Ajker Patrika

বিজয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল লিটনের ঝড়

ক্রীড়া ডেস্ক    
বিজয়ের সেঞ্চুরিতে ম্লান হয়েছে লিটনের ঝোড়ো ইনিংস। ছবি: ফাইল ছবি
বিজয়ের সেঞ্চুরিতে ম্লান হয়েছে লিটনের ঝোড়ো ইনিংস। ছবি: ফাইল ছবি

বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম—তিন মাঠেই আজ ডিপিএলের ম্যাচ শুরুর আগে ক্রিকেটার, ম্যাচ কর্মকর্তা সবাই দোয়া পড়েছেন। তামিম ইকবালের সুস্থতা কামনা করেই মূলত এই বিশেষ দোয়া পড়া হয়েছে। এই দিনে লিটন দাসের ঝোড়ো ইনিংস ম্লান হয়েছে এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে।

ফিল্ডিংয়ের সময় ব্যথা অনুভব করায় তামিমকে গতকালই কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে হারিয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তবে যে গুলশান ক্রিকেট ক্লাবের সত্ত্বাধিকারী তামিম, আজ সেই দলকে ৫ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ওপেনিংয়ে নেমে ১৪৪ রানের ইনিংস খেলে গাজীকে জিতিয়ে মাঠ ছেড়েছেন বিজয়।

মিরপুরে আজ সকালে শাইনপুকুর ক্রিকেট ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচে সব মিলিয়ে ৫০ ওভারও খেলা হয়নি। ৩৫.২ ওভারের ম্যাচে রান হয়েছে ১৪৪, পড়েছে ১০ উইকেট। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে শাইনপুকুর । ৭০ রানের লক্ষ্য তাড়া করতে রূপগঞ্জের লেগেছে ৫৭ বল। দুই ওপেনার তানজিদ তামিম, সাইফ হাসান মিলে রূপগঞ্জকে ২৪৩ বল হাতে রেখে ১০ উইকেটের আয়েশি জয় এনে দিয়েছেন। তানজিদ তামিম ২০ বলে ৪ চার ও ১ ছক্কায় করেন ৩৫ রান। আর সাইফ ৩৭ বলে ৩৯ রান করেছেন। ৭ ওভারে ১৫ রানে নিয়ে ম্যাচসেরা হয়েছেন তানভীর ইসলাম। এক ওভার মেডেন দিয়েছেন তিনি।

বিকেএসপির চার নম্বর মাঠে আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গুলশান ক্রিকেট ক্লাবের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আজিজুল তামিম (৫৩) ও লিটন দাসের (৮৩) জোড়া ফিফটিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮১ রান করেছে গুলশান। তামিম ধীরগতিতে খেললেও (৭৫ বলে ৫৩) লিটন ঝড় তুলেছেন। ৬২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন লিটন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের আবদুল গাফফার সাকলাইন, মোহাম্মদ আবু হাসিম, আমিনুল ইসলাম বিপ্লব নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন শেখ পারভেজ জীবন ও লিওন ইসলাম।

২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্সের দুই ওপেনার সাদিকুর রহমান ও বিজয় গড়েন ১০৬ রানের উদ্বোধনী জুটি। ৪৫ রান করা সাদিকুর বিদায় নেওয়ার পর কিছুটা ছন্দপতন ঘটে গাজীর। ৪২.২ ওভারে ৬ উইকেটে ২৩৪ রানে পরিণত হয় দলটি। হাতে ৪ উইকেট নিয়ে ৪৬ বলে তখনো করতে হবে ৪৮ রান। তবে একপ্রান্তে ঠাণ্ডা মাথায় ম্যাচ বের করতে থাকেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক বিজয়। সপ্তম উইকেটে শেখ পারভেজ জীবনের সঙ্গে বিজয় ৪৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ১০ বল হাতে রেখে ৪ উইকেটে জেতে গাজী। ১৪২ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক।

বিকেএসপির তিন নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাব-ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের ম্যাচে তেমন রান হয়নি। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ব্রাদার্স ৫০ ওভারে ৯ উইকেটে করেছে ২২৫ রান। এই অল্প রানের পুঁজি নিয়েই ব্রাদার্স ২৯ রানে হারিয়েছে পারটেক্সকে। ১০ ওভারে ২৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ব্রাদার্সের বাঁহাতি স্পিনার জায়েদ উল্লাহ। এক ওভার মেডেনও দিয়েছেন।

দিনের অপর ম্যাচে মিরপুর শেরেবাংলায় মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। তবে দুই রূপগঞ্জের লড়াই তেমন একটা জমেনি। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রূপগঞ্জ টাইগার্সের অধিনায়ক মোহাম্মদ আল আমিন জুনিয়র। জাকের আলী অনিক (৭৩*) ও তানজিদ হাসান তামিমের (৬১) জোড়া ফিফটিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯২ রান করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। জবাবে রূপগঞ্জ টাইগার্স লক্ষ্যের অর্ধেক রানও করতে পারেনি। ৪২.২ ওভারে ১২৬ রানে অলআউট হয়েছে রূপগঞ্জ। লিজেন্ডস অব রূপগঞ্জের ১৭২ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন সামিউন বশির রাতুল। সাত নম্বরে নেমে ৩৪ বলে ৪০ রান করেছিলেন। ১০ ওভার বোলিংয়ে ২৭ রানে ৫ উইকেট নিয়েছেন। মেডেন দিয়েছেন ৩ ওভার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত