নিজেদের দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপেই দর্শক হিসেবে থেকে গেল অস্ট্রেলিয়া। আর বর্তমান অধিনায়ক অ্যারন ফিঞ্চ আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কে এখনও কিছু জানাননি। তবে রিকি পন্টিং যেন এক ধাপ এগিয়ে ভেবে রেখেছেন। গ্লেন ম্যাক্সওয়েলকে ভবিষ্যৎ টি-টোয়েন্টি অধিনায়ক মনে করছেন পন্টিং।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে অস্ট্রেলিয়া। জিতেছে ৩ ম্যাচ, হেরেছে ১ ম্যাচ এবং ১ ম্যাচ হয়েছে পরিত্যক্ত। ৭ পয়েন্ট পেয়েও সেমিফাইনাল খেলতে পারেনি স্বাগতিকেরা। কেননা নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৯ রানে হেরেই নেট রানরেটে বেশ পিছিয়ে পড়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই বিশ্বকাপে তিন ম্যাচে অ্যারন ফিঞ্চ করেছেন ১০৭ রান। ৫৩.৫০ গড় ঈর্ষণীয় হলেও ১১০.৩০ স্ট্রাইকরেট টি-টোয়েন্টির সঙ্গে বেশ বেমানান।
অন্যদিকে ম্যাক্সওয়েল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে করেছেন ১১৮ রান। গড় ৩৯.৩৩ এবং স্ট্রাইক রেট ১৬১.৬৪। বোলিংয়ে ৬.৩৩ গড় এবং ৬ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। আর ফিল্ডিংয়ে দুটো ক্যাচ ধরেছেন। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারকে সংক্ষিপ্ততম সংস্করণের যোগ্য অধিনায়ক মনে করছেন পন্টিং। প্রসঙ্গক্রমে ম্যাক্সওয়েলের আইপিএল এবং বিগ ব্যাশের পারফরশ্যান্সের কথাও উল্লেখ করেছেন পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘সে আইপিএল এবং বিগ ব্যাশে দারুণ খেলেছে। আমি মনে করি, সে যোগ্য ব্যক্তি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৪০ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। জিতেছে ২৫ ম্যাচ এবং হেরেছে ১৫ ম্যাচ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া হয়েছিল চ্যাম্পিয়ন। আর ২০১০ বিশ্বকাপে হয়েছিল রানারআপ।
নিজেদের দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপেই দর্শক হিসেবে থেকে গেল অস্ট্রেলিয়া। আর বর্তমান অধিনায়ক অ্যারন ফিঞ্চ আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কে এখনও কিছু জানাননি। তবে রিকি পন্টিং যেন এক ধাপ এগিয়ে ভেবে রেখেছেন। গ্লেন ম্যাক্সওয়েলকে ভবিষ্যৎ টি-টোয়েন্টি অধিনায়ক মনে করছেন পন্টিং।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে অস্ট্রেলিয়া। জিতেছে ৩ ম্যাচ, হেরেছে ১ ম্যাচ এবং ১ ম্যাচ হয়েছে পরিত্যক্ত। ৭ পয়েন্ট পেয়েও সেমিফাইনাল খেলতে পারেনি স্বাগতিকেরা। কেননা নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৯ রানে হেরেই নেট রানরেটে বেশ পিছিয়ে পড়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই বিশ্বকাপে তিন ম্যাচে অ্যারন ফিঞ্চ করেছেন ১০৭ রান। ৫৩.৫০ গড় ঈর্ষণীয় হলেও ১১০.৩০ স্ট্রাইকরেট টি-টোয়েন্টির সঙ্গে বেশ বেমানান।
অন্যদিকে ম্যাক্সওয়েল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে করেছেন ১১৮ রান। গড় ৩৯.৩৩ এবং স্ট্রাইক রেট ১৬১.৬৪। বোলিংয়ে ৬.৩৩ গড় এবং ৬ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। আর ফিল্ডিংয়ে দুটো ক্যাচ ধরেছেন। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারকে সংক্ষিপ্ততম সংস্করণের যোগ্য অধিনায়ক মনে করছেন পন্টিং। প্রসঙ্গক্রমে ম্যাক্সওয়েলের আইপিএল এবং বিগ ব্যাশের পারফরশ্যান্সের কথাও উল্লেখ করেছেন পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘সে আইপিএল এবং বিগ ব্যাশে দারুণ খেলেছে। আমি মনে করি, সে যোগ্য ব্যক্তি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৪০ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। জিতেছে ২৫ ম্যাচ এবং হেরেছে ১৫ ম্যাচ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া হয়েছিল চ্যাম্পিয়ন। আর ২০১০ বিশ্বকাপে হয়েছিল রানারআপ।
খুব বেশি দিন আগের ঘটনা নয়। এ বছরের জুলাইয়ে মিরপুরে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হারের পর কড়া সমালোচনা করেছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ও সাদা বলের প্রধান কোচ মাইক হেসন। দুই মাস পর এবার বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের টিকিট কাটল পাকিস্তান।
১৮ মিনিট আগেবি.লিগ, বাংলাদেশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাট চুকিয়ে পেশাদার লিগের নতুন নাম এখন বাংলাদেশ ফুটবল লিগ। প্রস্তাব দেওয়া হয়েছিল আগেই। পরশু লিগ কমিটির এক সভায় চূড়ান্ত করা হয় সেই নাম। নতুন নামের মোড়কে আজ থেকে শুরু হচ্ছে লিগের নতুন মৌসুম।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
১ ঘণ্টা আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
২ ঘণ্টা আগে