করোনায় ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে ইংল্যান্ড-ভারতের পঞ্চম টেস্ট বাতিল করা হয়। এই টেস্ট জিতলে সিরিজে সমতা ফেরানোর সুযোগ ছিল ইংল্যান্ডের। নাসের হোসেন-মাইকেল ভনের মতো সাবেক অধিনায়কেরা ব্যাপারটা মেনে নিতে পারছেন না। কেউ কেউ অবশ্য এই সিদ্ধান্তকে সমর্থন করছেন।
ভারতীয় কিংবদন্তি ও বর্তমান ধারাভাষ্যকর সুনীল গাভাস্কার টেস্ট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন দিচ্ছেন। এই ঘটনার সঙ্গে তুলনা টেনেছেন ২০০৮ মুম্বাই সন্ত্রাসী হামলার। সে সময় ভারত সফরে ছিল ইংলিশরা। সন্ত্রাসী হামলার পর তারা দেশে ফিরে গিয়েছিল। পরে নতুন সূচি বের ফের ভারতে গিয়ে দুটি ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলেছিলেন কেভিন পিটারসনরা। সেই ঘটনা তুলে ধরে গাভাস্কার বলেছেন, ‘পরে টেস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত সঠিক। ২০০৮ ওই ভয়ংকর হামলার পরও ইংল্যান্ড দেশে ফিরে গিয়েছিল।’
আগামী বছরই সাদা বলের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে ভারত। তখন একটা সময় বের করে বাতিল টেস্টটা খেলে নিতে পারে দুই দল। যেমনটা ইংল্যান্ড করেছিল। সে সময়ের ইংল্যান্ড অধিনায়ক পিটারসনের প্রসঙ্গ টেনে গাভাস্কার বলেছেন, ‘ওদের (ইংল্যান্ড) আবার না ফেরার অনেক কারণ ছিল। কিন্তু কেপি দলকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। সে যদি না বলত, তাহলে সেখানেই সব সম্ভাবনা শেষ হয়ে যেত। কেপি চেয়েছিল বলেই বাকিরা এসেছে।’
পিটারসেনও অবশ্য সিরিজ বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘করোনার ভয়ে দক্ষিণ আফ্রিকা সফর ছেড়ে চলে এসেছিল ইংল্যান্ড। তাতে ওদের অনেক ক্ষতি হয়েছে। অন্যের দিকে তাই সব সময় আঙুল তোলা সমীচীন নয়।’
তবে সাবেক ইংলিশ অধিনায়ক নাসের সরাসরি টেস্ট বাতিলের বিরোধিতা করেছেন। এর জন্য আইপিএলকে দায়ী করছেন তিনি। বলেছেন, ‘বিসিসিআই বরাবরই এই টেস্ট নিয়ে চিন্তায় ছিল। ওরা চেয়েছিল কোনোভাবেই যেন আইপিএলের গায়ে আঁচ না লাগে। কারণ আইপিএলের বিরাট অর্থনীতি জড়িয়ে রয়েছে। ইতিমধ্যেই একবার স্থগিত হয়েছে। এখন দেশের বাইরে নিয়ে আসা হয়েছে। ক্রিকেটাররাও হয়তো ভাবছে তারা যদি পজিটিভ (করোনা) হয়ে যায়, তাহলে কী হবে?’
শেন ওয়ার্নও বিষয়টা মানতে পারছেন না। এই লেগ স্পিন কিংবদন্তি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘লজ্জার ঘটনা। দারুণ একটা সিরিজ চলছিল’।
করোনায় ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে ইংল্যান্ড-ভারতের পঞ্চম টেস্ট বাতিল করা হয়। এই টেস্ট জিতলে সিরিজে সমতা ফেরানোর সুযোগ ছিল ইংল্যান্ডের। নাসের হোসেন-মাইকেল ভনের মতো সাবেক অধিনায়কেরা ব্যাপারটা মেনে নিতে পারছেন না। কেউ কেউ অবশ্য এই সিদ্ধান্তকে সমর্থন করছেন।
ভারতীয় কিংবদন্তি ও বর্তমান ধারাভাষ্যকর সুনীল গাভাস্কার টেস্ট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন দিচ্ছেন। এই ঘটনার সঙ্গে তুলনা টেনেছেন ২০০৮ মুম্বাই সন্ত্রাসী হামলার। সে সময় ভারত সফরে ছিল ইংলিশরা। সন্ত্রাসী হামলার পর তারা দেশে ফিরে গিয়েছিল। পরে নতুন সূচি বের ফের ভারতে গিয়ে দুটি ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলেছিলেন কেভিন পিটারসনরা। সেই ঘটনা তুলে ধরে গাভাস্কার বলেছেন, ‘পরে টেস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত সঠিক। ২০০৮ ওই ভয়ংকর হামলার পরও ইংল্যান্ড দেশে ফিরে গিয়েছিল।’
আগামী বছরই সাদা বলের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে ভারত। তখন একটা সময় বের করে বাতিল টেস্টটা খেলে নিতে পারে দুই দল। যেমনটা ইংল্যান্ড করেছিল। সে সময়ের ইংল্যান্ড অধিনায়ক পিটারসনের প্রসঙ্গ টেনে গাভাস্কার বলেছেন, ‘ওদের (ইংল্যান্ড) আবার না ফেরার অনেক কারণ ছিল। কিন্তু কেপি দলকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। সে যদি না বলত, তাহলে সেখানেই সব সম্ভাবনা শেষ হয়ে যেত। কেপি চেয়েছিল বলেই বাকিরা এসেছে।’
পিটারসেনও অবশ্য সিরিজ বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘করোনার ভয়ে দক্ষিণ আফ্রিকা সফর ছেড়ে চলে এসেছিল ইংল্যান্ড। তাতে ওদের অনেক ক্ষতি হয়েছে। অন্যের দিকে তাই সব সময় আঙুল তোলা সমীচীন নয়।’
তবে সাবেক ইংলিশ অধিনায়ক নাসের সরাসরি টেস্ট বাতিলের বিরোধিতা করেছেন। এর জন্য আইপিএলকে দায়ী করছেন তিনি। বলেছেন, ‘বিসিসিআই বরাবরই এই টেস্ট নিয়ে চিন্তায় ছিল। ওরা চেয়েছিল কোনোভাবেই যেন আইপিএলের গায়ে আঁচ না লাগে। কারণ আইপিএলের বিরাট অর্থনীতি জড়িয়ে রয়েছে। ইতিমধ্যেই একবার স্থগিত হয়েছে। এখন দেশের বাইরে নিয়ে আসা হয়েছে। ক্রিকেটাররাও হয়তো ভাবছে তারা যদি পজিটিভ (করোনা) হয়ে যায়, তাহলে কী হবে?’
শেন ওয়ার্নও বিষয়টা মানতে পারছেন না। এই লেগ স্পিন কিংবদন্তি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘লজ্জার ঘটনা। দারুণ একটা সিরিজ চলছিল’।
টেস্ট আর টি-টোয়েন্টি সংস্করণ এখনো বাংলাদেশ দলের কাছে বিরাট এক ‘গোলকধাঁধা’। যে ওয়ানডে সংস্করণে লাল-সবুজের দল ২০১৫ বিশ্বকাপ থেকে নিজেদের অন্যভাবে চিনিয়েছিল, সেটিতেও বিরাট অধঃপতন ঘটেছে শান্তদের। কাল আইসিসির বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিংয়ের বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণে আগের মতো ৯ নম্বরে থাকলেও
২১ মিনিট আগেব্রাজিলের প্রধান কোচের পদ শূন্য হওয়ার পরই বারবার চলে আসছে কার্লো আনচেলত্তির নাম। একবার ব্রাজিলের কোচ হচ্ছেন না তো মুহূর্তে শোনা যায় উল্টো সংবাদ। এবার এই নাটকে এল নতুন এক মোড়।
১ ঘণ্টা আগে‘সমিত সোমের পাসপোর্ট হয়ে গেছে, বাকি আর একটি প্রক্রিয়া সারতে কাল (আজ) ফিফার কাছে আবেদন করব’—কাল গুলশানে নিজে বাসভবনে বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলছিলেন ফাহাদ করিম চৌধুরী। প্রবাসী ফুটবলারদের বাংলাদেশ ফুটবলে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাফুফের সহসভাপতি ও বিপণন বিভাগের প্রধান।
১ ঘণ্টা আগেড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ৩ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কাগিসো রাবাদা। তবে পেশাদার আচরণ বজায় এবং বোর্ডের কাছে ক্ষমা চাওয়ায় তাঁর শাস্তি কমে এসেছে। এখন সব ধরনের ক্রিকেটে খেলতে আর কোনো বাধা নেই দক্ষিণ আফ্রিকার এ পেসারের। ডোপিংয়ের দায়ে পাওয়া তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাসে আনা হয়েছে। এরই মধ্যে এক মাস
১৪ ঘণ্টা আগে