হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম তিন দিন বেশ দাপটের সঙ্গে খেলেছিল ভারত। চতুর্থ দিনে এসে ম্যাচের ভোল পাল্টে যায়। ভারতের নাগাল থেকে ম্যাচ ছিনিয়ে নেয় ইংল্যান্ড।
টস জিতে হায়দরাবাদে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। সফরকারীরা অলআউট হয়েছে ২৪৬ রানে। এরপর ভারত তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৪৩৬ রানে। ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন রবীন্দ্র জাদেজা। এ ছাড়া লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল করেন ৮৬ রান ও ৮০ রান। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ঘাটতি দেখছেন প্রথম ইনিংসেই। যেখানে স্বাগতিকদের তিন ব্যাটার ৮০ এর ওপরে রান করলেও সেগুলোকে সেঞ্চুরিতে পরিণত করতে পারেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেন, ‘আমরা কোনো সেঞ্চুরি পাইনি। আপনারা জানেন আমাদের কেউই বড় সেঞ্চুরি করতে পারেনি। আমার কাছে মনে হয়েছে, ৭০ থেকে ৮০ রানের ইনিংসগুলো আমরা ফেলে এসেছি। সম্ভবত ৭০ রান কম করেছি আমরা। কন্ডিশন দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের উপযোগী ছিল। আমি মনে করি, ভালো শুরু করেও সেগুলো কাজে লাগাতে পারিনি।’
ভারতের মাঠে টেস্টে সর্বোচ্চ ৩৮৭ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। ২০০৮ এর ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়ে ভারত। এটাই ভারতে ৩০০ বা তার বেশি রান তাড়া করে একমাত্র জয়ের রেকর্ড। ২০০ থেকে ৩০০ এর মধ্যে রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে আটবার। যেখানে ২০৩ রান তাড়া করে ২০০৭ সালে দিল্লিতে ভারত হারিয়েছিল পাকিস্তানকে। নিজেদের মাঠে ভারত সর্বশেষ ২৬২ রান তাড়া করে ২০১২ সালে বেঙ্গালুরুতে জেতে নিউজিল্যান্ডের বিপক্ষে। দ্রাবিড় বলেন, ‘দ্বিতীয় ইনিংস সব সময় চ্যালেঞ্জিং হয়। এখানে ২৩০ তাড়া করে জেতা সহজ না। সব সময় সম্ভবও হয় না।’
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম তিন দিন বেশ দাপটের সঙ্গে খেলেছিল ভারত। চতুর্থ দিনে এসে ম্যাচের ভোল পাল্টে যায়। ভারতের নাগাল থেকে ম্যাচ ছিনিয়ে নেয় ইংল্যান্ড।
টস জিতে হায়দরাবাদে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। সফরকারীরা অলআউট হয়েছে ২৪৬ রানে। এরপর ভারত তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৪৩৬ রানে। ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন রবীন্দ্র জাদেজা। এ ছাড়া লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল করেন ৮৬ রান ও ৮০ রান। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ঘাটতি দেখছেন প্রথম ইনিংসেই। যেখানে স্বাগতিকদের তিন ব্যাটার ৮০ এর ওপরে রান করলেও সেগুলোকে সেঞ্চুরিতে পরিণত করতে পারেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেন, ‘আমরা কোনো সেঞ্চুরি পাইনি। আপনারা জানেন আমাদের কেউই বড় সেঞ্চুরি করতে পারেনি। আমার কাছে মনে হয়েছে, ৭০ থেকে ৮০ রানের ইনিংসগুলো আমরা ফেলে এসেছি। সম্ভবত ৭০ রান কম করেছি আমরা। কন্ডিশন দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের উপযোগী ছিল। আমি মনে করি, ভালো শুরু করেও সেগুলো কাজে লাগাতে পারিনি।’
ভারতের মাঠে টেস্টে সর্বোচ্চ ৩৮৭ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। ২০০৮ এর ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়ে ভারত। এটাই ভারতে ৩০০ বা তার বেশি রান তাড়া করে একমাত্র জয়ের রেকর্ড। ২০০ থেকে ৩০০ এর মধ্যে রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে আটবার। যেখানে ২০৩ রান তাড়া করে ২০০৭ সালে দিল্লিতে ভারত হারিয়েছিল পাকিস্তানকে। নিজেদের মাঠে ভারত সর্বশেষ ২৬২ রান তাড়া করে ২০১২ সালে বেঙ্গালুরুতে জেতে নিউজিল্যান্ডের বিপক্ষে। দ্রাবিড় বলেন, ‘দ্বিতীয় ইনিংস সব সময় চ্যালেঞ্জিং হয়। এখানে ২৩০ তাড়া করে জেতা সহজ না। সব সময় সম্ভবও হয় না।’
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
৪ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
৫ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
৭ ঘণ্টা আগে