Ajker Patrika

পিসিবি মেডিক্যাল প্যানেলের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুললেন আকিব

পিসিবি মেডিক্যাল প্যানেলের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুললেন আকিব

পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে সমালোচনা করতে আকিব জাভেদের জুড়ি মেলা ভার। ক্রিকেটার থেকে শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের আকিব ধুয়ে দেন প্রায়ই। এবার পিসিবির মেডিক্যাল প্যানেলকে কাঠগড়ায় তুলেছেন পাকিস্তানের সাবেক এই পেসার।

রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পাকিস্তান-ইংল্যান্ড ফাইনালে ক্যাচ ধরার পর চোটে পড়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। চোট নিয়েও ইনিংসের ১৬ তম ওভার বোলিং করতে এসেছিলেন শাহিন। ওভারের প্রথম বল ডট দিয়ে চোটে পড়ে মাঠ ছাড়েন। নিজের বোলিং কোটার ১১ বল করতেই পারেননি পাকিস্তানের এই বাঁহাতি পেসার। এমনকি আনফিট অবস্থায় ফখর জামানকে খেলানো হয়েছে।

চোট থাকা সত্ত্বেও ক্রিকেটারদের খেলানোয় পিসিবি মেডিক্যাল প্যানেলের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন আকিব। পাকিস্তানের সাবেক এই পেসার বলেন, ‘আমাদের খোঁজ নেওয়া উচিত যে তারা খেলাধুলার চোটের ব্যাপারে কিছু জানেন কি না। বিশ্বকাপের জন্য পুরো ফিট না হওয়া সত্ত্বেও শাহিন শাহ আফ্রিদিকে খেলানো হয়েছে। পিসিবি মেডিক্যাল প্যানেল ফখর জামানকে ফিট ঘোষণা করলেও কিছুক্ষণ পর সে আনফিট হয়ে যায়।’

১৯৮৮ থেকে ১৯৯৮—১০ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ২২ টেস্ট ও ১৬৩ ওয়ানডে খেলেছেন আকিব। ওয়ানডেতে ৪.২৮ ইকোনমিতে নিয়েছেন ১৮২ উইকেট, ফাইফার নিয়েছেন চারবার। আর টেস্টে ২.৮৬ ইকোনমিতে নিয়েছেন ৫৪ উইকেট, একটা ফাইফার নিয়েছেন সাদা পোশাকের ক্রিকেটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত