ক্রীড়া ডেস্ক
৪ উইকেটে ৪৫৮ রান। উইকেটে থিতু হওয়া অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাস। অনায়াসে ৬০০ রানে পৌঁছাবে বাংলাদেশ, এমনই মনে হচ্ছিল! কিন্তু আসা-যাওয়ার প্রতিযোগিতায় সেই ধারণা পাল্টে দেন সফরকারী ব্যাটাররা। গলে বৃষ্টির পর শুরু হয় বাংলাদেশের উইকেট বৃষ্টি। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৮৪ রান তুলেছে তারা। স্কোর পাঁচ শ হবে কি না, সেই শঙ্কাই তৈরি হয়েছে এখন। শেষ ২৬ রানে বাংলাদেশ হারিয়েছে ৫ উইকেট। লেজের দুই ব্যাটার হাসান মাহমুদ ও নাহিদ রানা আগামীকাল রানে খাতার খোলার জন্য মাঠে নামবেন।
গলের উইকেট ফ্ল্যাট উইকেটের ধর বদলে যায় আবহাওয়ার প্রভাবে। বৃষ্টির পর আর্দ্র উইকেটের সুযোগ কাজে লাগিয়ে তোপ দাগেন শ্রীলঙ্কার পেস বোলাররা। বলের মুভমেন্ট কাজে লাগিয়ে ৫ উইকেটের মধ্যে ৪টি নিয়েছেন তাঁরা। দ্বিতীয় সেশনের অনেকটা সময় চলে যায় বৃষ্টির পেটে।
ডাবল সেঞ্চুরির আশা জাগিয়ে বৃষ্টির পর খেই হারান মুশফিক। ৩৫০ বলে ১৬৩ রানের অসাধারণ এক ইনিংস খেলে আসিতা ফার্নান্দোর এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি। ইনিংসে ছিল ৯টি চার। পঞ্চম উইকেটে মুশফিক-লিটন গড়েন ১৪৯ রানের গুরুত্বপূর্ণ জুটি। দলীয় ৪৫৮ রানে মুশফিকের পর ফেরেন লিটনও। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে তারিন্দু রত্নায়েকের শিকার হন তিনি। বল হাত লেগে উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে ধরা পড়েন লিটন। ১২৩ বলে ১১টি চার ও ১টি ছক্কায় ৯০ রান করেছেন এ উইকেটরক্ষক-ব্যাটার।
৯০ ওভারে ৩ উইকেটে ২৯২ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের সপ্তম ওভারেই অতিথিরা হারায় অধিনায়ক শান্তর উইকেট। ইনিংসের ওভারের প্রথম বলে শান্তকে (১৪৮) ফেরান আসিতা। শান্তর বিদায়ের পর মুশফিক-লিটনের জুটি। এ দুজন আউট হলে মিলান রত্নায়েকের তোপেরমুখে পড়ে বাংলাদেশ। উইকেটে মুভমেন্ট পেয়ে টানা তিন উইকেট তুলে নেন বৃষ্টির আগ পর্যন্ত হতাশায় পোড়া মিলান। জাকের আলী অনিক (৮), নাঈম হাসান (১১) ও তাইজুল ইসলামকে (৬) ফেরান তিনি। তিনটি করে উইকেট নিয়েছেন মিলান, আসিতা ও তারিন্দু।
৪ উইকেটে ৪৫৮ রান। উইকেটে থিতু হওয়া অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাস। অনায়াসে ৬০০ রানে পৌঁছাবে বাংলাদেশ, এমনই মনে হচ্ছিল! কিন্তু আসা-যাওয়ার প্রতিযোগিতায় সেই ধারণা পাল্টে দেন সফরকারী ব্যাটাররা। গলে বৃষ্টির পর শুরু হয় বাংলাদেশের উইকেট বৃষ্টি। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৮৪ রান তুলেছে তারা। স্কোর পাঁচ শ হবে কি না, সেই শঙ্কাই তৈরি হয়েছে এখন। শেষ ২৬ রানে বাংলাদেশ হারিয়েছে ৫ উইকেট। লেজের দুই ব্যাটার হাসান মাহমুদ ও নাহিদ রানা আগামীকাল রানে খাতার খোলার জন্য মাঠে নামবেন।
গলের উইকেট ফ্ল্যাট উইকেটের ধর বদলে যায় আবহাওয়ার প্রভাবে। বৃষ্টির পর আর্দ্র উইকেটের সুযোগ কাজে লাগিয়ে তোপ দাগেন শ্রীলঙ্কার পেস বোলাররা। বলের মুভমেন্ট কাজে লাগিয়ে ৫ উইকেটের মধ্যে ৪টি নিয়েছেন তাঁরা। দ্বিতীয় সেশনের অনেকটা সময় চলে যায় বৃষ্টির পেটে।
ডাবল সেঞ্চুরির আশা জাগিয়ে বৃষ্টির পর খেই হারান মুশফিক। ৩৫০ বলে ১৬৩ রানের অসাধারণ এক ইনিংস খেলে আসিতা ফার্নান্দোর এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি। ইনিংসে ছিল ৯টি চার। পঞ্চম উইকেটে মুশফিক-লিটন গড়েন ১৪৯ রানের গুরুত্বপূর্ণ জুটি। দলীয় ৪৫৮ রানে মুশফিকের পর ফেরেন লিটনও। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে তারিন্দু রত্নায়েকের শিকার হন তিনি। বল হাত লেগে উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে ধরা পড়েন লিটন। ১২৩ বলে ১১টি চার ও ১টি ছক্কায় ৯০ রান করেছেন এ উইকেটরক্ষক-ব্যাটার।
৯০ ওভারে ৩ উইকেটে ২৯২ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের সপ্তম ওভারেই অতিথিরা হারায় অধিনায়ক শান্তর উইকেট। ইনিংসের ওভারের প্রথম বলে শান্তকে (১৪৮) ফেরান আসিতা। শান্তর বিদায়ের পর মুশফিক-লিটনের জুটি। এ দুজন আউট হলে মিলান রত্নায়েকের তোপেরমুখে পড়ে বাংলাদেশ। উইকেটে মুভমেন্ট পেয়ে টানা তিন উইকেট তুলে নেন বৃষ্টির আগ পর্যন্ত হতাশায় পোড়া মিলান। জাকের আলী অনিক (৮), নাঈম হাসান (১১) ও তাইজুল ইসলামকে (৬) ফেরান তিনি। তিনটি করে উইকেট নিয়েছেন মিলান, আসিতা ও তারিন্দু।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৬ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে