Ajker Patrika

গাভাস্কারের ৪৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন রোহিত-জয়সওয়াল

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৭: ৫১
গাভাস্কারের ৪৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন রোহিত-জয়সওয়াল

ডমিনিকায় সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপট দেখিয়ে চলছে ভারত। ব্যাটিং, বোলিং-কোনোটিতেই সুবিধা করতে পারছে না ক্যারিবীয়রা। দুর্দান্ত পারফরম্যান্সে ৪৪ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙেছেন সফরকারী দলের ক্রিকেটাররা।

গত পরশু টেস্টের প্রথম দিনই প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপরই ব্যাটিংয়ে নামেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা। সেদিন কোনো উইকেট না হারিয়ে ৮০ রানেই প্রথম দিনের খেলা শেষ করেছিল। ২৩ ওভার ব্যাটিং করেন এই দুই ব্যাটার। প্রথম দিনের এই ধৈর্যশীল ব্যাটিংয়ের ধারাবাহিকতা রোহিত-জয়সওয়াল বজায় রেখেছেন দ্বিতীয় দিনেও। এশিয়ার বাইরে ভারতের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন রোহিত-জয়সওয়াল। ৪৫৪ বলে ২২৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এর আগে এই রেকর্ডে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান ছিল সুনীল গাভাস্কার ও চেতন চৌহানের। ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে লন্ডনের ওভালে ২১৩ রানের জুটি গড়েন গাভাস্কার ও চৌহান।

এশিয়ার বাইরের রেকর্ডেই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ভারতের সর্বোচ্চ রানের উদ্বোধনীর জুটির রেকর্ড রোহিত-জয়সওয়ালের। মুম্বাইতে ২০০২ সালে সঞ্জয় বাঙ্গার ও বীরেন্দ্র শেবাগ ২০১ রানের জুটি গড়েছিলেন।

এশিয়ার বাইরে টেস্টে ভারতের সর্বোচ্চ উদ্বোধনী জুটি: 
যশস্বী জয়সওয়াল-রোহিত শর্মা: ২২৯; প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; ভেন্যু: ডমিনিকা; ২০২৩ 
সুনীল গাভাস্কার-চেতন চৌহান: ২১৩; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: দ্য ওভাল, লন্ডন; ১৯৭৯ 
বিজয় মার্চেন্ট-সৈয়দ মুশতাক আলি: ২০৩; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: ম্যানচেস্টার; ১৯৩৬ 
সুনীল গাভাস্কার-ক্রিস শ্রীকান্ত: ১৯১; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ভেন্যু: সিডনি; ১৯৮৬ 
সুনীল গাভাস্কার-চেতন চৌহান: ১৬৫; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ভেন্যু: মেলবোর্ন; ১৯৮১ 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ভারতের সর্বোচ্চ উদ্বোধনী জুটি: 
যশস্বী জয়সওয়াল-রোহিত শর্মা: ২২৯; ভেন্যু: ডমিনিকা; ২০২৩ 
সঞ্জয় বাঙ্গার-বীরেন্দ্র শেবাগ: ২০১; ভেন্যু: মুম্বাই; ২০০২ 
ওয়াসিম জাফর-বীরেন্দ্র শেবাগ: ১৫৯; ভেন্যু: গ্রস আইলেট; ২০০৬ 
সুনীল গাভাস্কার-চেতন চৌহান: ১৫৩; ভেন্যু: মুম্বাই; ১৯৭৮ 
সুনীল গাভাস্কার-অংশুমান গায়কোয়াড়: ১৩৬; ভেন্যু: কিংসটন; ১৯৭৬

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত