ক্রীড়া ডেস্ক
লর্ডসে সিরিজের ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে লড়াই চলছে সমানে সমান। কখনো ম্যাচে ভারত দাপট দেখাচ্ছে, কখনো বোলিং-ফিল্ডিংয়ে ঘুরে দাঁড়াচ্ছে ইংল্যান্ড। এমন অবস্থায় স্বাগতিকেরা বড় দুশ্চিন্তায় পড়ে গেছে।
সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১১ ক্রিকেটার নিয়ে ব্যাটিং করতে পারবে কি না, সেটা নিয়ে জেগেছে শঙ্কা। শোয়েব বশিরকে নিয়ে আজ চতুর্থ দিনে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) যে আপডেট দিয়েছে, সেখানে রয়েছে ধোঁয়াশা। ইসিবি এক বিবৃতিতে বলেছে, ‘বাঁ হাতের আঙুলের চোটের কারণে শোয়েব বশিরের যে অবস্থা হয়েছে, সে জন্য তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। চতুর্থ ইনিংসে আশা করি বোলিং করতে পারবে। তবে তৃতীয় ইনিংসে ব্যাটিং করতে পারবে কি না, সেই সিদ্ধান্ত দ্রুত নেওয়া হবে। ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টে তার খেলা নিয়ে এই (লর্ডস টেস্ট) ম্যাচ শেষে পর্যবেক্ষণ করে জানা যাবে।’
শোয়েব ব্যথা পেয়েছেন গতকাল লর্ডসে তৃতীয় দিনে। ভারতের প্রথম ইনিংসের ৭৮তম ওভারের পঞ্চম বলে ইংল্যান্ডের স্পিনারকে সজোরে শট করেন রবীন্দ্র জাদেজা। কট অ্যান্ড বোল্ডের সুযোগ লুফে নিতে তো শোয়েব ব্যর্থ হয়েছেনই, এমনকি হাতে বাজেভাবে ব্যথা পেয়ে তৎক্ষণাৎ মাঠ ছেড়েছেন। তাঁর আঙুলে চিড় ধরার আশঙ্কাও রয়েছে। সেই ওভারের (৭৮তম ওভার) বাকি বল করতে হয়েছে জো রুটকে। আঙুলের চোট পেয়ে মাঠ ছাড়ার আগে ১৪.৫ ওভার বোলিং করে খরচ করেন ৫৯ রান। দুই ওভার মেডেন দিয়েছেন। শোয়েব নিয়েছেন ভারতের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলের (১০০) উইকেট।
লর্ডসে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৩৮৭ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। ভারতও তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩৮৭ রানে। এ কারণে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে শূন্য থেকেই। এক ওভারে কোনো উইকেট না হারিয়ে ২ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা। তবে আজ চতুর্থ দিনে একটু চাপেই আছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৩ উইকেটে ৫১ রান করেছে স্বাগতিকেরা। জো রুট (৩) ও হ্যারি ব্রুক (১) উইকেটে আছেন। জ্যাক ক্রলির উইকেট নিয়েছেন নিতিশ কুমার রেড্ডি। ইংল্যান্ডের আরেক দুই টপ অর্ডার ব্যাটার বেন ডাকেট ও ওলি পোপকে ফিরিয়েছেন মোহাম্মদ সিরাজ।
লর্ডসে সিরিজের ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে লড়াই চলছে সমানে সমান। কখনো ম্যাচে ভারত দাপট দেখাচ্ছে, কখনো বোলিং-ফিল্ডিংয়ে ঘুরে দাঁড়াচ্ছে ইংল্যান্ড। এমন অবস্থায় স্বাগতিকেরা বড় দুশ্চিন্তায় পড়ে গেছে।
সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১১ ক্রিকেটার নিয়ে ব্যাটিং করতে পারবে কি না, সেটা নিয়ে জেগেছে শঙ্কা। শোয়েব বশিরকে নিয়ে আজ চতুর্থ দিনে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) যে আপডেট দিয়েছে, সেখানে রয়েছে ধোঁয়াশা। ইসিবি এক বিবৃতিতে বলেছে, ‘বাঁ হাতের আঙুলের চোটের কারণে শোয়েব বশিরের যে অবস্থা হয়েছে, সে জন্য তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। চতুর্থ ইনিংসে আশা করি বোলিং করতে পারবে। তবে তৃতীয় ইনিংসে ব্যাটিং করতে পারবে কি না, সেই সিদ্ধান্ত দ্রুত নেওয়া হবে। ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টে তার খেলা নিয়ে এই (লর্ডস টেস্ট) ম্যাচ শেষে পর্যবেক্ষণ করে জানা যাবে।’
শোয়েব ব্যথা পেয়েছেন গতকাল লর্ডসে তৃতীয় দিনে। ভারতের প্রথম ইনিংসের ৭৮তম ওভারের পঞ্চম বলে ইংল্যান্ডের স্পিনারকে সজোরে শট করেন রবীন্দ্র জাদেজা। কট অ্যান্ড বোল্ডের সুযোগ লুফে নিতে তো শোয়েব ব্যর্থ হয়েছেনই, এমনকি হাতে বাজেভাবে ব্যথা পেয়ে তৎক্ষণাৎ মাঠ ছেড়েছেন। তাঁর আঙুলে চিড় ধরার আশঙ্কাও রয়েছে। সেই ওভারের (৭৮তম ওভার) বাকি বল করতে হয়েছে জো রুটকে। আঙুলের চোট পেয়ে মাঠ ছাড়ার আগে ১৪.৫ ওভার বোলিং করে খরচ করেন ৫৯ রান। দুই ওভার মেডেন দিয়েছেন। শোয়েব নিয়েছেন ভারতের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলের (১০০) উইকেট।
লর্ডসে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৩৮৭ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। ভারতও তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩৮৭ রানে। এ কারণে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে শূন্য থেকেই। এক ওভারে কোনো উইকেট না হারিয়ে ২ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা। তবে আজ চতুর্থ দিনে একটু চাপেই আছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৩ উইকেটে ৫১ রান করেছে স্বাগতিকেরা। জো রুট (৩) ও হ্যারি ব্রুক (১) উইকেটে আছেন। জ্যাক ক্রলির উইকেট নিয়েছেন নিতিশ কুমার রেড্ডি। ইংল্যান্ডের আরেক দুই টপ অর্ডার ব্যাটার বেন ডাকেট ও ওলি পোপকে ফিরিয়েছেন মোহাম্মদ সিরাজ।
সম্পর্ক বদলে গেল একটি পলকে—এবারের এশিয়া কাপ দেখলে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গানটি মনে পড়াটাই স্বাভাবিক। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ শুরুর আগেই গতকাল শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) ফেসবুক পেজে হুমড়ি খেয়ে পড়েছিলেন বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা। সেই শ্রীলঙ্কাই এক দিনের মধ্যে হয়ে গেল লিটন দাসের নেতৃত্বাধীন
২ ঘণ্টা আগেচ্যালেঞ্জ কাপের শিরোপা ধরে রেখেছে বসুন্ধরা কিংস। আজ ফাইনালে তারা ৪-১ গোলে হারিয়েছে মোহামেডানকে। ম্যাচের ৬৩তম মিনিটে মোহামেডানের মিনহাজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বসুন্ধরার সোহেল রানা। বাকিটা সময় ১০ জন নিয়ে খেলে জিতেছে মারিও গোমেজের দল।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগে নাপোলিকে ডেকে এনে ২–০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের জয় ছাপিয়ে এদিন খবরের শিরোনামে উঠে এসেছেন আর্লিং হাল্যান্ড। নিজেদের ঢেরা ইতিহাদ স্টেডিয়ামে স্বাগিতকদের হয়ে একটি গোল করেন এই তারকা স্ট্রাইকার।
৩ ঘণ্টা আগে‘এ’ গ্রুপ থেকে ভারত-পাকিস্তানের সুপার ফোরে ওঠা আগেভাগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু গতকাল শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের আগ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, ‘বি’ গ্রুপ থেকে কারা উঠবে পরের রাউন্ডে। শেষ পর্যন্ত আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানদের ৬ উইকেটে হারিয়ে দিয়েছে লঙ্কানরা।
৩ ঘণ্টা আগে