ক্রীড়া ডেস্ক
কুয়ালালামপুরের সেই বায়ুমাস ক্রিকেট ওভাল। সংস্করণটাও টি-টোয়েন্টি। প্রতিপক্ষ দুই এশিয়ান বাংলাদেশ ও ভারত। ফলটা এবারও একই। বাংলাদেশকে বিধ্বস্ত করেছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। তাতে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে গেল সুমাইয়া আকতারের নেতৃত্বাধীন বাংলাদেশ।
২০২৪ সালের ২২ ডিসেম্বর বায়ুমাস ওভালে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত। টি-টোয়েন্টি সংস্করণের সেই টুর্নামেন্টের এক মাস পর এবার তারা মুখোমুখি হয়েছে বিশ্বকাপে। অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে আজ বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ভারত।
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ এসেছিল ২ পয়েন্ট নিয়ে। অস্ট্রেলিয়া ও ভারত এসেছিল ৪ পয়েন্ট নিয়ে। বাংলাদেশকে আজ ভারত হারিয়ে পেয়েছে ৬ পয়েন্ট। এই ৬ পয়েন্ট অস্ট্রেলিয়া গতকাল পেয়েছে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। সুপার সিক্সে বাংলাদেশের আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে। সুপার সিক্সে নিয়ম রক্ষার ম্যাচটি বাংলাদেশ আজ খেলবে কুয়ালালামপুরে।
৬৫ রানের লক্ষ্যে নেমে আজ দলীয় ২৩ রানেই ভেঙে যায় ভারতের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের চতুর্থ বলে কামিলিনি জিকে (৩) বোল্ড করেন মোসাম্মৎ আনিসা আকতার সোবা। তিন নম্বরে এরপর ব্যাটিংয়ে নামেন সানিকা চালকে। আরেক ওপেনার ত্রিশা গোঙ্গাদির সঙ্গে ৩৮ রানের জুটি গড়তে অবদান রাখেন চালকে।
ভারত জয় থেকে যখন ৪ রান দূরে, তখন ওপেনার ত্রিশাকে ফিরিয়েছেন হাবিবা ইসলাম পিংকি। ৩১ বলে ৮ চারে ৪০ রান করেন ত্রিশা। সপ্তম ওভারের পঞ্চম বলে ভারত হারিয়েছে তাদের দ্বিতীয় উইকেট। ঠিক তার দুই বল পরই (অষ্টম ওভারের দ্বিতীয় বল) জান্নাতুল মাওয়াকে চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন অধিনায়ক নিকি প্রসাদ।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক প্রসাদ। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৬৪ রানে আটকে যায় তারা। ইনিংস সর্বোচ্চ ২১ রান করে অপরাজিত থাকেন সুমাইয়া। ২৯ বলের ইনিংসে বাংলাদেশ অধিনায়ক কোনো চার-ছক্কা মারতে পারেননি। ভারতের বৈষ্ণবী শর্মা ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। ৪ ওভারে খরচ করেন ১৫ রান।
কুয়ালালামপুরের সেই বায়ুমাস ক্রিকেট ওভাল। সংস্করণটাও টি-টোয়েন্টি। প্রতিপক্ষ দুই এশিয়ান বাংলাদেশ ও ভারত। ফলটা এবারও একই। বাংলাদেশকে বিধ্বস্ত করেছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। তাতে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে গেল সুমাইয়া আকতারের নেতৃত্বাধীন বাংলাদেশ।
২০২৪ সালের ২২ ডিসেম্বর বায়ুমাস ওভালে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত। টি-টোয়েন্টি সংস্করণের সেই টুর্নামেন্টের এক মাস পর এবার তারা মুখোমুখি হয়েছে বিশ্বকাপে। অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে আজ বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ভারত।
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ এসেছিল ২ পয়েন্ট নিয়ে। অস্ট্রেলিয়া ও ভারত এসেছিল ৪ পয়েন্ট নিয়ে। বাংলাদেশকে আজ ভারত হারিয়ে পেয়েছে ৬ পয়েন্ট। এই ৬ পয়েন্ট অস্ট্রেলিয়া গতকাল পেয়েছে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। সুপার সিক্সে বাংলাদেশের আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে। সুপার সিক্সে নিয়ম রক্ষার ম্যাচটি বাংলাদেশ আজ খেলবে কুয়ালালামপুরে।
৬৫ রানের লক্ষ্যে নেমে আজ দলীয় ২৩ রানেই ভেঙে যায় ভারতের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের চতুর্থ বলে কামিলিনি জিকে (৩) বোল্ড করেন মোসাম্মৎ আনিসা আকতার সোবা। তিন নম্বরে এরপর ব্যাটিংয়ে নামেন সানিকা চালকে। আরেক ওপেনার ত্রিশা গোঙ্গাদির সঙ্গে ৩৮ রানের জুটি গড়তে অবদান রাখেন চালকে।
ভারত জয় থেকে যখন ৪ রান দূরে, তখন ওপেনার ত্রিশাকে ফিরিয়েছেন হাবিবা ইসলাম পিংকি। ৩১ বলে ৮ চারে ৪০ রান করেন ত্রিশা। সপ্তম ওভারের পঞ্চম বলে ভারত হারিয়েছে তাদের দ্বিতীয় উইকেট। ঠিক তার দুই বল পরই (অষ্টম ওভারের দ্বিতীয় বল) জান্নাতুল মাওয়াকে চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন অধিনায়ক নিকি প্রসাদ।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক প্রসাদ। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৬৪ রানে আটকে যায় তারা। ইনিংস সর্বোচ্চ ২১ রান করে অপরাজিত থাকেন সুমাইয়া। ২৯ বলের ইনিংসে বাংলাদেশ অধিনায়ক কোনো চার-ছক্কা মারতে পারেননি। ভারতের বৈষ্ণবী শর্মা ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। ৪ ওভারে খরচ করেন ১৫ রান।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
২৭ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁকে শুধু দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল)। খেলোয়াড়ি জীবনে শিরোপা, রেকর্ড—কোনো কিছুরই তো অভাব নেই তাঁর। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির এবার একটি রেকর্ড ভাঙলেন কুইন্টন ডি কক।
২ ঘণ্টা আগেনারীদের বয়সভিত্তিক বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে সাথিরা জাকির জেসির। এশিয়া কাপ, আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন। এবার তিনি আম্পায়ার হিসেবে কাজ করবেন আইসিসির মূল ইভেন্টেও।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি খেলার অপেক্ষা বেড়েই চলেছে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। দুজনেই সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে খেলেছিলেন তাঁরা (বাবর-রিজওয়ান)।
৪ ঘণ্টা আগে