেন বলে জানা গেছে। হার্টে ব্লক ধরা পড়ায় অ্যানজিওগ্রাম করে এরপর রিং পরানো (স্টেন্ট) হয়েছে। ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে ফারুককে।

১৯৮৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বাংলাদেশের জার্সিতে খেলেছেন ফারুক। ১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। বিসিবি প্রধান নির্বাচক ও বিসিবি সভাপতির দায়িত্বও পালন করেছিলেন ফারুক। ২০২৪ সালের ২১ আগস্ট নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে তখন বিসিবি সভাপতি হয়েছিলেন ফারুক। ৯ মাস বোর্ড প্রধানের দায়িত্ব পালন করেছিলেন ফারুক। পদত্যাগ না করলেও এ বছরের ২৯ মে অপসারিত হয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক হিসেবে।

ফারুকের জায়গায় ৩১ মে বুলবুল বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এরপর ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের পর ফের সভাপতি হয়েছেন বুলবুল। তাঁর সঙ্গে সহসভাপতি হয়েছেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও ফারুক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ফুটবল যদি মারপিট করে, আমিও মারপিট করব: আসিফ আকবর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ২২: ৪৮
বিসিবির ক্রিকেট কনফারেন্সে ফুটবল ফেডারেশনের প্রতি হুঁশিয়ারি দিলেন আসিফ। ছবি: সংগৃহীত
বিসিবির ক্রিকেট কনফারেন্সে ফুটবল ফেডারেশনের প্রতি হুঁশিয়ারি দিলেন আসিফ। ছবি: সংগৃহীত

ফুটবলাররা মাঠের ক্রিকেটের উইকেট নষ্ট করে ফেলেছে বলে দাবি করেছেন বিসিবি পরিচালক ও গায়ক আসিফ আকবর। তাঁর মতে, ফুটবলের কারণে ক্রিকেট খেলা যাচ্ছে না।

দেশের ৬৪টি জেলা ও আটটি বিভাগের ক্রিকেট কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি ও ক্রীড়া কর্মকর্তাদের নিয়ে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ক্রিকেট কনফারেন্সের আয়োজন করেছে বিসিবি। আজ প্রথম দিন সেখানে ফুটবল নিয়ে বিরূপ মন্তব্য করেছেন আসিফ। ক্রিকেটকে এগিয়ে রাখার প্রয়োজনে মারধর করতেও রাজি আছেন তিনি।

কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে জেলা ক্রিকেট লিগ শুরু হবে ১২ নভেম্বর। বাংলাদেশ ফুটবল লিগে ২৪ নভেম্বর সেখানেই হবে আবাহনী-মোহামেডান দ্বৈরথ। তাই কুমিল্লায় ম্যাটের উইকেটে খেলা হবে বলে দাবি আসিফ আকবরের।

ক্রিকেট কনফারেন্সে আসিফ বলেন, ‘ফুটবলারদের জন্য (ক্রিকেট) খেলা যাচ্ছে না সারা দেশে। তারা উইকেট ভেঙে ফেলল, উইকেট নষ্ট করে ফেলেছে। আবার ২৪ তারিখ আবাহনী-মোহামেডান ফুটবল খেলা কুমিল্লা স্টেডিয়ামে। এই সমস্যাটা শুধু কুমিল্লার না। প্রতিটা জেলার স্টেডিয়াম দখল করে রেখেছে ফুটবল, প্রতিটা জেলার যেখানে ফুটবলের কাজ নেই, সেখানেও ফুটবল দখল করে রেখেছে এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ।’

আসিফ আরও বলেন, ‘আমি সরাসরি বলতে চাই। কারণ, ক্রিকেট একটা ডিসিপ্লিন খেলা, একটা আভিজাত্যের খেলা। এখানে অনেক নিয়মকানুন আছে, রেকর্ডের খেলা। আর ফুটবল হচ্ছে, যদি একজনের গায়ে আরেকজন লাগে, সে মিথ্যা কথা বলবে যে, ‘‘আমার থ্রো’’। তাই না? শুরুটাই খারাপ। কার কর্নার, কার ফাউল, কে এসে বসে, সবাই দাবি করে। কিন্তু ক্রিকেটটা এমন না।’

ফুটবল যেমন, আসিফ তেমনই ব্যবহার করতে চান, ‘আমি আবার অত ভদ্র না। যেহেতু আমি অবসরপ্রাপ্ত ক্রিকেটার... যদি ফুটবল মারপিট করে, আমিও মারপিট করব, নো প্রোবলেম। যে যেমন, তার সঙ্গে তেমন করতে হবে। আমরা তো চাঁদা চাচ্ছি না, কিডনি চাচ্ছি না, হার্ট-চোখ চাচ্ছি না, আমরা চাচ্ছি খেলার অধিকার।’

বাফুফের সঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সমঝোতায় আসতে অনুরোধ করেন আসিফ। তিনি বলেন, ‘আমাদের বোর্ড সভাপতিকে অনুরোধ করব, আমাদের সিনিয়র যারা আছেন বোর্ড মেম্বারস, তাঁদের অনুরোধ করব যে আপনারা জরুরি ভিত্তিতে বাফুফের সঙ্গে বসেন। আমরা তো মারামারি করতে যাব না। আমরা এনএসসির কাছে বার্ষিক সূচি চাই। কখন কোন খেলা হবে। যদি তা না করতে পারি, যতই চেষ্টা করি কোনো লাভ হবে না। মাঠেরও টেম্পারমেন্ট থাকে। ফুটবলারদের সঙ্গে আমাদের সমঝোতায় আসতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত