ক্রীড়া ডেস্ক
বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম—তিন মাঠেই আজ ডিপিএলের ম্যাচ শুরুর আগে ক্রিকেটার, ম্যাচ কর্মকর্তা সবাই দোয়া পড়েছেন। তামিম ইকবালের সুস্থতা কামনা করেই মূলত এই বিশেষ দোয়া পড়া হয়েছে। এই দিনে লিটন দাসের ঝোড়ো ইনিংস ম্লান হয়েছে এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে।
ফিল্ডিংয়ের সময় ব্যথা অনুভব করায় তামিমকে গতকালই কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে হারিয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তবে যে গুলশান ক্রিকেট ক্লাবের সত্ত্বাধিকারী তামিম, আজ সেই দলকে ৫ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ওপেনিংয়ে নেমে ১৪৪ রানের ইনিংস খেলে গাজীকে জিতিয়ে মাঠ ছেড়েছেন বিজয়।
মিরপুরে আজ সকালে শাইনপুকুর ক্রিকেট ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচে সব মিলিয়ে ৫০ ওভারও খেলা হয়নি। ৩৫.২ ওভারের ম্যাচে রান হয়েছে ১৪৪, পড়েছে ১০ উইকেট। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে শাইনপুকুর । ৭০ রানের লক্ষ্য তাড়া করতে রূপগঞ্জের লেগেছে ৫৭ বল। দুই ওপেনার তানজিদ তামিম, সাইফ হাসান মিলে রূপগঞ্জকে ২৪৩ বল হাতে রেখে ১০ উইকেটের আয়েশি জয় এনে দিয়েছেন। তানজিদ তামিম ২০ বলে ৪ চার ও ১ ছক্কায় করেন ৩৫ রান। আর সাইফ ৩৭ বলে ৩৯ রান করেছেন। ৭ ওভারে ১৫ রানে নিয়ে ম্যাচসেরা হয়েছেন তানভীর ইসলাম। এক ওভার মেডেন দিয়েছেন তিনি।
বিকেএসপির চার নম্বর মাঠে আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গুলশান ক্রিকেট ক্লাবের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আজিজুল তামিম (৫৩) ও লিটন দাসের (৮৩) জোড়া ফিফটিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮১ রান করেছে গুলশান। তামিম ধীরগতিতে খেললেও (৭৫ বলে ৫৩) লিটন ঝড় তুলেছেন। ৬২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন লিটন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের আবদুল গাফফার সাকলাইন, মোহাম্মদ আবু হাসিম, আমিনুল ইসলাম বিপ্লব নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন শেখ পারভেজ জীবন ও লিওন ইসলাম।
২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্সের দুই ওপেনার সাদিকুর রহমান ও বিজয় গড়েন ১০৬ রানের উদ্বোধনী জুটি। ৪৫ রান করা সাদিকুর বিদায় নেওয়ার পর কিছুটা ছন্দপতন ঘটে গাজীর। ৪২.২ ওভারে ৬ উইকেটে ২৩৪ রানে পরিণত হয় দলটি। হাতে ৪ উইকেট নিয়ে ৪৬ বলে তখনো করতে হবে ৪৮ রান। তবে একপ্রান্তে ঠাণ্ডা মাথায় ম্যাচ বের করতে থাকেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক বিজয়। সপ্তম উইকেটে শেখ পারভেজ জীবনের সঙ্গে বিজয় ৪৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ১০ বল হাতে রেখে ৪ উইকেটে জেতে গাজী। ১৪২ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক।
বিকেএসপির তিন নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাব-ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের ম্যাচে তেমন রান হয়নি। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ব্রাদার্স ৫০ ওভারে ৯ উইকেটে করেছে ২২৫ রান। এই অল্প রানের পুঁজি নিয়েই ব্রাদার্স ২৯ রানে হারিয়েছে পারটেক্সকে। ১০ ওভারে ২৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ব্রাদার্সের বাঁহাতি স্পিনার জায়েদ উল্লাহ। এক ওভার মেডেনও দিয়েছেন।
দিনের অপর ম্যাচে মিরপুর শেরেবাংলায় মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। তবে দুই রূপগঞ্জের লড়াই তেমন একটা জমেনি। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রূপগঞ্জ টাইগার্সের অধিনায়ক মোহাম্মদ আল আমিন জুনিয়র। জাকের আলী অনিক (৭৩*) ও তানজিদ হাসান তামিমের (৬১) জোড়া ফিফটিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯২ রান করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। জবাবে রূপগঞ্জ টাইগার্স লক্ষ্যের অর্ধেক রানও করতে পারেনি। ৪২.২ ওভারে ১২৬ রানে অলআউট হয়েছে রূপগঞ্জ। লিজেন্ডস অব রূপগঞ্জের ১৭২ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন সামিউন বশির রাতুল। সাত নম্বরে নেমে ৩৪ বলে ৪০ রান করেছিলেন। ১০ ওভার বোলিংয়ে ২৭ রানে ৫ উইকেট নিয়েছেন। মেডেন দিয়েছেন ৩ ওভার।
বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম—তিন মাঠেই আজ ডিপিএলের ম্যাচ শুরুর আগে ক্রিকেটার, ম্যাচ কর্মকর্তা সবাই দোয়া পড়েছেন। তামিম ইকবালের সুস্থতা কামনা করেই মূলত এই বিশেষ দোয়া পড়া হয়েছে। এই দিনে লিটন দাসের ঝোড়ো ইনিংস ম্লান হয়েছে এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে।
ফিল্ডিংয়ের সময় ব্যথা অনুভব করায় তামিমকে গতকালই কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে হারিয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তবে যে গুলশান ক্রিকেট ক্লাবের সত্ত্বাধিকারী তামিম, আজ সেই দলকে ৫ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ওপেনিংয়ে নেমে ১৪৪ রানের ইনিংস খেলে গাজীকে জিতিয়ে মাঠ ছেড়েছেন বিজয়।
মিরপুরে আজ সকালে শাইনপুকুর ক্রিকেট ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচে সব মিলিয়ে ৫০ ওভারও খেলা হয়নি। ৩৫.২ ওভারের ম্যাচে রান হয়েছে ১৪৪, পড়েছে ১০ উইকেট। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে শাইনপুকুর । ৭০ রানের লক্ষ্য তাড়া করতে রূপগঞ্জের লেগেছে ৫৭ বল। দুই ওপেনার তানজিদ তামিম, সাইফ হাসান মিলে রূপগঞ্জকে ২৪৩ বল হাতে রেখে ১০ উইকেটের আয়েশি জয় এনে দিয়েছেন। তানজিদ তামিম ২০ বলে ৪ চার ও ১ ছক্কায় করেন ৩৫ রান। আর সাইফ ৩৭ বলে ৩৯ রান করেছেন। ৭ ওভারে ১৫ রানে নিয়ে ম্যাচসেরা হয়েছেন তানভীর ইসলাম। এক ওভার মেডেন দিয়েছেন তিনি।
বিকেএসপির চার নম্বর মাঠে আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গুলশান ক্রিকেট ক্লাবের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আজিজুল তামিম (৫৩) ও লিটন দাসের (৮৩) জোড়া ফিফটিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮১ রান করেছে গুলশান। তামিম ধীরগতিতে খেললেও (৭৫ বলে ৫৩) লিটন ঝড় তুলেছেন। ৬২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন লিটন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের আবদুল গাফফার সাকলাইন, মোহাম্মদ আবু হাসিম, আমিনুল ইসলাম বিপ্লব নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন শেখ পারভেজ জীবন ও লিওন ইসলাম।
২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্সের দুই ওপেনার সাদিকুর রহমান ও বিজয় গড়েন ১০৬ রানের উদ্বোধনী জুটি। ৪৫ রান করা সাদিকুর বিদায় নেওয়ার পর কিছুটা ছন্দপতন ঘটে গাজীর। ৪২.২ ওভারে ৬ উইকেটে ২৩৪ রানে পরিণত হয় দলটি। হাতে ৪ উইকেট নিয়ে ৪৬ বলে তখনো করতে হবে ৪৮ রান। তবে একপ্রান্তে ঠাণ্ডা মাথায় ম্যাচ বের করতে থাকেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক বিজয়। সপ্তম উইকেটে শেখ পারভেজ জীবনের সঙ্গে বিজয় ৪৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ১০ বল হাতে রেখে ৪ উইকেটে জেতে গাজী। ১৪২ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক।
বিকেএসপির তিন নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাব-ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের ম্যাচে তেমন রান হয়নি। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ব্রাদার্স ৫০ ওভারে ৯ উইকেটে করেছে ২২৫ রান। এই অল্প রানের পুঁজি নিয়েই ব্রাদার্স ২৯ রানে হারিয়েছে পারটেক্সকে। ১০ ওভারে ২৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ব্রাদার্সের বাঁহাতি স্পিনার জায়েদ উল্লাহ। এক ওভার মেডেনও দিয়েছেন।
দিনের অপর ম্যাচে মিরপুর শেরেবাংলায় মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। তবে দুই রূপগঞ্জের লড়াই তেমন একটা জমেনি। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রূপগঞ্জ টাইগার্সের অধিনায়ক মোহাম্মদ আল আমিন জুনিয়র। জাকের আলী অনিক (৭৩*) ও তানজিদ হাসান তামিমের (৬১) জোড়া ফিফটিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯২ রান করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। জবাবে রূপগঞ্জ টাইগার্স লক্ষ্যের অর্ধেক রানও করতে পারেনি। ৪২.২ ওভারে ১২৬ রানে অলআউট হয়েছে রূপগঞ্জ। লিজেন্ডস অব রূপগঞ্জের ১৭২ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন সামিউন বশির রাতুল। সাত নম্বরে নেমে ৩৪ বলে ৪০ রান করেছিলেন। ১০ ওভার বোলিংয়ে ২৭ রানে ৫ উইকেট নিয়েছেন। মেডেন দিয়েছেন ৩ ওভার।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৯ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১০ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১১ ঘণ্টা আগে