Ajker Patrika

ভারতের দুর্বলতা খুঁজে পেয়েছেন দ্রাবিড় 

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৩: ২৯
ভারতের দুর্বলতা খুঁজে পেয়েছেন দ্রাবিড় 

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম তিন দিন বেশ দাপটের সঙ্গে খেলেছিল ভারত। চতুর্থ দিনে এসে ম্যাচের ভোল পাল্টে যায়। ভারতের নাগাল থেকে ম্যাচ ছিনিয়ে নেয় ইংল্যান্ড। 

টস জিতে হায়দরাবাদে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। সফরকারীরা অলআউট হয়েছে ২৪৬ রানে। এরপর ভারত তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৪৩৬ রানে। ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন রবীন্দ্র জাদেজা। এ ছাড়া লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল করেন ৮৬ রান ও ৮০ রান। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ঘাটতি দেখছেন প্রথম ইনিংসেই। যেখানে স্বাগতিকদের তিন ব্যাটার ৮০ এর ওপরে রান করলেও সেগুলোকে সেঞ্চুরিতে পরিণত করতে পারেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেন, ‘আমরা কোনো সেঞ্চুরি পাইনি। আপনারা জানেন আমাদের কেউই বড় সেঞ্চুরি করতে পারেনি। আমার কাছে মনে হয়েছে, ৭০ থেকে ৮০ রানের ইনিংসগুলো আমরা ফেলে এসেছি। সম্ভবত ৭০ রান কম করেছি আমরা। কন্ডিশন দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের উপযোগী ছিল। আমি মনে করি, ভালো শুরু করেও সেগুলো কাজে লাগাতে পারিনি।’ 

ভারতের মাঠে টেস্টে সর্বোচ্চ ৩৮৭ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। ২০০৮ এর ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়ে ভারত। এটাই ভারতে ৩০০ বা তার বেশি রান তাড়া করে একমাত্র জয়ের রেকর্ড। ২০০ থেকে ৩০০ এর মধ্যে রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে আটবার। যেখানে ২০৩ রান তাড়া করে ২০০৭ সালে দিল্লিতে ভারত হারিয়েছিল পাকিস্তানকে। নিজেদের মাঠে ভারত সর্বশেষ ২৬২ রান তাড়া করে ২০১২ সালে বেঙ্গালুরুতে জেতে নিউজিল্যান্ডের বিপক্ষে। দ্রাবিড় বলেন, ‘দ্বিতীয় ইনিংস সব সময় চ্যালেঞ্জিং হয়। এখানে ২৩০ তাড়া করে জেতা সহজ না। সব সময় সম্ভবও হয় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত