Ajker Patrika

শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

প্রথম ম্যাচে বড় হার, দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয়ে সিরিজ সমতায় ফিরেছিল বাংলাদেশ ইমার্জিং দল। তবে শেষ পর্যন্ত সিরিজ জয় আর সম্ভব হয়নি। ডাম্বুলায় আজ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে  শ্রীলঙ্কা ইমার্জিং দলের কাছে ৫ উইকেটে হেরেছে পারভেজ হোসেন ইমনের দল। 

বাংলাদেশের দেওয়া ২২৪ রানের লক্ষ্য ৩১.২ ওভারেই তাড়া করেছে শ্রীলঙ্কা। এলবিডব্লিউর ফাঁদে শ্রীলঙ্কার স্কোরে কোনো রান জমা হওয়ার আগেই ওপেনার সোহান ডি লিভেরাকে ফেরান পেসার রিপন মণ্ডল। এরপরই ম্যাচের ভাগ্য ভাগিয়ে নেয় লঙ্কানরা। দ্বিতীয় উইকেটে শেভন ড্যানিয়েল ও পবন রত্নায়েকের ৮১ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে স্বাগতিকেরা। ১০ম ওভারে ড্যানিয়েলকেও (২৭) ফেরান রিপন। 

তৃতীয় উইকেটে রত্নায়েক ও নভোদ পারানাভিতানার ১১৩ রানের জুটিতে সহজ জয় পায় শ্রীলঙ্কা। ৫৬ বলে ৮৫ রানের অসাধারণ এক ঝোড়ো ইনিংস খেলেছেন রত্নায়েক। ৪৭ রান আসে পারানাভিতানার ব্যাট থেকে। বাংলাদেশের পেসার রিপন শিকার ৩ উইকেট। 

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫৭ রানের ওপেনিং জুটিতে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। দুই ওপেনার—ইমন ৩২ ও প্রীতম কুমার ৩৫ রানে ফিরেছেন। এরপর শাহাদাত হোসেন ৭৯ ও মাহমুদুল হাসান জয় করেছিলেন ৩৭ রান। এ ছাড়া বাকি ব্যাটাররা ভালো অবদান রাখতে ব্যর্থ হয়েছেন। ফলে ৪৭ ওভারে ২২৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত