ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
চার বছর পর আজ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে আগে ব্যাটিং নিয়েও যে স্বস্তিতে নেই স্বাগতিকেরা। জিম্বাবুয়ের পেসার ভিক্টর নিয়াউচির তোপে কাঁপছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ২ উইকেটে ৬৫ রান করেছে স্বাগতিকেরা। অধিনায়ক শান্তর সঙ্গে ব্যাটিং করছেন অভিজ্ঞ মুমিনুল হক।
টেস্ট ঘরানায় ধীরেসুস্থে শুরু করলেও বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে গেছে ২৪ রানে। নবম ওভারের চতুর্থ বলে নিয়াউচির অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে যান সাদমান ইসলাম। গালি অঞ্চলে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন ব্রায়ান বেনেট। ২৩ বলে ১ চারে ১২ রান করেন সাদমান। এক ওভার বিরতিতে এসে বাংলাদেশের আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়কে ফিরিয়েছেন নিয়াউচি। অফস্টাম্পের এত বাইরের বল যেখানে ছাড়লেই চলত, সেখানে খোঁচা মেরেছেন জয়। ক্যাচ ধরেন জিম্বাবুয়ে উইকেটরক্ষক নিয়াশা মায়োভো। জয় করেছেন ১৪ রান।
দুই ওপেনারের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১০.৪ ওভারে ২ উইকেটে ৩২ রান। মুহূর্তেই সেটা ৩ উইকেটে ৩২ রান হতে পারত। ১২তম ওভারের তৃতীয় বলে মুমিনুলের গ্লাভসে লেগে বল বাতাসে ভাসলেও সেটা তালুবন্দী করতে পারেননি মায়োভো। মুমিনুল তখন রানের খাতাই খুলতে পারেননি। যে নিয়াউচিকে সামলাতেই বাংলাদেশ হিমশিম খাচ্ছে, জিম্বাবুয়ের এই পেসারের ওভার থেকে শান্ত এরপর নিয়েছেন ১০ রান। ১৩তম ওভারে দুটি চার মারেন শান্ত। ২২ বলে ৩ চারে ১৮ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। আর মুমিনুল করেছেন ১৫ রান।
আরও পড়ুন:
বাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
চার বছর পর আজ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে আগে ব্যাটিং নিয়েও যে স্বস্তিতে নেই স্বাগতিকেরা। জিম্বাবুয়ের পেসার ভিক্টর নিয়াউচির তোপে কাঁপছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ২ উইকেটে ৬৫ রান করেছে স্বাগতিকেরা। অধিনায়ক শান্তর সঙ্গে ব্যাটিং করছেন অভিজ্ঞ মুমিনুল হক।
টেস্ট ঘরানায় ধীরেসুস্থে শুরু করলেও বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে গেছে ২৪ রানে। নবম ওভারের চতুর্থ বলে নিয়াউচির অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে যান সাদমান ইসলাম। গালি অঞ্চলে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন ব্রায়ান বেনেট। ২৩ বলে ১ চারে ১২ রান করেন সাদমান। এক ওভার বিরতিতে এসে বাংলাদেশের আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়কে ফিরিয়েছেন নিয়াউচি। অফস্টাম্পের এত বাইরের বল যেখানে ছাড়লেই চলত, সেখানে খোঁচা মেরেছেন জয়। ক্যাচ ধরেন জিম্বাবুয়ে উইকেটরক্ষক নিয়াশা মায়োভো। জয় করেছেন ১৪ রান।
দুই ওপেনারের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১০.৪ ওভারে ২ উইকেটে ৩২ রান। মুহূর্তেই সেটা ৩ উইকেটে ৩২ রান হতে পারত। ১২তম ওভারের তৃতীয় বলে মুমিনুলের গ্লাভসে লেগে বল বাতাসে ভাসলেও সেটা তালুবন্দী করতে পারেননি মায়োভো। মুমিনুল তখন রানের খাতাই খুলতে পারেননি। যে নিয়াউচিকে সামলাতেই বাংলাদেশ হিমশিম খাচ্ছে, জিম্বাবুয়ের এই পেসারের ওভার থেকে শান্ত এরপর নিয়েছেন ১০ রান। ১৩তম ওভারে দুটি চার মারেন শান্ত। ২২ বলে ৩ চারে ১৮ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। আর মুমিনুল করেছেন ১৫ রান।
আরও পড়ুন:
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ১২৫ রানের বিপরীতে নিউজিল্যান্ডের লিড কত হলে যথেষ্ট ছিল? দুই টেস্টে পারফরম্যান্স বিবেচনায় ৩০০-৩৫০ তাড়া করে আবার নিউজিল্যান্ডকে লক্ষ্য ছুড়ে দেওয়া—নিশ্চয় সহজ হতো না জিম্বাবুয়ের জন্য। কিন্তু হাতে সময় থাকায় কিউই ব্যাটাররা রীতিমতো ছেলেখেলা শুরু করেছেন স্বাগতিক বোলারদের নিয়ে!
১ ঘণ্টা আগেফুটবলের দেশ ক্রোয়েশিয়া। ইউরোপের এই দেশ খেলে ক্রিকেটও। দেশটির টি-টোয়েন্টির অধিনায়ক জ্যাক ভুকুসিচ তো একটা বিশ্ব রেকর্ডই গড়ে ফেললেন!
২ ঘণ্টা আগেগ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ হারারে স্পোর্টস ক্লাবে নিয়মরক্ষার ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আজিজুল হাকিম তামিমের দল। ফাইনালের আগে স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়ে দারুণ প্রস্তুতিও সেরে নিল তারা। রাউন্ড রবিন পদ্ধতির...
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা ২০২৫-২৬ অ্যাশেজে ইংল্যান্ডকে ধবলধোলাই হওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর মতে, সিরিজে অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জয় পাবে।
৩ ঘণ্টা আগে