ক্রীড়া ডেস্ক
লর্ডসে সিরিজের ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে লড়াই চলছে সমানে সমান। কখনো ম্যাচে ভারত দাপট দেখাচ্ছে, কখনো বোলিং-ফিল্ডিংয়ে ঘুরে দাঁড়াচ্ছে ইংল্যান্ড। এমন অবস্থায় স্বাগতিকেরা বড় দুশ্চিন্তায় পড়ে গেছে।
সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১১ ক্রিকেটার নিয়ে ব্যাটিং করতে পারবে কি না, সেটা নিয়ে জেগেছে শঙ্কা। শোয়েব বশিরকে নিয়ে আজ চতুর্থ দিনে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) যে আপডেট দিয়েছে, সেখানে রয়েছে ধোঁয়াশা। ইসিবি এক বিবৃতিতে বলেছে, ‘বাঁ হাতের আঙুলের চোটের কারণে শোয়েব বশিরের যে অবস্থা হয়েছে, সে জন্য তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। চতুর্থ ইনিংসে আশা করি বোলিং করতে পারবে। তবে তৃতীয় ইনিংসে ব্যাটিং করতে পারবে কি না, সেই সিদ্ধান্ত দ্রুত নেওয়া হবে। ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টে তার খেলা নিয়ে এই (লর্ডস টেস্ট) ম্যাচ শেষে পর্যবেক্ষণ করে জানা যাবে।’
শোয়েব ব্যথা পেয়েছেন গতকাল লর্ডসে তৃতীয় দিনে। ভারতের প্রথম ইনিংসের ৭৮তম ওভারের পঞ্চম বলে ইংল্যান্ডের স্পিনারকে সজোরে শট করেন রবীন্দ্র জাদেজা। কট অ্যান্ড বোল্ডের সুযোগ লুফে নিতে তো শোয়েব ব্যর্থ হয়েছেনই, এমনকি হাতে বাজেভাবে ব্যথা পেয়ে তৎক্ষণাৎ মাঠ ছেড়েছেন। তাঁর আঙুলে চিড় ধরার আশঙ্কাও রয়েছে। সেই ওভারের (৭৮তম ওভার) বাকি বল করতে হয়েছে জো রুটকে। আঙুলের চোট পেয়ে মাঠ ছাড়ার আগে ১৪.৫ ওভার বোলিং করে খরচ করেন ৫৯ রান। দুই ওভার মেডেন দিয়েছেন। শোয়েব নিয়েছেন ভারতের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলের (১০০) উইকেট।
লর্ডসে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৩৮৭ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। ভারতও তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩৮৭ রানে। এ কারণে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে শূন্য থেকেই। এক ওভারে কোনো উইকেট না হারিয়ে ২ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা। তবে আজ চতুর্থ দিনে একটু চাপেই আছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৩ উইকেটে ৫১ রান করেছে স্বাগতিকেরা। জো রুট (৩) ও হ্যারি ব্রুক (১) উইকেটে আছেন। জ্যাক ক্রলির উইকেট নিয়েছেন নিতিশ কুমার রেড্ডি। ইংল্যান্ডের আরেক দুই টপ অর্ডার ব্যাটার বেন ডাকেট ও ওলি পোপকে ফিরিয়েছেন মোহাম্মদ সিরাজ।
লর্ডসে সিরিজের ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে লড়াই চলছে সমানে সমান। কখনো ম্যাচে ভারত দাপট দেখাচ্ছে, কখনো বোলিং-ফিল্ডিংয়ে ঘুরে দাঁড়াচ্ছে ইংল্যান্ড। এমন অবস্থায় স্বাগতিকেরা বড় দুশ্চিন্তায় পড়ে গেছে।
সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১১ ক্রিকেটার নিয়ে ব্যাটিং করতে পারবে কি না, সেটা নিয়ে জেগেছে শঙ্কা। শোয়েব বশিরকে নিয়ে আজ চতুর্থ দিনে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) যে আপডেট দিয়েছে, সেখানে রয়েছে ধোঁয়াশা। ইসিবি এক বিবৃতিতে বলেছে, ‘বাঁ হাতের আঙুলের চোটের কারণে শোয়েব বশিরের যে অবস্থা হয়েছে, সে জন্য তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। চতুর্থ ইনিংসে আশা করি বোলিং করতে পারবে। তবে তৃতীয় ইনিংসে ব্যাটিং করতে পারবে কি না, সেই সিদ্ধান্ত দ্রুত নেওয়া হবে। ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টে তার খেলা নিয়ে এই (লর্ডস টেস্ট) ম্যাচ শেষে পর্যবেক্ষণ করে জানা যাবে।’
শোয়েব ব্যথা পেয়েছেন গতকাল লর্ডসে তৃতীয় দিনে। ভারতের প্রথম ইনিংসের ৭৮তম ওভারের পঞ্চম বলে ইংল্যান্ডের স্পিনারকে সজোরে শট করেন রবীন্দ্র জাদেজা। কট অ্যান্ড বোল্ডের সুযোগ লুফে নিতে তো শোয়েব ব্যর্থ হয়েছেনই, এমনকি হাতে বাজেভাবে ব্যথা পেয়ে তৎক্ষণাৎ মাঠ ছেড়েছেন। তাঁর আঙুলে চিড় ধরার আশঙ্কাও রয়েছে। সেই ওভারের (৭৮তম ওভার) বাকি বল করতে হয়েছে জো রুটকে। আঙুলের চোট পেয়ে মাঠ ছাড়ার আগে ১৪.৫ ওভার বোলিং করে খরচ করেন ৫৯ রান। দুই ওভার মেডেন দিয়েছেন। শোয়েব নিয়েছেন ভারতের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলের (১০০) উইকেট।
লর্ডসে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৩৮৭ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। ভারতও তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩৮৭ রানে। এ কারণে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে শূন্য থেকেই। এক ওভারে কোনো উইকেট না হারিয়ে ২ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা। তবে আজ চতুর্থ দিনে একটু চাপেই আছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৩ উইকেটে ৫১ রান করেছে স্বাগতিকেরা। জো রুট (৩) ও হ্যারি ব্রুক (১) উইকেটে আছেন। জ্যাক ক্রলির উইকেট নিয়েছেন নিতিশ কুমার রেড্ডি। ইংল্যান্ডের আরেক দুই টপ অর্ডার ব্যাটার বেন ডাকেট ও ওলি পোপকে ফিরিয়েছেন মোহাম্মদ সিরাজ।
ট্রাজেডি—শব্দটি যেন মোহাম্মদ সিরাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিতে চাইলে এই সিরিজেরই অনেক কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন সিরাজ। লর্ডসে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, বোলারদের ক্যাচ মিসের পর হতাশাচ্ছন্ন মুখ, একের পর এক ক্লান্তিকর স্পেল, এমনকি ব্রুকের ক্যাচ নিয়েও
১৬ মিনিট আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। গত বছরের মতো এবারও সিরিজে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে আজ দল ঘোষণা করেছে বিসিবি।
৩২ মিনিট আগেলন্ডনের ওভালে পঞ্চম টেস্ট শুরুর আগে সিরিজের স্কোরলাইন ছিল ইংল্যান্ড ২: ভারত ১। সিরিজ জিততে ইংল্যান্ডের জন্য সমীকরণ ছিল এই টেস্ট জেতা না হয় ড্র করা। অন্যদিকে সিরিজ বাঁচাতে ভারতকে এই ম্যাচটা জিততেই হতো। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচটি ৬ রানে জিতে সিরিজ বাঁচাল ভারত।
২ ঘণ্টা আগেপাকিস্তানের ম্যাচ হলে আলোচিত ঘটনা না ঘটে কি পারে। কারণ, ‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাকিস্তানের নামের সঙ্গে ভালোভাবে জুড়ে গেছে। এবার পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টিতে ঘটেছে এক বিরল ঘটনা। এই ঘটনা আগে অনেকবার হলেও পাকিস্তানের ম্যাচের ঘটনাটা একটু বিশেষ।
৩ ঘণ্টা আগে