ক্রীড়া ডেস্ক
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই যেমন হওয়ার উচিত, ঠিক তেমনই হলো রংপুরের ইনিংস পর্যন্ত। আলিস আল ইসলাম-বিনুরা ফার্নান্দোদের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে ৬৯ রানেই ৪ উইকেট হারিয়েছিল রংপুর। ধুঁকতে ধুঁকতে ১৪ ওভারে রান তুলতে পেরেছিল কেবল ৮৩ রান। কিন্তু ছন্দে থাকা খুশদিল শাহ বুঝিয়ে দিলেন রংপুর কেন এখন পর্যন্ত অপরাজিত।
পাকিস্তানি অলরাউন্ডারের ঝোড়ো ফিফটিতে শেষ ৩৬ বলে রংপুর তুলেছে ৮১ রান। স্কোরটাও তো মন্দ নয়—২০ ওভার শেষে ৭ উইকেটে ১৬৪ রান। জিততে চিটাগংয়ের লক্ষ্য ১৬৫।
নিজেদের মাঠ চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে টস জিতে রংপুরকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। স্বাগতিকদের আঁটসাঁট ব্যাটিংয়ে তৃতীয় ওভারেই দলীয় ৯ রানে ওপেনার তৌফিক খানের (৫) উইকেট হারায় রংপুর। দ্বিতীয় উইকেটে সাইফ হাসান ও স্টিভেন টেলরের ৫৪ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে অতিথিরা। দলীয় ৬৩ রানে সাইফ (১৭) ফিরলে খেই হারায় তারা। তারপর টেলরও ফেরেন ৩২ রানে। সুবিধা করতে পারেননি ইফতিখার আহমেদও (৫)।
তবে ৭ ছক্কা ও ২ চারে খুশদিলের ২৮ বলে ৫৯ ও শেখে মেহেদী হাসানের ১২ বলে ১৭ রানের কল্যাণে ১৬৪ রান তোলে রংপুর। খুশদিল বলে-ব্যাটে এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে ইম্প্যাক্ট ফুল ক্রিকেটারও। ৯ উইকেটের পাশাপাশি করেছেন ২৭৪ রান। চিটাগংয়ের বোলারদের মধ্যে মোহাম্মদ ওয়াসিম ও আলিস ২টি করে, বিনুরা ৪ ওভারে ১৪ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই যেমন হওয়ার উচিত, ঠিক তেমনই হলো রংপুরের ইনিংস পর্যন্ত। আলিস আল ইসলাম-বিনুরা ফার্নান্দোদের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে ৬৯ রানেই ৪ উইকেট হারিয়েছিল রংপুর। ধুঁকতে ধুঁকতে ১৪ ওভারে রান তুলতে পেরেছিল কেবল ৮৩ রান। কিন্তু ছন্দে থাকা খুশদিল শাহ বুঝিয়ে দিলেন রংপুর কেন এখন পর্যন্ত অপরাজিত।
পাকিস্তানি অলরাউন্ডারের ঝোড়ো ফিফটিতে শেষ ৩৬ বলে রংপুর তুলেছে ৮১ রান। স্কোরটাও তো মন্দ নয়—২০ ওভার শেষে ৭ উইকেটে ১৬৪ রান। জিততে চিটাগংয়ের লক্ষ্য ১৬৫।
নিজেদের মাঠ চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে টস জিতে রংপুরকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। স্বাগতিকদের আঁটসাঁট ব্যাটিংয়ে তৃতীয় ওভারেই দলীয় ৯ রানে ওপেনার তৌফিক খানের (৫) উইকেট হারায় রংপুর। দ্বিতীয় উইকেটে সাইফ হাসান ও স্টিভেন টেলরের ৫৪ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে অতিথিরা। দলীয় ৬৩ রানে সাইফ (১৭) ফিরলে খেই হারায় তারা। তারপর টেলরও ফেরেন ৩২ রানে। সুবিধা করতে পারেননি ইফতিখার আহমেদও (৫)।
তবে ৭ ছক্কা ও ২ চারে খুশদিলের ২৮ বলে ৫৯ ও শেখে মেহেদী হাসানের ১২ বলে ১৭ রানের কল্যাণে ১৬৪ রান তোলে রংপুর। খুশদিল বলে-ব্যাটে এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে ইম্প্যাক্ট ফুল ক্রিকেটারও। ৯ উইকেটের পাশাপাশি করেছেন ২৭৪ রান। চিটাগংয়ের বোলারদের মধ্যে মোহাম্মদ ওয়াসিম ও আলিস ২টি করে, বিনুরা ৪ ওভারে ১৪ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে