Ajker Patrika

যে ক্রিকেটীয় সংস্কৃতি না থাকায় বুলবুলের আক্ষেপ

যে ক্রিকেটীয় সংস্কৃতি না থাকায় বুলবুলের আক্ষেপ

২৫ বছর আগে আজকের দিনে দেশের ক্রিকেটের বাঁকবদলের গল্প লেখা হয়েছিল। কুয়ালালামপুরের কিলাত কেলাব মাঠে ইতিহাস গড়েন আমিনুল ইসলাম বুলবুলরা। টানা পাঁচবার ব্যর্থতার পর ষষ্ঠবারের চেষ্টায় আইসিসি ট্রফি জিতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।

আইসিসি ট্রফি জয় পরবর্তীতে টেস্ট মর্যাদা প্রাপ্তি ত্বরান্বিত করে। ২০০০ সালের জুনে টেস্ট মর্যাদা পাওয়ার পর ওই বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলে বাংলাদেশ। টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেন বুলবুল। 

সেই বুলবুল আইসিসি ট্রফি জয়ের ২৫ বছর পূর্তিতে সামনে এনেছেন দেশের ক্রিকেটকে বদলে দেওয়া গুরুত্বপূর্ণ তিনটি দিন। এই তিন দিন মনে রাখতে বিশেষ কিছু করার তাগাদাও দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুটা আক্ষেপের সুরে সাবেক অধিনায়ক লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ তিনটা দিন। এই দিনগুলো সবাইকে মনে করিয়ে দিতে আমরা কি প্রতি বছর বিশেষ কোনো অনুষ্ঠান, সেমিনার কিংবা ক্রিকেটীয় কার্যক্রমের আয়োজন করতে পারি না? এ ধরনের দিবস সামনে রেখে যদি একটা আলোচনা অনুষ্ঠানও করা যায়, দেশের ক্রিকেট এগিয়ে নিতে আরও ভালো পরিকল্পনা বের হতে পারত।’ 

আইসিসিতে কর্মরত বুলবুল মনে করেন, এই দিনগুলোকে স্মরণ করা গেলে দেশের ক্রিকেটকেই সম্মান দেখানো হতো, ‘এই দিনগুলো স্মরণ করা হলে ক্রিকেট সংস্কৃতির উন্নতিতে সহায়ক হতো। দুঃখজনক হচ্ছে, এই চর্চা আমাদের ক্রিকেটে নেই বললেই চলে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত