Ajker Patrika

সাকিব-তামিমের ব্যাটে লড়ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিব-তামিমের ব্যাটে লড়ছে বাংলাদেশ

ইনিংসের প্রথম ৩ ওভারে ৯ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ম্যাচের কঠিন চাপটা এসে পড়ে অধিনায়ক তামিম ইকবাল ও সাকিব আল হাসানের কাঁধে। এখন পর্যন্ত তাঁদের ব্যাটেই লড়ছে বাংলাদেশ। এপ্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৭৮ রান। সাকিব-তামিমের জুটিতে এল ৬৯ রান। তামিম ৩৪ ও সাকিব ৩৫ রানে ব্যাটিং করছেন।

শুরুতেই বাংলাদেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে রীতিমতো ভড়কে দেন স্যাম কারান। ব্যাট হাতেও ঝড় তুলেছিলেন শেষ দিকে। বোলিংয়ে ইনিংসের প্রথম ওভার করতে এসেই তুলে নেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর উইকেট। দুজনে আউট হন রানের খাতা খোলার আগেই। তৃতীয় ওভারে কারান তুলে নেন মুশফিকুর রহিমের উইকেটও। 

প্রথম ওয়ানডের চেয়ে উইকেট কিছুটা ভালো ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে আগে ব্যাটিং করে বাংলাদেশকে ৩২৭ রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড। পাওয়ারপ্লেতে বেশি উইকেট না হারিয়ে, ২০ ওভারের পর রানের গতি বাড়ায় ইংলিশরা। ক্রিজে থিতু হয়ে ব্যক্তিগত ইনিংসের শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করে গেছেন জেসন রয়, জস বাটলার ও মঈন আলী।

অসাধারণ ব্যাটিংয়ে ওয়ানডেতে ১২তম সেঞ্চুরি তুলে নিয়েছেন রয়। অন্য ব্যাটাররা উইকেটে এসে খাবি খেলেও সাবলীল ব্যাটিং চালিয়ে গেছেন ইংল্যান্ডের এই ওপেনার। ১০৪ বলে করেছিলেন সেঞ্চুরি। পর তুলে নিয়েছেন ওয়ানডেতে ১২তম সেঞ্চুরি। সাকিবের এলবিডব্লিউর শিকার হওয়ার আগে খেলে গেছেন ১২৪ বলে ১৩২ রানের দারুণ এক ইনিংস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত