আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন গ্রুপে কোন দল খেলবে, সেটি আনুষ্ঠানিকভাবে আজ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আগেই জানা গেছে, বাংলাদেশকে বাছাইপর্বের বাধা টপকে খেলতে হবে ‘সুপার টুয়েলভ’। আজ পরিষ্কার হলো তামিমদের প্রতিপক্ষ। বাছাইপর্বের রাউন্ড–১ বাংলাদেশ খেলবে। এই রাউন্ডের ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান।
আর ‘এ’ গ্রুপে আছে শ্রীলঙ্কা, অ্যায়ারল্যান্ড, নেদারল্যান্ড, নামিবিয়া। দুই গ্রুপের খেলা শেষে সেরা চার দল সুপার টুয়েলভের টিকিট পাবে। যেখানে গ্রুপ একে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ দুইয়ে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। ২০ মার্চ ২০২১ পর্যন্ত আইসিসির র্যাঙ্কিংয়ের ভিত্তিতে গ্রুপ দুটি নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে খেলতে হবে গ্রুপ দুইয়ে। অর্থাৎ বাংলাদেশের প্রতিপক্ষ হবে তখন ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও এ গ্রুপের রানার্সআপ। আর রানার্স আপ হলে খেলবে গ্রুপ একে থাকা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আার এ গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে।
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ১৪ নভেম্বর। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে যৌথভাবে আয়োজন করবে এবারের টুর্নামেন্ট। ওমানে হবে বাছাইপর্বের ম্যাচগুলো। বিশ্বকাপে আয়োজক হিসেবে ওমানকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন সৌরভ গাঙ্গুলী। বিসিসিআই সভাপতি বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক হিসেবে ওমানকে পাওয়া দারুণ ব্যাপার। এটা খেলার প্রতি তরুণদের আগ্রহী করতে সহায়তা করবে। আমরা জানি বর্তমান সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বমানের একটি প্রতিযোগিতা।’
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন গ্রুপে কোন দল খেলবে, সেটি আনুষ্ঠানিকভাবে আজ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আগেই জানা গেছে, বাংলাদেশকে বাছাইপর্বের বাধা টপকে খেলতে হবে ‘সুপার টুয়েলভ’। আজ পরিষ্কার হলো তামিমদের প্রতিপক্ষ। বাছাইপর্বের রাউন্ড–১ বাংলাদেশ খেলবে। এই রাউন্ডের ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান।
আর ‘এ’ গ্রুপে আছে শ্রীলঙ্কা, অ্যায়ারল্যান্ড, নেদারল্যান্ড, নামিবিয়া। দুই গ্রুপের খেলা শেষে সেরা চার দল সুপার টুয়েলভের টিকিট পাবে। যেখানে গ্রুপ একে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ দুইয়ে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। ২০ মার্চ ২০২১ পর্যন্ত আইসিসির র্যাঙ্কিংয়ের ভিত্তিতে গ্রুপ দুটি নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে খেলতে হবে গ্রুপ দুইয়ে। অর্থাৎ বাংলাদেশের প্রতিপক্ষ হবে তখন ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও এ গ্রুপের রানার্সআপ। আর রানার্স আপ হলে খেলবে গ্রুপ একে থাকা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আার এ গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে।
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ১৪ নভেম্বর। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে যৌথভাবে আয়োজন করবে এবারের টুর্নামেন্ট। ওমানে হবে বাছাইপর্বের ম্যাচগুলো। বিশ্বকাপে আয়োজক হিসেবে ওমানকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন সৌরভ গাঙ্গুলী। বিসিসিআই সভাপতি বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক হিসেবে ওমানকে পাওয়া দারুণ ব্যাপার। এটা খেলার প্রতি তরুণদের আগ্রহী করতে সহায়তা করবে। আমরা জানি বর্তমান সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বমানের একটি প্রতিযোগিতা।’
রাজনৈতিক টানাপোড়েনে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ এখন আর দেখা যায় না। দুই দলের ম্যাচ নিয়ে সংশয়, অনিশ্চয়তা তৈরি হয় বহুজাতীয় টুর্নামেন্টেও। ২০২৫ এশিয়া কাপ আয়োজন নিয়ে তো আর কম জলঘোলা হয়নি। জটিলতা কাটিয়ে এশিয়া কাপ ঠিক সময়েই হতে যাচ্ছে।
৪ ঘণ্টা আগেবড় লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল দিতে পারেনি মেলবোর্ন স্টারস একাডেমিকে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয়ের জন্য স্বাগতিক দলের লক্ষ্য ছিল ১৫৭। ৩ উইকেট ও ৪ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে ৩ উইকেটে জিতেছে মেলবোর্ন স্টারস একাডেমি।
৫ ঘণ্টা আগেসিলেটে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। এর মধ্যে দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর—বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিম বাগদান সেরেছেন। তাঁর নামে খোলা একটি অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট আসায় বেশ কিছু গণমাধ্যমও উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করে।
৬ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
৭ ঘণ্টা আগে