Ajker Patrika

মিরপুরে নয়, দেশের বাইরে ক্যাম্প করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৮: ২০
মিরপুরে নয়, দেশের বাইরে ক্যাম্প করবে বাংলাদেশ

টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে তিন দিনের বিশেষ ক্যাম্পের আজ দ্বিতীয় দিন। তবে সকাল থেকে বৃষ্টি-বাধায় মাঠেই নামতে পারেননি ক্রিকেটাররা। গতকাল প্রথম দিনও বৃষ্টির বাগড়া ছিল। বাধ্য হয়ে তাই অনুশীলনের জন্য বিকল্প ভাবছে বিসিবি।

এবার আর মিরপুর নয়, দেশের বাইরে ক্যাম্প করবে বাংলাদেশ। আজ মিরপুরে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন। বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের এখানে (মিরপুর) তিন দিনের ক্যাম্প করছিলাম। এখন যেটা দেখা যাচ্ছে, ওরা বলল ওরা করতে পারছে না। যে পরিকল্পনা ছিল, একটাও করতে পারছে না। দুই-এক দিনের মধ্যে ঠিক হবে (আবহাওয়া) বলেও মনে হচ্ছে না। বিকল্প একটা ব্যবস্থার সন্ধান করছি। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।’

শোনা যাচ্ছে, আমিরাত কিংবা সিঙ্গাপুরে হতে পারে বাংলাদেশ দলের এই ক্যাম্প। বিশ্বকাপ আর ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে তিন-চার দিনের জন্য এই ক্যাম্প করতে চায় বাংলাদেশ।

পাপন আরও যোগ করেন, ‘ওরা তিন-চার দিন অন্য কোনো জায়গায় গিয়ে খেলতে চায়। যেহেতু সামনে বিশ্বকাপ, তার আগে ত্রিদেশীয় সিরিজ আছে। ওখানে গিয়েও যে করতে পারবে, তারও সুযোগ নাই। রওনা দিচ্ছে ২ তারিখ, গিয়ে পৌঁছাবে ৩ তারিখ। তো বিশ্রাম দিতেই হবে, এত বড় জার্নি। শুধু চার পাঁচ দিন পাবে, ছয় তারিখ অপশনাল থাকবে। সে জন্য চাচ্ছে এই সময়টাতে যদি একটু অনুশীলন করতে পারত, তাহলে ভালো হতো। যেহেতু আমাদের যে টেকনিক্যাল কনসালট্যান্ট এখনো অনেক খেলোয়াড়কে চিনেই না, কারও খেলাও দেখিনি, কাজে তার জন্যও সুবিধা হতো বুঝতে যে, আসলে কম্বিনেশনটা কী হওয়া উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত