চেন্নাই সুপার কিংসের সঙ্গে যৌথভাবে আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ানস। পাঁচবারের সেই চ্যাম্পিয়ন দলটিই এবার সবার আগে শেষ। গতকাল কলকাতা নাইট রাইডার্সের কাছে ২৪ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা।
ম্যাচ শেষ হওয়ার পর তাই সামাজিক মাধ্যমের এক ভিডিওতে মুম্বাইয়ের কাহিনি খতম বলে জানিয়েছেন ইরফান পাঠান। দলটির কাহিনি শেষ হওয়ার পেছনে অধিনায়ককেই দায়ী করেছেন সাবেক বাঁহাতি পেসার। আইপিএলের শুরু থেকেই অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে সমালোচিত হয়ে আসছেন হার্দিক পান্ডিয়া। গতকাল তাঁর অধিনায়কত্ব দেখে একদম ধুয়ে দিয়েছেন পাঠান।
কাগজে-কলমে দল হিসেবে মুম্বাই দুর্দান্ত কিন্তু অধিনায়কই যে দলকে ডুবিয়েছে, সেটাই সামাজিক মাধ্যমের ভিডিওতে পাঠান বলেছেন, ‘মুম্বাই ইন্ডিয়ানসের কাহিনি এখানেই খতম। কাগজে দুর্দান্ত একটা দল মুম্বাই। তবে ব্যবস্থাপনাটা যারপরনাই বাজে। অধিনায়কত্ব হার্দিক পান্ডিয়াকে নিয়ে যে প্রশ্ন উঠেছে তা একদমই সঠিক।’
গতকাল কলকাতা একটা সময় ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচে ধুঁকছিল। সেখান থেকে দলকে ১৬৯ রানের সংগ্রহ এনে দেন ভেঙ্কেটেশ আইয়ার (৭০) এবং এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা মনিশ পান্ডে (৪০)। কলকাতাকে বাগে পেয়েও এমন সময় হার্দিক মূল বোলারদের না করিয়ে নমন ধীর নামে এক অফ স্পিনারকে বোলিংয়ে এনে ম্যাচ শেষ করে দিয়েছেন বলে জানিয়েছেন ইরফান পাঠান।হার্দিকের অধিনায়কত্ব নিয়ে পাঠান বলেছেন, ‘যখন ৫৭ রানেই কলকাতার ৫ উইকেট তুলে নেবেন, তখন তিন ওভার নমন ধীরকে করানোর কোনো যৌক্তিকতাই নেই। আপনার সে সময় উচিত হবে মূল বোলারদের দিয়ে বোলিং করানো। কিন্তু আপনি ষষ্ঠ বোলারকে দিয়ে তিন ওভার করালেন। এতে ভেঙ্কেটেশ আইয়ার ও মনিশ পান্ডে জুটি গড়ার সুযোগ পেয়ে যায়। যেখানে ১৫০ রানে মধ্যে আটকানো যেত, সেখানে ১৭০ রান স্কোর বোর্ডে তোলে কলকাতা। এখানেই ম্যাচের পার্থক্য তৈরি হয়েছে।’
মুম্বাইয় ইন্ডিয়ানসের বিপক্ষে গতকাল ১২ বছর পর ওয়াংখেড়েতে জয় পেয়েছে কলকাতা। দলের দীর্ঘ অপেক্ষা খরা ঘোচানোর ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন মিচেল স্টার্ক। ৩৩ রানে ৪ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ান পেসারের দুর্দান্ত ফর্মে আসাতেই কলকাতাকে এবারের আইপিএলে ভয়ংকর দল বলে ভিডিওতে জানিয়েছেন পাঠান। মুম্বাইয়ের আর তিন ম্যাচ বাকি রয়েছে। সব কটিতে জয় পেলেও শেষ চারে যাওয়ার আর সুযোগ নেই। বর্তমানে ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে হার্দিক পান্ডিয়ার দল।
চেন্নাই সুপার কিংসের সঙ্গে যৌথভাবে আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ানস। পাঁচবারের সেই চ্যাম্পিয়ন দলটিই এবার সবার আগে শেষ। গতকাল কলকাতা নাইট রাইডার্সের কাছে ২৪ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা।
ম্যাচ শেষ হওয়ার পর তাই সামাজিক মাধ্যমের এক ভিডিওতে মুম্বাইয়ের কাহিনি খতম বলে জানিয়েছেন ইরফান পাঠান। দলটির কাহিনি শেষ হওয়ার পেছনে অধিনায়ককেই দায়ী করেছেন সাবেক বাঁহাতি পেসার। আইপিএলের শুরু থেকেই অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে সমালোচিত হয়ে আসছেন হার্দিক পান্ডিয়া। গতকাল তাঁর অধিনায়কত্ব দেখে একদম ধুয়ে দিয়েছেন পাঠান।
কাগজে-কলমে দল হিসেবে মুম্বাই দুর্দান্ত কিন্তু অধিনায়কই যে দলকে ডুবিয়েছে, সেটাই সামাজিক মাধ্যমের ভিডিওতে পাঠান বলেছেন, ‘মুম্বাই ইন্ডিয়ানসের কাহিনি এখানেই খতম। কাগজে দুর্দান্ত একটা দল মুম্বাই। তবে ব্যবস্থাপনাটা যারপরনাই বাজে। অধিনায়কত্ব হার্দিক পান্ডিয়াকে নিয়ে যে প্রশ্ন উঠেছে তা একদমই সঠিক।’
গতকাল কলকাতা একটা সময় ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচে ধুঁকছিল। সেখান থেকে দলকে ১৬৯ রানের সংগ্রহ এনে দেন ভেঙ্কেটেশ আইয়ার (৭০) এবং এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা মনিশ পান্ডে (৪০)। কলকাতাকে বাগে পেয়েও এমন সময় হার্দিক মূল বোলারদের না করিয়ে নমন ধীর নামে এক অফ স্পিনারকে বোলিংয়ে এনে ম্যাচ শেষ করে দিয়েছেন বলে জানিয়েছেন ইরফান পাঠান।হার্দিকের অধিনায়কত্ব নিয়ে পাঠান বলেছেন, ‘যখন ৫৭ রানেই কলকাতার ৫ উইকেট তুলে নেবেন, তখন তিন ওভার নমন ধীরকে করানোর কোনো যৌক্তিকতাই নেই। আপনার সে সময় উচিত হবে মূল বোলারদের দিয়ে বোলিং করানো। কিন্তু আপনি ষষ্ঠ বোলারকে দিয়ে তিন ওভার করালেন। এতে ভেঙ্কেটেশ আইয়ার ও মনিশ পান্ডে জুটি গড়ার সুযোগ পেয়ে যায়। যেখানে ১৫০ রানে মধ্যে আটকানো যেত, সেখানে ১৭০ রান স্কোর বোর্ডে তোলে কলকাতা। এখানেই ম্যাচের পার্থক্য তৈরি হয়েছে।’
মুম্বাইয় ইন্ডিয়ানসের বিপক্ষে গতকাল ১২ বছর পর ওয়াংখেড়েতে জয় পেয়েছে কলকাতা। দলের দীর্ঘ অপেক্ষা খরা ঘোচানোর ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন মিচেল স্টার্ক। ৩৩ রানে ৪ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ান পেসারের দুর্দান্ত ফর্মে আসাতেই কলকাতাকে এবারের আইপিএলে ভয়ংকর দল বলে ভিডিওতে জানিয়েছেন পাঠান। মুম্বাইয়ের আর তিন ম্যাচ বাকি রয়েছে। সব কটিতে জয় পেলেও শেষ চারে যাওয়ার আর সুযোগ নেই। বর্তমানে ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে হার্দিক পান্ডিয়ার দল।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
৩০ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে