নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে তিন দিনের বিশেষ ক্যাম্পের আজ দ্বিতীয় দিন। তবে সকাল থেকে বৃষ্টি-বাধায় মাঠেই নামতে পারেননি ক্রিকেটাররা। গতকাল প্রথম দিনও বৃষ্টির বাগড়া ছিল। বাধ্য হয়ে তাই অনুশীলনের জন্য বিকল্প ভাবছে বিসিবি।
এবার আর মিরপুর নয়, দেশের বাইরে ক্যাম্প করবে বাংলাদেশ। আজ মিরপুরে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন। বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের এখানে (মিরপুর) তিন দিনের ক্যাম্প করছিলাম। এখন যেটা দেখা যাচ্ছে, ওরা বলল ওরা করতে পারছে না। যে পরিকল্পনা ছিল, একটাও করতে পারছে না। দুই-এক দিনের মধ্যে ঠিক হবে (আবহাওয়া) বলেও মনে হচ্ছে না। বিকল্প একটা ব্যবস্থার সন্ধান করছি। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।’
শোনা যাচ্ছে, আমিরাত কিংবা সিঙ্গাপুরে হতে পারে বাংলাদেশ দলের এই ক্যাম্প। বিশ্বকাপ আর ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে তিন-চার দিনের জন্য এই ক্যাম্প করতে চায় বাংলাদেশ।
পাপন আরও যোগ করেন, ‘ওরা তিন-চার দিন অন্য কোনো জায়গায় গিয়ে খেলতে চায়। যেহেতু সামনে বিশ্বকাপ, তার আগে ত্রিদেশীয় সিরিজ আছে। ওখানে গিয়েও যে করতে পারবে, তারও সুযোগ নাই। রওনা দিচ্ছে ২ তারিখ, গিয়ে পৌঁছাবে ৩ তারিখ। তো বিশ্রাম দিতেই হবে, এত বড় জার্নি। শুধু চার পাঁচ দিন পাবে, ছয় তারিখ অপশনাল থাকবে। সে জন্য চাচ্ছে এই সময়টাতে যদি একটু অনুশীলন করতে পারত, তাহলে ভালো হতো। যেহেতু আমাদের যে টেকনিক্যাল কনসালট্যান্ট এখনো অনেক খেলোয়াড়কে চিনেই না, কারও খেলাও দেখিনি, কাজে তার জন্যও সুবিধা হতো বুঝতে যে, আসলে কম্বিনেশনটা কী হওয়া উচিত।’
টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে তিন দিনের বিশেষ ক্যাম্পের আজ দ্বিতীয় দিন। তবে সকাল থেকে বৃষ্টি-বাধায় মাঠেই নামতে পারেননি ক্রিকেটাররা। গতকাল প্রথম দিনও বৃষ্টির বাগড়া ছিল। বাধ্য হয়ে তাই অনুশীলনের জন্য বিকল্প ভাবছে বিসিবি।
এবার আর মিরপুর নয়, দেশের বাইরে ক্যাম্প করবে বাংলাদেশ। আজ মিরপুরে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন। বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের এখানে (মিরপুর) তিন দিনের ক্যাম্প করছিলাম। এখন যেটা দেখা যাচ্ছে, ওরা বলল ওরা করতে পারছে না। যে পরিকল্পনা ছিল, একটাও করতে পারছে না। দুই-এক দিনের মধ্যে ঠিক হবে (আবহাওয়া) বলেও মনে হচ্ছে না। বিকল্প একটা ব্যবস্থার সন্ধান করছি। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।’
শোনা যাচ্ছে, আমিরাত কিংবা সিঙ্গাপুরে হতে পারে বাংলাদেশ দলের এই ক্যাম্প। বিশ্বকাপ আর ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে তিন-চার দিনের জন্য এই ক্যাম্প করতে চায় বাংলাদেশ।
পাপন আরও যোগ করেন, ‘ওরা তিন-চার দিন অন্য কোনো জায়গায় গিয়ে খেলতে চায়। যেহেতু সামনে বিশ্বকাপ, তার আগে ত্রিদেশীয় সিরিজ আছে। ওখানে গিয়েও যে করতে পারবে, তারও সুযোগ নাই। রওনা দিচ্ছে ২ তারিখ, গিয়ে পৌঁছাবে ৩ তারিখ। তো বিশ্রাম দিতেই হবে, এত বড় জার্নি। শুধু চার পাঁচ দিন পাবে, ছয় তারিখ অপশনাল থাকবে। সে জন্য চাচ্ছে এই সময়টাতে যদি একটু অনুশীলন করতে পারত, তাহলে ভালো হতো। যেহেতু আমাদের যে টেকনিক্যাল কনসালট্যান্ট এখনো অনেক খেলোয়াড়কে চিনেই না, কারও খেলাও দেখিনি, কাজে তার জন্যও সুবিধা হতো বুঝতে যে, আসলে কম্বিনেশনটা কী হওয়া উচিত।’
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
৭ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
৮ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
৯ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
৯ ঘণ্টা আগে