করোনায় ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে ইংল্যান্ড-ভারতের পঞ্চম টেস্ট বাতিল করা হয়। এই টেস্ট জিতলে সিরিজে সমতা ফেরানোর সুযোগ ছিল ইংল্যান্ডের। নাসের হোসেন-মাইকেল ভনের মতো সাবেক অধিনায়কেরা ব্যাপারটা মেনে নিতে পারছেন না। কেউ কেউ অবশ্য এই সিদ্ধান্তকে সমর্থন করছেন।
ভারতীয় কিংবদন্তি ও বর্তমান ধারাভাষ্যকর সুনীল গাভাস্কার টেস্ট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন দিচ্ছেন। এই ঘটনার সঙ্গে তুলনা টেনেছেন ২০০৮ মুম্বাই সন্ত্রাসী হামলার। সে সময় ভারত সফরে ছিল ইংলিশরা। সন্ত্রাসী হামলার পর তারা দেশে ফিরে গিয়েছিল। পরে নতুন সূচি বের ফের ভারতে গিয়ে দুটি ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলেছিলেন কেভিন পিটারসনরা। সেই ঘটনা তুলে ধরে গাভাস্কার বলেছেন, ‘পরে টেস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত সঠিক। ২০০৮ ওই ভয়ংকর হামলার পরও ইংল্যান্ড দেশে ফিরে গিয়েছিল।’
আগামী বছরই সাদা বলের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে ভারত। তখন একটা সময় বের করে বাতিল টেস্টটা খেলে নিতে পারে দুই দল। যেমনটা ইংল্যান্ড করেছিল। সে সময়ের ইংল্যান্ড অধিনায়ক পিটারসনের প্রসঙ্গ টেনে গাভাস্কার বলেছেন, ‘ওদের (ইংল্যান্ড) আবার না ফেরার অনেক কারণ ছিল। কিন্তু কেপি দলকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। সে যদি না বলত, তাহলে সেখানেই সব সম্ভাবনা শেষ হয়ে যেত। কেপি চেয়েছিল বলেই বাকিরা এসেছে।’
পিটারসেনও অবশ্য সিরিজ বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘করোনার ভয়ে দক্ষিণ আফ্রিকা সফর ছেড়ে চলে এসেছিল ইংল্যান্ড। তাতে ওদের অনেক ক্ষতি হয়েছে। অন্যের দিকে তাই সব সময় আঙুল তোলা সমীচীন নয়।’
তবে সাবেক ইংলিশ অধিনায়ক নাসের সরাসরি টেস্ট বাতিলের বিরোধিতা করেছেন। এর জন্য আইপিএলকে দায়ী করছেন তিনি। বলেছেন, ‘বিসিসিআই বরাবরই এই টেস্ট নিয়ে চিন্তায় ছিল। ওরা চেয়েছিল কোনোভাবেই যেন আইপিএলের গায়ে আঁচ না লাগে। কারণ আইপিএলের বিরাট অর্থনীতি জড়িয়ে রয়েছে। ইতিমধ্যেই একবার স্থগিত হয়েছে। এখন দেশের বাইরে নিয়ে আসা হয়েছে। ক্রিকেটাররাও হয়তো ভাবছে তারা যদি পজিটিভ (করোনা) হয়ে যায়, তাহলে কী হবে?’
শেন ওয়ার্নও বিষয়টা মানতে পারছেন না। এই লেগ স্পিন কিংবদন্তি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘লজ্জার ঘটনা। দারুণ একটা সিরিজ চলছিল’।
করোনায় ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে ইংল্যান্ড-ভারতের পঞ্চম টেস্ট বাতিল করা হয়। এই টেস্ট জিতলে সিরিজে সমতা ফেরানোর সুযোগ ছিল ইংল্যান্ডের। নাসের হোসেন-মাইকেল ভনের মতো সাবেক অধিনায়কেরা ব্যাপারটা মেনে নিতে পারছেন না। কেউ কেউ অবশ্য এই সিদ্ধান্তকে সমর্থন করছেন।
ভারতীয় কিংবদন্তি ও বর্তমান ধারাভাষ্যকর সুনীল গাভাস্কার টেস্ট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন দিচ্ছেন। এই ঘটনার সঙ্গে তুলনা টেনেছেন ২০০৮ মুম্বাই সন্ত্রাসী হামলার। সে সময় ভারত সফরে ছিল ইংলিশরা। সন্ত্রাসী হামলার পর তারা দেশে ফিরে গিয়েছিল। পরে নতুন সূচি বের ফের ভারতে গিয়ে দুটি ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলেছিলেন কেভিন পিটারসনরা। সেই ঘটনা তুলে ধরে গাভাস্কার বলেছেন, ‘পরে টেস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত সঠিক। ২০০৮ ওই ভয়ংকর হামলার পরও ইংল্যান্ড দেশে ফিরে গিয়েছিল।’
আগামী বছরই সাদা বলের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে ভারত। তখন একটা সময় বের করে বাতিল টেস্টটা খেলে নিতে পারে দুই দল। যেমনটা ইংল্যান্ড করেছিল। সে সময়ের ইংল্যান্ড অধিনায়ক পিটারসনের প্রসঙ্গ টেনে গাভাস্কার বলেছেন, ‘ওদের (ইংল্যান্ড) আবার না ফেরার অনেক কারণ ছিল। কিন্তু কেপি দলকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। সে যদি না বলত, তাহলে সেখানেই সব সম্ভাবনা শেষ হয়ে যেত। কেপি চেয়েছিল বলেই বাকিরা এসেছে।’
পিটারসেনও অবশ্য সিরিজ বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘করোনার ভয়ে দক্ষিণ আফ্রিকা সফর ছেড়ে চলে এসেছিল ইংল্যান্ড। তাতে ওদের অনেক ক্ষতি হয়েছে। অন্যের দিকে তাই সব সময় আঙুল তোলা সমীচীন নয়।’
তবে সাবেক ইংলিশ অধিনায়ক নাসের সরাসরি টেস্ট বাতিলের বিরোধিতা করেছেন। এর জন্য আইপিএলকে দায়ী করছেন তিনি। বলেছেন, ‘বিসিসিআই বরাবরই এই টেস্ট নিয়ে চিন্তায় ছিল। ওরা চেয়েছিল কোনোভাবেই যেন আইপিএলের গায়ে আঁচ না লাগে। কারণ আইপিএলের বিরাট অর্থনীতি জড়িয়ে রয়েছে। ইতিমধ্যেই একবার স্থগিত হয়েছে। এখন দেশের বাইরে নিয়ে আসা হয়েছে। ক্রিকেটাররাও হয়তো ভাবছে তারা যদি পজিটিভ (করোনা) হয়ে যায়, তাহলে কী হবে?’
শেন ওয়ার্নও বিষয়টা মানতে পারছেন না। এই লেগ স্পিন কিংবদন্তি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘লজ্জার ঘটনা। দারুণ একটা সিরিজ চলছিল’।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে