Ajker Patrika

অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে খেই হারাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জুন ২০২৪, ০৮: ০৪
অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে খেই হারাল বাংলাদেশ

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এ পর্যন্ত কোনো ম্যাচে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে বাংলাদেশের ওপেনিং জুটি। গ্রুপ পর্বের আগের ৪ ম্যাচে ওপেনিং জুটির স্থায়িত্ব ছিল ১, ৯, ৩, ০। অ্যান্টিগায় আজ সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেও সেই ব্যর্থতা অব্যাহত থাকল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওভারের তৃতীয় বলেই ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। স্কোরে রান জমা হওয়ার আগেই ভাঙল ওপেনিং জুটি (০)।

তামিমের নামের পাশেও যোগ হলো আরেকটি ডাক। গত ম্যাচেই নেপালের বিপক্ষে ফেরেন ডাক মেরে। আজও ৩ বলে ফিরেছেন ০ রানে। সব মিলিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিমের পাঁচ ইনিংস—৩, ৯, ৩৫, ০, ০। মিচেল স্টার্কের করা প্রথম ওভারে প্রথম দুটি বলই ছিল লো ফুলটস। দ্রুত গতির দুটো বলই বেরিয়ে যায়। তৃতীয় বল স্টাম্প লাইনে ফুল লেংথে করেন স্টার্ক। কোনো কিছুই যেন করার ছিল না তামিমের। জ্বালিয়েছে স্টাম্পের লালবাতি।

তবু শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। পাওয়ার-প্লেতে ১ উইকেটে ৩৯ রান তোলে তারা। লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর ধাক্কাও সামলে ওঠে বাংলাদেশ। শুরু থেকে শান্ত স্ট্রাইকরেট বাড়িয়ে খেলার চেষ্টা করছেন। তবে লিটনের ব্যাটিংয়ের ধরন ছিল মন্থর। থিতু হয়ে বড় করতে পারেননি ইনিংসও। নবম ওভারে অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়ে ফেরেন ২৫ বলে ১৬ রান করে।

শান্ত-লিটনের জুটিতে বাংলাদেশ তোলে ৫৮ রান। দ্রুত রান তোলার জন্য প্রমোশন দিয়ে চার নম্বরে ব্যাটিংয়ে পাঠানো হয় রিশাদ হোসেনকে। ১০ম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের বলে ক্যাচ দিয়ে ফেরেন ৪ বলে ২ রানে। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৬৭ রান। ৩৯ অপরাজিত আছেন শান্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত