Ajker Patrika

টেস্ট ফিফটি পেতে ফাওয়াদের লাগল ১২ বছর  

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১২: ৩৮
টেস্ট ফিফটি পেতে ফাওয়াদের লাগল ১২ বছর  

১২ বছরের টেস্ট ক্যারিয়ারে অবশেষে ফিফটির দেখা পেলেন ফাওয়াদ আলম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টে ক্যারিয়ারে প্রথম ফিফটি করা ফাওয়াদ আউট হয়েছেন ৫৬ রান করে। এর আগে ১১ টেস্টে যে চারবার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন, প্রতিটিই সেঞ্চুরিতে রূপ দিয়েছেন। এই প্রথম ফিফটিকে সেঞ্চুরিতে টেনে নিতে পারলেন না পাকিস্তানি ব্যাটসম্যান।

টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসে পাকিস্তান আল আউট হয়েছে ২১৭ রানে। ফাওয়াদ ছাড়া পাকিস্তানের কোনো ব্যাটসম্যানই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে সুবিধা করতে পারেননি। প্রথম ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলা ফাওয়াদ ২০০৯ সালে টেস্ট অভিষেকের পর এই প্রথম পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে আউট হলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫০ পেরিয়ে খেলেছিলেন ১৬৮ রানের ইনিংস। যেটি এখন পর্যন্ত টেস্টে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।

৩ টেস্ট খেলার পর ২০০৯ সালেই থমকে গিয়েছিল ফাওয়াদের টেস্ট ক্যারিয়ার। ১১ বছর পর ২০২০ সালে তাঁর টেস্ট ক্যারিয়ারের পুনর্জন্ম হয়। এরপর থেকে জ্যামাইকা টেস্টের আগ পর্যন্ত ফাওয়াদের ফিফটি মানেই যেন সেঞ্চুরি! এই সময়ে তিনবার ফিফটি পেরিয়ে তিনবারই করেছেন সেঞ্চুরি। যেটি ছিল ফিফটি না হাঁকিয়ে সর্বাধিক সেঞ্চুরি  করার  বিশ্বরেকর্ড! অবশেষে জ্যামাইকা টেস্টে ৫৬ রানে তাঁকে বোল্ড করে ক্যারিয়ারে প্রথম ফিফটির স্বাদ দিয়েছেন জেসন হোল্ডার।

এর আগে জ্যাডেন সিয়েলস আর হোল্ডারের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। একপ্রান্ত আগলে রেখেছিলেন ফাওয়াদ। তবে ২১৭ রানে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হলে আর এগোতে পারেনি পাকিস্তান। পরের বলেই মোহাম্মদ আব্বাস আউট হলে ২১৭ রানেই গুটিয়ে যায় বাবর আজমের দল। দিনের শেষ ভাগে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নেমে ২ রানেই হারায় ২ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত