বিতর্ক আর সাকিব আল হাসান—এ যেন এক শব্দের দুই সমার্থক অর্থ। গতকাল দিল্লিতে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আবারও বিতর্কে জড়ান বাংলাদেশ অধিনায়ক। লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুসকে ‘টাইম আউট’ করা নিয়ে ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।
সেই বিতর্কের মাঝে আবারও সংবাদের শিরোনাম সাকিব। তবে এবার কোনো বিতর্কিত কর্মকাণ্ডের জন্য নয়। চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দেশসেরা অলরাউন্ডার। আজ নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বিসিবিও সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের চোটের বিষয়টি নিশ্চিত করেছে।
বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় এই চোট পান তিনি। বাংলাদেশের ৩ উইকেটে জয়ের ম্যাচটিতে ৬৫ বলে ৮২ রান করেন সাকিব, তার আগে বল হাতে নেন ২ উইকেট। হন ম্যাচসেরাও।
ম্যাচ শেষে সাকিবের এক্স-রে করা হয়। সাকিবের চোট নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান আইসিসিকে বলেন, ‘সাকিব ব্যাটিংয়ের সময় বাম হাতের তর্জনীতে চোট পান। ব্যথানাশক ঔষুধ ও হাতে সাপোর্টিং টেপ পেঁচিয়ে তিনি ব্যাটিং চালিয়ে যান।’
তিনি আরও বলেন, ‘দিল্লিতে তাঁর জরুরী এক্স-রে করা হয় ম্যাচ শেষে। সেখানে জানানো হয়, তাঁর আঙুলে চিড় ধরেছে। সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে। সে আজ পুনর্বাসনের জন্য বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে।’
বাংলাদেশ বিশ্বকাপে তাদের শেষ ম্যাচ খেলবে পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১১ নভেম্বর। চোটের কারণে এই ম্যাচে খেলা হবে না সাকিবের। তাঁর অবর্তমানে মাঠে দলকে নেতৃত্ব দিতে পারেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বিশ্বকাপে বাংলাদেশ ৮ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে উঠে এসেছে রাউন্ড রবিনের ৭ নম্বরে। এই স্থানে থাকতে পারলে নিশ্চিত হবে সাকিবদের আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাও।
বিতর্ক আর সাকিব আল হাসান—এ যেন এক শব্দের দুই সমার্থক অর্থ। গতকাল দিল্লিতে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আবারও বিতর্কে জড়ান বাংলাদেশ অধিনায়ক। লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুসকে ‘টাইম আউট’ করা নিয়ে ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।
সেই বিতর্কের মাঝে আবারও সংবাদের শিরোনাম সাকিব। তবে এবার কোনো বিতর্কিত কর্মকাণ্ডের জন্য নয়। চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দেশসেরা অলরাউন্ডার। আজ নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বিসিবিও সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের চোটের বিষয়টি নিশ্চিত করেছে।
বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় এই চোট পান তিনি। বাংলাদেশের ৩ উইকেটে জয়ের ম্যাচটিতে ৬৫ বলে ৮২ রান করেন সাকিব, তার আগে বল হাতে নেন ২ উইকেট। হন ম্যাচসেরাও।
ম্যাচ শেষে সাকিবের এক্স-রে করা হয়। সাকিবের চোট নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান আইসিসিকে বলেন, ‘সাকিব ব্যাটিংয়ের সময় বাম হাতের তর্জনীতে চোট পান। ব্যথানাশক ঔষুধ ও হাতে সাপোর্টিং টেপ পেঁচিয়ে তিনি ব্যাটিং চালিয়ে যান।’
তিনি আরও বলেন, ‘দিল্লিতে তাঁর জরুরী এক্স-রে করা হয় ম্যাচ শেষে। সেখানে জানানো হয়, তাঁর আঙুলে চিড় ধরেছে। সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে। সে আজ পুনর্বাসনের জন্য বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে।’
বাংলাদেশ বিশ্বকাপে তাদের শেষ ম্যাচ খেলবে পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১১ নভেম্বর। চোটের কারণে এই ম্যাচে খেলা হবে না সাকিবের। তাঁর অবর্তমানে মাঠে দলকে নেতৃত্ব দিতে পারেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বিশ্বকাপে বাংলাদেশ ৮ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে উঠে এসেছে রাউন্ড রবিনের ৭ নম্বরে। এই স্থানে থাকতে পারলে নিশ্চিত হবে সাকিবদের আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাও।
সিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
১ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
২ ঘণ্টা আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
২ ঘণ্টা আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
২ ঘণ্টা আগে