Ajker Patrika

নিয়ম ভালোভাবে না বুঝে প্রতিবাদ করেছিলেন সাকিব

নিয়ম ভালোভাবে না বুঝে প্রতিবাদ করেছিলেন সাকিব

লিগ পর্বে তৃতীয় হয়ে কানাডা লিগের প্লে অফে উঠেছিল সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স মিসিসাউগা। ব্রাম্পটনের সিএএ সেন্টার মাঠে শুক্রবার টরন্টো ন্যাশনালস ও  বিপক্ষে এলিমিনেটর ম্যাচ ছিল দলটির। কিন্তু মুষলধারে বৃষ্টিতে ক্রিকেটারদের খেলোয়াড়দের দীর্ঘ সময় ড্রেসিংরুমেই বসে থাকতে হয়। বৃষ্টি যখন থামে, তখন খেলা শুরুর সর্বশেষ সময় (কাট–অফ টাইম) খুব বেশি ছিল না।টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী তাই ম্যাচ কর্মকর্তারা (আম্পায়ার ও রেফারি) শুধু সুপার ওভার আয়োজনের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি তাঁরা দুই দলকেই জানাতে যাবেন, এমন সময়ই সাকিব খেলতে অস্বীকৃতি জানান। প্রতিবাদ হিসেবে টস করতেও যাননি। ফলে ম্যাচ বাতিল ঘোষণা করে পয়েন্ট তালিকার চারে থাকা টরন্টো ন্যাশনালসকে দ্বিতীয় কোয়ালিফায়ারে তুলে দেওয়া হয়। সাকিব-শরীফুল ইসলামদের বাংলা টাইগার্স এলিমিনেটরে বাদ পড়ে যায় ম্যাচ মাঠে গড়ানোর আগেই।  ক্রিকইনফো গতকাল রাতে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

এভাবে টুর্নামেন্ট থেকে বাদ পড়া মানতে পারছেন না বাংলা টাইগার্সের মালিক সত্ত্বাধিকারী জাফির ইয়াসিন। ইয়াসিন যুক্তি দেখিয়েছেন যে বিজয়ী দল নির্ধারণে সুপার ওভার নয়।কমপক্ষে ৫ থেকে ১০ ওভারের ম্যাচ হওয়া উচিত ছিল। গ্লোবাল টি-টোয়েন্টির প্রধান নির্বাহী জয় ভট্টাচার্য দাবি করছেন, টুর্নামেন্টের নিয়ম মেনেই সিদ্ধান্তটা ম্যাচ অফিশিয়ালরা নিয়েছেন। ক্রিকইনফোকে জয় বলেছেন, ‘আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যেকোনো ভাব এই ম্যাচে (এলিমিনেটরে) যেন ফল আনা যায়। কারণ এক ওভারের শুট আউট (সুপার ওভার) হারলে সেটা যেকোনো দলের জন্যই হৃদয় ভঙ্গের কারণ হতো। এই সিদ্ধান্ত টুর্নামেন্টের নিয়মেরই অংশ।’

ব্রাম্পটনের সিএএ সেন্টারে দ্বিতীয় কোয়ালিফায়ারে পরশু রাতে ব্রাম্পটন উলভসকে হারিয়ে ফাইনালে ওঠে টরন্টো ন্যাশনালস। একই মাঠে গত রাতে ফাইনালে টরন্টো খেলেছে মন্ট্রিয়ল টাইগার্সের বিপক্ষে। সাকিবের সাবেক দল মন্ট্রিয়লকে ৮ উইকেটে হারিয়ে এবার শিরোপা জিতেছে টরন্টো। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে মন্ট্রিয়ল ২০ ওভারে করেছে ৯ উইকেটে ৯৬ রান। রান তাড়া করতে নেমে ১৫ ওভারে ২ উইকেটে ৯৭ রান করে টরন্টো। সাকিব গতবার কানাডা লিগে মন্ট্রিয়লে খেলেছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত