Ajker Patrika

শ্রীলঙ্কাকে লজ্জা দিয়ে জিতল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক    
জয় নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ছবি: এএফপি
জয় নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ছবি: এএফপি

দ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৬৬৪ রানের জবাবে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান ছিল ৬ উইকেটে ১৩৬। ফলোঅন এড়ানোর জন্য স্বাগতিক দলের দরকার ছিল ৩২৮ রান। কিন্তু প্রথম ইনিংসে ১৬৫ রানেই অলআউট হয়ে যায় লঙ্কানরা। ৪৯৯ রানে পিছিয়ে থেকে ফলোঅনে দ্বিতীয় ইনিংস শুরু করে লঙ্কার ব্যাটাররা দ্বিতীয় ইনিংসে দৃঢ়তা দেখাতে পারেননি, যেমনটা প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে দেখিয়েছিলেন উসমান খাজা (২৩২) স্টিভ স্মিথ (১৪১) ও অভিষিক্ত জশ ইংলিস (১০২)। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ২৪৭ রানে অলআউট। দুই ইনিংসেই দুর্দান্ত বোলিং করেছেন ম্যাথু কুনেমান। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া অস্ট্রেলীয় এই বাঁহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ১৪৯ রানে নিয়েছেন ৯ উইকেট; যা তাঁর ক্যারিয়ার সেরা বোলিং। তাঁর পাশাপাশি নাথান লায়নও ম্যাচে ৭ উইকেট নিলে কোনো ইনিংসেই দাঁড়াতে পারেননি লঙ্কান ব্যাটাররা।

প্রথম ইনিংসে ৭২ রান করা দিনেশ চান্দিমাল দ্বিতীয় ইনিংসে করেন ৩১। এই ইনিংসের একমাত্র ফিফটিটি করেন জেফ্রি ভ্যান্ডারসে; করেছেন ৫৩। প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৮২ রান বেশি করলেও অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া জয় আটকাতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে অস্ট্রেলিয়ার আগের বড় জয়টি ছিল ঘরের মাঠ মেলবোর্নে, ২০১২ সালে ইনিংস ও ২০১ রানে জিতেছিল তারা। এশিয়ার মাটিতেও এটি বড় জয় অস্ট্রেলিয়ার। ইনিংস ব্যবধানে তাদের আগের বড় জয়টি ছিল ভারতের বিপক্ষে। ১৯৯৮ সালে কলকাতার ইডেন গার্ডেনসে ইনিংস ও ২১৯ রানে জিতেছিল অস্ট্রেলিয়া।

রেকর্ড গড়া হারের পর শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা বললেন, ‘আমরা চাপে ছিলাম। তবে ব্যাটারদের আরও দৃঢ়তাপূর্ণ ব্যাটিং করা উচিত ছিল।’

দল জেতায় উচ্ছ্বসিত ম্যাচসেরার পুরস্কার পাওয়া উসমান খাজা, ‘গলে ব্যাটিং করা কঠিন। আমরা খুব খুশি যে এখানে জিততে পেরেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত