Ajker Patrika

ইংল্যান্ডকে ধসিয়ে আইসিসির পুরস্কার পেলেন পাকিস্তানের নোমান

ক্রীড়া ডেস্ক    
ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট খেলে অক্টোবরে ২০ উইকেট নিয়েছিলেন নোমান আলী। হয়েছেন আইসিসির অক্টোবরের সেরা ক্রিকেটার। ছবি: এএফপি
ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট খেলে অক্টোবরে ২০ উইকেট নিয়েছিলেন নোমান আলী। হয়েছেন আইসিসির অক্টোবরের সেরা ক্রিকেটার। ছবি: এএফপি

সুযোগের সদ্ব্যবহার কীভাবে করতে হয়, সেটা নোমান আলীকে দেখলেই স্পষ্ট বোঝা যাবে। ১৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে কাঁপিয়ে দিয়েছেন তিনি। ইংল্যান্ডকে ধসিয়ে আইসিসির গত মাসের সেরা ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার।

এক বিজ্ঞপ্তিতে আজ অক্টোবরের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইসিসি। কাগিসো রাবাদা ও মিচেল স্যান্টনারকে টপকে অক্টোবরের সেরা ক্রিকেটার হয়েছেন নোমান। গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছিলেন নোমান। সবকটি উইকেটই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে। সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি। খেলেছিলেন কেবল ২ টেস্ট। যার মধ্যে মুলতানে দ্বিতীয় টেস্টে নেন ১১ উইকেট। এই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে নিয়েছিলেন ৮ উইকেট। যা তাঁর টেস্টে এক ইনিংসে সেরা বোলিংয়ের কীর্তি। টেস্টে এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তিও নোমানের জন্য এটা প্রথম।

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছিলেন রাবাদা। প্রোটিয়া পেসার দুই বার ইনিংসে ৫ উইকেটের কীর্তি গড়েছিলেন। সিরিজসেরাও হয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে রাবাদা গত মাসে নিয়েছেন এই ১৪ উইকেট। সমান ১৪ উইকেট নিয়ে ওয়াশিংটন সুন্দর গত মাসে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারী।

আন্তর্জাতিক ক্রিকেটে অক্টোবরে ১ ম্যাচ খেলেই তাক লাগান স্যান্টনার। ভারতের বিপক্ষে পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টে নেন ১৩ উইকেট। এটা তাঁর টেস্টে এক ম্যাচে সেরা বোলিং কীর্তি। তাঁর সমান ১৩ উইকেট আন্তর্জাতিক ক্রিকেটে গত মাসে পেয়েছিলেন আরও ৪ বোলার। তাঁদের মধ্যে আছেন তাইজুল ইসলামও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার পেয়েছিলেন ১৩ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত