২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সন্দীপ লামিচানেকে যুক্তরাষ্ট্রের ভিসা পাইয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। তবু বিশ্বকাপে খেলতে যাচ্ছেন লামিচানে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে নেপালের এই লেগ স্পিনারের।
যুক্তরাষ্ট্রে খেলা হলেও এবারের বিশ্বকাপে তারা সহ-আয়োজক। মূল আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজেই বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুমতি পেয়েছেন বলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) এক বিজ্ঞপ্তিতে আজ তা নিশ্চিত করেছে। সিএএন এক বিবৃতি বলেছে, ‘ভিসা বাতিলের পরও দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে নেপালের ম্যাচে লামিচানে খেলবেন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সঙ্গে সমন্বয় করে তা করা হয়েছে।’
ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটে হেরে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করে নেপাল। নেপাল পরের ম্যাচ খেলবে ফ্লোরিডায় পরশু শ্রীলঙ্কার বিপক্ষে। ১৫ ও ১৭ জুন দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ সেন্ট ভিনসেন্টে খেলবে নেপাল। ওয়েস্ট ইন্ডিজে খেলার সুযোগ পাওয়ার পর নিজের এক্স হ্যান্ডলে লামিচানে লিখেছেন, ‘প্রথমত আমি নেপাল সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও সিএএনকে ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্রের ভিসা পেতে তারা আমাকে যেভাবে সমর্থন নিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে সেটা পাইনি। ওয়েস্ট ইন্ডিজে শেষ দুই ম্যাচ খেলতে জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছি। নিজের ও সব ক্রিকেট ভক্তের স্বপ্ন পূরণ করতে মুখিয়ে আছি।’
বিশ্বকাপের জন্য প্রথমে ১৪ সদস্যের একটা তালিকা দিয়েছিল নেপাল। সেখানে লামিচানের জন্য একটা জায়গা ফাঁকা রাখা হয়েছিল। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে, প্রতীশ জিসির স্থলাভিষিক্ত হচ্ছেন লামিচানে।
২০২২ সালের ২১ আগস্ট লামিচানের বিরুদ্ধে ১৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেন কাঠমান্ডু জেলা আদালত। অপরাধবিধি ২০৭৪-এর ২১৯ অনুচ্ছেদ অনুসারে তাঁর (লামিচানে) বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এরপর ৬ সেপ্টেম্বর গৌশালা মহানগর পুলিশের কাছে লামিচানের বিরুদ্ধে মামলা করে সেই মেয়ে। ৭ সেপ্টেম্বর কাঠমান্ডু জেলা আদালত নেপালি এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৬ অক্টোবর দেশে ফিরলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
গ্রেপ্তারের পর কাঠমান্ডু জেলা আদালত গত বছরের ২২ নভেম্বর লামিচানেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি (লামিচানে) যান উচ্চ আদালতে। এরপর এ বছরের জানুয়ারি মাসে তাঁকে আট বছরের কারাদণ্ড দেন আদালত। সেই ধর্ষণ মামলায় খালাস পেয়েছেন এ বছরের ১৫ মে।
আরও পড়ুন:
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সন্দীপ লামিচানেকে যুক্তরাষ্ট্রের ভিসা পাইয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। তবু বিশ্বকাপে খেলতে যাচ্ছেন লামিচানে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে নেপালের এই লেগ স্পিনারের।
যুক্তরাষ্ট্রে খেলা হলেও এবারের বিশ্বকাপে তারা সহ-আয়োজক। মূল আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজেই বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুমতি পেয়েছেন বলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) এক বিজ্ঞপ্তিতে আজ তা নিশ্চিত করেছে। সিএএন এক বিবৃতি বলেছে, ‘ভিসা বাতিলের পরও দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে নেপালের ম্যাচে লামিচানে খেলবেন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সঙ্গে সমন্বয় করে তা করা হয়েছে।’
ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটে হেরে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করে নেপাল। নেপাল পরের ম্যাচ খেলবে ফ্লোরিডায় পরশু শ্রীলঙ্কার বিপক্ষে। ১৫ ও ১৭ জুন দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ সেন্ট ভিনসেন্টে খেলবে নেপাল। ওয়েস্ট ইন্ডিজে খেলার সুযোগ পাওয়ার পর নিজের এক্স হ্যান্ডলে লামিচানে লিখেছেন, ‘প্রথমত আমি নেপাল সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও সিএএনকে ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্রের ভিসা পেতে তারা আমাকে যেভাবে সমর্থন নিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে সেটা পাইনি। ওয়েস্ট ইন্ডিজে শেষ দুই ম্যাচ খেলতে জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছি। নিজের ও সব ক্রিকেট ভক্তের স্বপ্ন পূরণ করতে মুখিয়ে আছি।’
বিশ্বকাপের জন্য প্রথমে ১৪ সদস্যের একটা তালিকা দিয়েছিল নেপাল। সেখানে লামিচানের জন্য একটা জায়গা ফাঁকা রাখা হয়েছিল। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে, প্রতীশ জিসির স্থলাভিষিক্ত হচ্ছেন লামিচানে।
২০২২ সালের ২১ আগস্ট লামিচানের বিরুদ্ধে ১৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেন কাঠমান্ডু জেলা আদালত। অপরাধবিধি ২০৭৪-এর ২১৯ অনুচ্ছেদ অনুসারে তাঁর (লামিচানে) বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এরপর ৬ সেপ্টেম্বর গৌশালা মহানগর পুলিশের কাছে লামিচানের বিরুদ্ধে মামলা করে সেই মেয়ে। ৭ সেপ্টেম্বর কাঠমান্ডু জেলা আদালত নেপালি এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৬ অক্টোবর দেশে ফিরলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
গ্রেপ্তারের পর কাঠমান্ডু জেলা আদালত গত বছরের ২২ নভেম্বর লামিচানেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি (লামিচানে) যান উচ্চ আদালতে। এরপর এ বছরের জানুয়ারি মাসে তাঁকে আট বছরের কারাদণ্ড দেন আদালত। সেই ধর্ষণ মামলায় খালাস পেয়েছেন এ বছরের ১৫ মে।
আরও পড়ুন:
বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
৮ মিনিট আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
১ ঘণ্টা আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
২ ঘণ্টা আগে