Ajker Patrika

আজ জিতলেই পাকিস্তানের রেকর্ডে ভাগ বসাবে ভারত

আপডেট : ০১ আগস্ট ২০২২, ২০: ৫২
আজ জিতলেই পাকিস্তানের রেকর্ডে ভাগ বসাবে ভারত

ভারতের বিপক্ষে সিরিজ হারের লক্ষ্যেই যেন খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। সাম্প্রতিক ইতিহাস অন্তত সে কথাই বলে। 

ক্যারিবীয়রা সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল ২০ বছর আগে। ওয়ানডে সিরিজ জয়ের স্বাদটাও ১৬ বছরের পুরোনো। গত এক দশকে যে সংস্করণ দিয়ে তারা বিশ্ব মাত করে রেখেছে, সেই টি-টোয়েন্টিতেও ইদানীং আর পেরে উঠছে না। ২০১৬ সালের পর তাই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জেতা হয়নি উইন্ডিজের। তাদের হারাতে হারাতে দ্বিপক্ষীয় সিরিজটিকে বড্ড এক পেশে বানিয়ে ফেলেছেন রোহিত শর্মা-রবিচন্দ্রন অশ্বিনরা। আর আজ তাঁরা দাঁড়িয়ে বিশ্ব রেকর্ডের দোরগোড়ায়। 

শিখর ধাওয়ানের নেতৃত্বে ওয়ানডেতে উইন্ডিজকে ধবলধোলাই করেছে ভারত। আর রোহিতের নেতৃত্বে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আছে ১-০ ব্যবধানে। সেন্ট কিটসে রাতে জিতলেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অনন্য কীর্তি ছুঁয়ে ফেলবে ভারত। ক্যারিবীয়দের বিপক্ষে সর্বোচ্চ ১৫ ম্যাচ জিতেছে পাকিস্তান। দ্বিতীয় দল হিসেবে ক্যারিবীয়দের বিপক্ষে ভারতেরও জয় হবে সমান ১৫।

 টি-টোয়েন্টিতে উন্ডিজের ওপর ভারতের আধিপত্য এতটাই যে ২০১৭ সালের পর তাদের বিপক্ষে কোনো ম্যাচ হারেননি রোহিতরা। সামগ্রিকভাবে ক্যারিবীয়দের বিপক্ষে ২১ ম্যাচের ১৪টিতেই জিতেছে ভারত। সমসংখ্যক ম্যাচ খেলে পাকিস্তান জিতেছে একটি বেশি। 

আজ ভারত জিতলে টি-টোয়েন্টিতে একটি নির্দিষ্ট দলের বিপক্ষে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডে তৃতীয় স্থানে থাকবে চির প্রতিদ্বন্দ্বী দুই দল। শীর্ষ দুইয়েও তাদেরই নাম। শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ জয় নিয়ে শীর্ষে ভারত, জিম্বাবুয়ের ১৬ জয় নিয়ে দুইয়ে এবং নিউজিল্যান্ড ও উইন্ডিজের বিপক্ষে ১৫ জয় নিয়ে তিনে পাকিস্তান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত