Ajker Patrika

ইতিহাস গড়া আজাজকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে খেলবে কিউইরা 

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১২: ১৬
ইতিহাস গড়া আজাজকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে খেলবে কিউইরা 

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ১৩ সদস্যের দলে চমক রেখেছে কিউইরা। ইতিহাস গড়ার পরের টেস্টের দল থেকে বাদ পড়েছেন আজাজ প্যাটেল। চোট কাটিয়ে দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার ডেভন কনওয়ে। 

ভারতের বিপক্ষে তাঁদের মাটিতে কদিন আগে মাত্র তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন আজাজ। ঘরের মাঠে পেসনির্ভর দল সাজাতে গিয়ে বাদ দিতে হয়েছে এই বাঁহাতি স্পিনারকে। এ ছাড়া ১৩ সদস্যের দলে আর তেমন চমক নেই। চোটে পড়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। 

ঘরের মাঠে বাংলাদেশের ব্যাটারদের পরীক্ষা নিতে যে প্রস্তুত হয়ে আছেন নিউজিল্যান্ডের পেসাররা, সেটার প্রমাণ ১৩ সদস্যের দল। বিশেষজ্ঞ কোনো স্পিনার না থাকলেও পাঁচ পেসার নিয়ে দল সাজিয়েছে নিউজিল্যান্ড। একমাত্র স্পিন অলরাউন্ডার হিসেবে দলে আছেন রাচিন রবীন্দ্র।

ইতিহাস গড়ার পরের টেস্টে আজাজের বাদ পড়া নিয়ে সোজাসাপ্টা ব্যাখ্যা দিয়েছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড। তিনি বলেছেন, ‘ভারতে রেকর্ড গড়া বোলিংয়ের পর আজাজের জন্য খারাপ লাগাই স্বাভাবিক। তবে আমরা সব সময় মনে করি ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন পরিস্থিতির জন্য উপযোগী। স্কোয়াডে যাদের নিয়েছি, ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য তারাই সেরা অপশন।’

আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৯ জানুয়ারি থেকে। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। 

নিউজিল্যান্ড টেস্ট দল: 

টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, টিম সাউদি, রস টেলর, নিল ওয়াগনার, উইল ইয়াং

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত