সৌরভ গাঙ্গুলির ঘরের মাঠ ইডেন গার্ডেনস। এই মাঠে ‘প্রিন্স অব কলকাতা’ কত কীর্তি না গড়েছেন! তবে গত রাতে প্রিয় স্টেডিয়ামে বসে সেখানে গড়া এক রেকর্ড হাতছাড়া হতে দেখলেন এক ইংরেজ ‘বাবু’র হাতে।
সৌরভের কিইবা করার ছিল! সেই কবেই ব্যাট-প্যাড তুলে রেখে এখন অন্য কাজে মন দিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব সামলেছেন শক্ত হাতে। কলকাতার দাদা এখন অবশ্য মাঠের কার্যক্রমে ফিরেছেন। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্বে আছেন তিনি।
আইপিএলে শুরুর দিকে সৌরভ খেলেছেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। নেতৃত্বও ছিল তাঁর কাঁধে। তবে মহারাজ এখন দিল্লিতে। সেই দিল্লির সঙ্গে কলকাতার ম্যাচ ছিল গত রাতে। সেই ম্যাচে সৌরভের দিল্লি হেরেছে ৭ উইকেটে। ১৫৪ রানের লক্ষ্য তাড়ায় কলকাতা ১৬.৩ ওভারে করে ১৫৭ রান। এর আগে দিল্লি ৯ উইকেটে করে ১৫৩ রান।
কলকাতার জয়ে দারুণ ভূমিকা রেখেছেন ফিলিপ সল্ট। ৩৩ বলে ৭ চার ও ৫ ছয়ে করেন ৬৮ রান। এই ইংরেজের হাতেই ইডেন গার্ডেনসের রাজত্ব হারালেন সৌরভ। রাজত্ব হারানোটা মাঠে বসেই দেখলেন তিনি। সল্ট ভেঙে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়কের ১৪ বছরের পুরোনো রেকর্ড। সেটিও কলকাতার হয়ে নিজের প্রথম মৌসুমে।
ইডেন গার্ডেনসে আইপিএলে এক মৌসুমে এত দিন সর্বোচ্চ রান ছিল সৌরভের। ২০১০ সংস্করণে ৭ ইনিংসের ৩৩১ রান করেছিলেন তিনি। গত রাতে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হওয়ার আগে ৬৮ রানের ইনিংস খেলে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন সল্ট। কলকাতার হয়ে এবারই প্রথম খেলতে আসা ২৭ বছর বয়সী ইংলিশ ব্যাটার এই মাঠে ৬ ইনিংসে করে ফেলেছেন ৩৪৪ রান।
ইডেনে আইপিএলের এক সংস্করণে তৃতীয় সর্বোচ্চ রান আন্দ্রে রাসেলের। ১০ বছর ধরে কলকাতার হয়ে খেলা এই ক্যারিবীয় তারকা ২০১৯ সালে ৭ ইনিংসে করেন ৩১১ রান। ২০১৮ সংস্করণে ৯ ইনিংসে ক্রিস লিন করেন ৩০৩ রান।
সৌরভ গাঙ্গুলির ঘরের মাঠ ইডেন গার্ডেনস। এই মাঠে ‘প্রিন্স অব কলকাতা’ কত কীর্তি না গড়েছেন! তবে গত রাতে প্রিয় স্টেডিয়ামে বসে সেখানে গড়া এক রেকর্ড হাতছাড়া হতে দেখলেন এক ইংরেজ ‘বাবু’র হাতে।
সৌরভের কিইবা করার ছিল! সেই কবেই ব্যাট-প্যাড তুলে রেখে এখন অন্য কাজে মন দিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব সামলেছেন শক্ত হাতে। কলকাতার দাদা এখন অবশ্য মাঠের কার্যক্রমে ফিরেছেন। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্বে আছেন তিনি।
আইপিএলে শুরুর দিকে সৌরভ খেলেছেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। নেতৃত্বও ছিল তাঁর কাঁধে। তবে মহারাজ এখন দিল্লিতে। সেই দিল্লির সঙ্গে কলকাতার ম্যাচ ছিল গত রাতে। সেই ম্যাচে সৌরভের দিল্লি হেরেছে ৭ উইকেটে। ১৫৪ রানের লক্ষ্য তাড়ায় কলকাতা ১৬.৩ ওভারে করে ১৫৭ রান। এর আগে দিল্লি ৯ উইকেটে করে ১৫৩ রান।
কলকাতার জয়ে দারুণ ভূমিকা রেখেছেন ফিলিপ সল্ট। ৩৩ বলে ৭ চার ও ৫ ছয়ে করেন ৬৮ রান। এই ইংরেজের হাতেই ইডেন গার্ডেনসের রাজত্ব হারালেন সৌরভ। রাজত্ব হারানোটা মাঠে বসেই দেখলেন তিনি। সল্ট ভেঙে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়কের ১৪ বছরের পুরোনো রেকর্ড। সেটিও কলকাতার হয়ে নিজের প্রথম মৌসুমে।
ইডেন গার্ডেনসে আইপিএলে এক মৌসুমে এত দিন সর্বোচ্চ রান ছিল সৌরভের। ২০১০ সংস্করণে ৭ ইনিংসের ৩৩১ রান করেছিলেন তিনি। গত রাতে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হওয়ার আগে ৬৮ রানের ইনিংস খেলে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন সল্ট। কলকাতার হয়ে এবারই প্রথম খেলতে আসা ২৭ বছর বয়সী ইংলিশ ব্যাটার এই মাঠে ৬ ইনিংসে করে ফেলেছেন ৩৪৪ রান।
ইডেনে আইপিএলের এক সংস্করণে তৃতীয় সর্বোচ্চ রান আন্দ্রে রাসেলের। ১০ বছর ধরে কলকাতার হয়ে খেলা এই ক্যারিবীয় তারকা ২০১৯ সালে ৭ ইনিংসে করেন ৩১১ রান। ২০১৮ সংস্করণে ৯ ইনিংসে ক্রিস লিন করেন ৩০৩ রান।
মোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১৭ মিনিট আগেএশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে আছে পাকিস্তান। অলিখিত সেমিফাইনালে বাংলাদেশকে হারাতে পারলেই ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে তারা। এরপরও পাকিস্তানের টপ অর্ডার ব্যাটারদের খারাপ ফর্ম ভাবাচ্ছে ভক্তদের। তাতেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের দলে ফেরার গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে।
১ ঘণ্টা আগেপাজরের বাঁ পাশের চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। আজ পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালেও তাঁকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। তিনি না থাকায় নেতৃত্বের ভার যথারীতি জাকের আলীর কাঁধে। গতকাল ভারতের কাছে ৪১ রানে হারের পর জাকের বলেছিলেন লিটনকে নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী তফসিল অনুযায়ী আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিসিবি কার্যালয়ে নির্বাচন কমিশনার খসড়া ভোটার তালিকার ওপর জমা পড়া প্রায় ৩০টি আপত্তির শুনানি করেছেন। যার একটিতে হাজির হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
৩ ঘণ্টা আগে