৬,৬,৬,৪,২,৪—ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল মোহাম্মদ শামির ওপর দিয়ে বয়ে যায় মহাপ্রলয়। তাণ্ডব চালিয়ে তাঁর এক ওভারেই ২৮ রান নেন লিয়াম লিভিংস্টোন।
শামির গুজরাট টাইটানসের বিপক্ষে ১০ বলে ৩০ রান করে পাঞ্জাব কিংসকে জেতান লিভিংস্টোন। ইংলিশ অলরাউন্ডারের ওই ছক্কার একটি আবার ছিল ১১৭ মিটার, যা এবারের আসরের সবচেয়ে বড় ছক্কা।
এমন বিশাল বাউন্ডারি দেখে সবার চোখ কপালে ওঠার দশা। ২৮ বছর বয়সী লিভিংস্টোন কী খেয়ে খেলতে নামেন, তাঁর ব্যাট বিশেষ কিছু আছে কি না—সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে এ ধরনের চর্চাও শুরু হয়ে গেছে। একজন তো রশিদের ব্যাট পরখ করার মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, ‘কাঠ নয়, শিলার তৈরি ব্যাট।’
প্রতিপক্ষ দলের রশিদ খান তো ওই ছক্কায় অবাক হয়ে লিভিংস্টোনের ব্যাট পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন! আফগান তারকার শরীরী ভাষা দেখে মনে হচ্ছিল, লিভিংস্টোনের কাছে জানতে চাইছেন কী রহস্য লুকিয়ে আছে তাঁর ব্যাটে।
এর আগে এ মৌসুমে সবচেয়ে লম্বা ছক্কা মারার রেকর্ড করেছিলেন ‘বেবি এবি’ খ্যাত ডেভাল্ড ব্রেভিস। লিভিংস্টোনের পাঞ্জাবের বিপক্ষেই বলকে ক্রিজ থেকে ১১২ মিটার দূরে পাঠিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ানস ব্যাটার। তবে এখন পর্যন্ত সবচেয়ে বড় পাঁচ ছক্কার তিনটিই লিভিংস্টোনের।
যদিও আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় পাঁচ ছক্কার তালিকায় নেই লিভিংস্টোনের নাম। ২০০৮ সালে উদ্বোধনী আসরে চেন্নাই সুপার কিংসের হার্ড হিটার আলবি মরকেলের ১২৫ মিটার ছক্কাটিই এখন পর্যন্ত দীর্ঘতম।
৬,৬,৬,৪,২,৪—ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল মোহাম্মদ শামির ওপর দিয়ে বয়ে যায় মহাপ্রলয়। তাণ্ডব চালিয়ে তাঁর এক ওভারেই ২৮ রান নেন লিয়াম লিভিংস্টোন।
শামির গুজরাট টাইটানসের বিপক্ষে ১০ বলে ৩০ রান করে পাঞ্জাব কিংসকে জেতান লিভিংস্টোন। ইংলিশ অলরাউন্ডারের ওই ছক্কার একটি আবার ছিল ১১৭ মিটার, যা এবারের আসরের সবচেয়ে বড় ছক্কা।
এমন বিশাল বাউন্ডারি দেখে সবার চোখ কপালে ওঠার দশা। ২৮ বছর বয়সী লিভিংস্টোন কী খেয়ে খেলতে নামেন, তাঁর ব্যাট বিশেষ কিছু আছে কি না—সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে এ ধরনের চর্চাও শুরু হয়ে গেছে। একজন তো রশিদের ব্যাট পরখ করার মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, ‘কাঠ নয়, শিলার তৈরি ব্যাট।’
প্রতিপক্ষ দলের রশিদ খান তো ওই ছক্কায় অবাক হয়ে লিভিংস্টোনের ব্যাট পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন! আফগান তারকার শরীরী ভাষা দেখে মনে হচ্ছিল, লিভিংস্টোনের কাছে জানতে চাইছেন কী রহস্য লুকিয়ে আছে তাঁর ব্যাটে।
এর আগে এ মৌসুমে সবচেয়ে লম্বা ছক্কা মারার রেকর্ড করেছিলেন ‘বেবি এবি’ খ্যাত ডেভাল্ড ব্রেভিস। লিভিংস্টোনের পাঞ্জাবের বিপক্ষেই বলকে ক্রিজ থেকে ১১২ মিটার দূরে পাঠিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ানস ব্যাটার। তবে এখন পর্যন্ত সবচেয়ে বড় পাঁচ ছক্কার তিনটিই লিভিংস্টোনের।
যদিও আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় পাঁচ ছক্কার তালিকায় নেই লিভিংস্টোনের নাম। ২০০৮ সালে উদ্বোধনী আসরে চেন্নাই সুপার কিংসের হার্ড হিটার আলবি মরকেলের ১২৫ মিটার ছক্কাটিই এখন পর্যন্ত দীর্ঘতম।
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ৯ মাসের মতো বাকি থাকলেও এখনই যে দামামা বেজে গেছে। ১২ সেপ্টেম্বর টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে তিনটি রঙিন মাস্কট প্রকাশ করল ফিফা।
১ ঘণ্টা আগেবর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারই কি না পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন তাঁর স্ত্রী কোলিন।
২ ঘণ্টা আগেখুব বেশি দিন আগের ঘটনা নয়। এ বছরের জুলাইয়ে মিরপুরে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হারের পর কড়া সমালোচনা করেছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ও সাদা বলের প্রধান কোচ মাইক হেসন। দুই মাস পর এবার বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের টিকিট কাটল পাকিস্তান।
২ ঘণ্টা আগেবি.লিগ, বাংলাদেশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাট চুকিয়ে পেশাদার লিগের নতুন নাম এখন বাংলাদেশ ফুটবল লিগ। প্রস্তাব দেওয়া হয়েছিল আগেই। পরশু লিগ কমিটির এক সভায় চূড়ান্ত করা হয় সেই নাম। নতুন নামের মোড়কে আজ থেকে শুরু হচ্ছে লিগের নতুন মৌসুম।
৩ ঘণ্টা আগে