বিপিএল দিয়ে নিজেকে বিশেষভাবে চিনিয়েছেন জাকের আলী অনিক। গতকাল তাঁকে আবার নতুনভাবে চিনল দেশের ক্রিকেটপ্রেমীরা। তবে ফিনিশারের ভূমিকায় থাকলেও তিনি ম্যাচটা জিতিয়ে ফিরতে পারেননি। তবু এই ম্যাচে বাংলাদেশের বড় প্রাপ্তি জাকেরের ব্যাটিং। ৩ রানের জন্য হেরে গেলেও সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার দেওয়া ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪ বলে ৪টি চার ও ৬টি ছয়ে ৬৮ রানের ইনিংস খেলেছেন জাকের।
‘লোকাল হিরো’র এমন ব্যাটিংয়ে উচ্ছ্বসিত সিলেটবাসী। গর্বিত তাঁর বোন সাংবাদিক শাকিলা ববিও। এশিয়ান গেমসের ম্যাচগুলো বাদ দিলে প্রথমবার বাংলাদেশ দলের হয়ে ‘অভিষেকে’ই এমন অসাধারণ ইনিংস খেলা ভাইকে নিয়ে গর্বিত না হয়ে কী পারা যায়! গতকাল ভাইয়ের খেলা দেখতে সন্তান সাইয়ারা হোসেন মেহেককে সঙ্গে নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে হাজির বোন শাকিলা ববি। সঙ্গে জাকেরের ভগ্নিপতি আলোকচিত্রী মামুন হোসেনও।
ভাইয়ের ছক্কাময় ইনিংস দেখার পর তাঁরা যান ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও। সেখানে অন্য সাংবাদিকেরা জাকেরকে প্রশ্ন তো করেছেনই, শাকিলাও ভাইকে প্রশ্ন না করে পারেননি। তাঁদের প্রশ্ন ও প্রশ্নোত্তর শুনে মনেই হয়নি পারিবারিক সম্পর্ক দুজনের। জাতীয় দলে অভিষেক, সেটিও নিজের উঠান সিলেটে। স্থানীয় দর্শক জাকেরের নাম ধরে হর্ষধ্বনি করেছে, কেমন লেগেছে? বোনের এই প্রশ্নে জাকের বললেন, ‘আপু, সিলেটে সব সময়ই ভালো খেলতে পছন্দ করি। আমার প্রথম শ্রেণির ম্যাচেও অভিষেক। সবকিছুই ঠিক ছিল। যদি জিততে পারতাম, আরও ভালো লাগত।’
পরে বোনের অভিব্যক্তি নিয়ে জাকের অন্য আরেক সাংবাদিকের প্রশ্ন ধরে বলেন, ‘তিনি (শাকিলা ববি) তাঁর ভাইকে নিয়ে গর্বিত, অনেক খুশি।’
বিপিএল দিয়ে নিজেকে বিশেষভাবে চিনিয়েছেন জাকের আলী অনিক। গতকাল তাঁকে আবার নতুনভাবে চিনল দেশের ক্রিকেটপ্রেমীরা। তবে ফিনিশারের ভূমিকায় থাকলেও তিনি ম্যাচটা জিতিয়ে ফিরতে পারেননি। তবু এই ম্যাচে বাংলাদেশের বড় প্রাপ্তি জাকেরের ব্যাটিং। ৩ রানের জন্য হেরে গেলেও সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার দেওয়া ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪ বলে ৪টি চার ও ৬টি ছয়ে ৬৮ রানের ইনিংস খেলেছেন জাকের।
‘লোকাল হিরো’র এমন ব্যাটিংয়ে উচ্ছ্বসিত সিলেটবাসী। গর্বিত তাঁর বোন সাংবাদিক শাকিলা ববিও। এশিয়ান গেমসের ম্যাচগুলো বাদ দিলে প্রথমবার বাংলাদেশ দলের হয়ে ‘অভিষেকে’ই এমন অসাধারণ ইনিংস খেলা ভাইকে নিয়ে গর্বিত না হয়ে কী পারা যায়! গতকাল ভাইয়ের খেলা দেখতে সন্তান সাইয়ারা হোসেন মেহেককে সঙ্গে নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে হাজির বোন শাকিলা ববি। সঙ্গে জাকেরের ভগ্নিপতি আলোকচিত্রী মামুন হোসেনও।
ভাইয়ের ছক্কাময় ইনিংস দেখার পর তাঁরা যান ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও। সেখানে অন্য সাংবাদিকেরা জাকেরকে প্রশ্ন তো করেছেনই, শাকিলাও ভাইকে প্রশ্ন না করে পারেননি। তাঁদের প্রশ্ন ও প্রশ্নোত্তর শুনে মনেই হয়নি পারিবারিক সম্পর্ক দুজনের। জাতীয় দলে অভিষেক, সেটিও নিজের উঠান সিলেটে। স্থানীয় দর্শক জাকেরের নাম ধরে হর্ষধ্বনি করেছে, কেমন লেগেছে? বোনের এই প্রশ্নে জাকের বললেন, ‘আপু, সিলেটে সব সময়ই ভালো খেলতে পছন্দ করি। আমার প্রথম শ্রেণির ম্যাচেও অভিষেক। সবকিছুই ঠিক ছিল। যদি জিততে পারতাম, আরও ভালো লাগত।’
পরে বোনের অভিব্যক্তি নিয়ে জাকের অন্য আরেক সাংবাদিকের প্রশ্ন ধরে বলেন, ‘তিনি (শাকিলা ববি) তাঁর ভাইকে নিয়ে গর্বিত, অনেক খুশি।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৩ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৪ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৬ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৬ ঘণ্টা আগে