Ajker Patrika

ধর্মশালায় কার্ডিফের স্মৃতি ফেরাচ্ছে ইংলিশরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৫: ২৭
ধর্মশালায় কার্ডিফের স্মৃতি ফেরাচ্ছে ইংলিশরা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছিল ইংল্যান্ড। ফলে বিশ্বকাপে ভালোভাবে ঘুরে দাঁড়াতে দ্বিতীয় ম্যাচটি ইংলিশদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ধর্মশালায় ঘুরে দাঁড়ানোর প্রথম কাজটা যেন দারুণভাবেই সারছেন ইংল্যান্ডের ব্যাটাররা।

বাংলাদেশের বিপক্ষে যেন কার্ডিফের স্মৃতি ফেরাচ্ছেন জনি বেয়ারস্টোরা। ২০১৯ বিশ্বকাপে কার্ডিফে ইংল্যান্ড আগে ব্যাটিংয়ে নেমে করেছিল ৬ উইকেটে ৩৮৬ রান। এবারও যেন সেই রকম কিছু করতে চলেছে তারা।

তবে ম্যাচের শুরু থেকে এখন পর্যন্ত সবকিছুই যেন কার্ডিফের মতোই। এবারও টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। শুরুটাও হলো গত বিশ্বকাপের মতোই। সেবার ওপেনিং জুটিতে বেয়ারস্টো ও জেসন রয় ১০০ ছাড়ানো জুটি গড়েছিলেন। এবারও তাই হলো, বেয়ারস্টো ও ডেভিড মালান ১১৫ রানের দুর্দান্ত এক জুটি গড়েছেন। বেয়ারস্টো সেই ম্যাচেও করেছিলেন ফিফটি, আজও করেছেন ফিফটি (৫১)।

তবে কার্ডিফে ১২১ বলে ১৫৩ রানের ইনিংস খেলেছিলেন রয়। তাঁর জায়গায় আজ মালান খেলেছেন ১০৭ বলে ১৪০ রানের বিধ্বংসী এক ইনিংস। সেই ম্যাচে ইংল্যান্ডের ইনিংসে ছিল ১ সেঞ্চুরি ও ২ ফিফটি। ধর্মশালায়ও আজ এ পর্যন্ত ২ ফিফটি ও ১ সেঞ্চুরি করেছেন ইংলিশ ব্যাটাররা। ৬৮ বলে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন রুট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪৪.৩ ওভারে ৬ উইকেটে ৩২৭ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত