Ajker Patrika

বিশ্বকাপজয়ী কামিন্সের দাম আইপিএলে সর্বোচ্চ ২০.৫ কোটি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৮: ২৪
বিশ্বকাপজয়ী কামিন্সের দাম আইপিএলে সর্বোচ্চ ২০.৫ কোটি

বিশ্বকাপ ফাইনালের আগের দিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ১ লাখেরও বেশি দর্শককে চুপ করিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্যাট কামিন্স। ভারতকে কাঁদিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স। সেই কামিন্স এবার আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে ইতিহাস গড়েছেন। যাঁকে কিনতে হয়েছে ২০ কোটি রুপিরও বেশি দামে।

২০২৪ আইপিএলকে সামনে রেখে দুবাইয়ে হচ্ছে মিনি নিলাম। নিলামে কামিন্সের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। ২০ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। এর আগে সর্বোচ্চ দামী ক্রিকেটার ছিলেন স্যাম কারান। ২০২৩ আইপিএলের নিলামে ইংল্যান্ডের অলরাউন্ডারকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছিল পাঞ্জাব কিংস। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটারের তালিকায় তিন ও চারে আছেন গ্রিন ও স্টোকস। ২০২৩ আইপিএলে রেকর্ড গড়েছেন ক্যামেরন গ্রিনকে ১৭ কোটি ৫০ লাখ টাকা দিয়ে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ানস। চেন্নাই সুপার কিংস ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছিল বেন স্টোকসকে।

আইপিএলে কামিন্স সর্বশেষ খেলেছেন ২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। সেই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ১৪ বলে ফিফটি করেন তিনি। মাঝে ২০২৩ আইপিএল তিনি খেলেননি। এবারের আইপিএলের নিলামে প্রথমে তাঁকে নিতে কাড়াকাড়ি শুরু হয় চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের। এরপর  চেন্নাইয়ের লড়াই শুরু হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে। শেষে আরসিবির সঙ্গে তুমুল লড়াইয়ে জিতে যায় হায়দরাবাদ। 

হায়দরাবাদ দলে আছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার আরেক ক্রিকেটার ট্রাভিস হেড। ২০২৩ বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচসেরা হয়েছেন তিনি। ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেঞ্চুরি করে ১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। ভিত্তিমূল্য ২ কোটি রুপি থেকে ৬ কোটি ৮০ লাখ রুপিতে কিনেছে হায়দরাবাদ। হেড সর্বশেষ আইপিএলে খেলেছেন ২০১৭ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটার হওয়ার পর  কামিন্স বলেন,  ‘আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে যেতে পেরে ভীষণ খুশি।  অরেঞ্জ আর্মি সম্পর্কে অনেক শুনেছি।আইপিএলে এর আগে হায়দরাবাদে কয়েকবার খেলেছি। সবসময় পছন্দ করছি। খেলার জন্য আর তর সইছে না।। আরেক অজি ক্রিকেটার ট্রাভিস হেডকে এখানে দেখে ভালো লাগছে।’

 

আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ১০ খেলোয়াড় (ভারতীয় রুপি): 
প্যাট কামিন্স; দল: সানরাইজার্স হায়দরাবাদ; ২০ কোটি ৫০ লাখ; ২০২৪ 
স্যাম কারান; দল: পাঞ্জাব কিংস; ১৮ কোটি ৫০ লাখ; ২০২৩ 
ক্যামেরন গ্রিন; দল: মুম্বাই ইন্ডিয়ানস; ১৭ কোটি ৫০ লাখ; ২০২৩ 
বেন স্টোকস; দল: চেন্নাই সুপার কিংস; ১৬ কোটি ২৫ লাখ; ২০২৩ 
ক্রিস মরিস; দল: রাজস্থান রয়্যালস; ১৬ কোটি ২৫ লাখ; ২০২১ 
নিকোলাস পুরান; দল: লক্ষ্ণৌ সুপার জায়ান্টস; ১৬ কোটি; ২০২৩ 
যুবরাজ সিং; দল: দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমান দিল্লি ক্যাপিটালস) ; ১৬ কোটি; ২০১৫ 
প্যাট কামিন্স; দল: কলকাতা নাইট রাইডার্স; ১৫ কোটি ৫০ লাখ; ২০২০ 
ইশান কিষাণ: দল: মুম্বাই ইন্ডিয়ানস; ১৫ কোটি ২৫ লাখ; ২০২২ 
কাইল জেমিসন; দল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; ১৫ কোটি; ২০২১

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত