Ajker Patrika

শ্রীলঙ্কা দলে কনকাশন বদলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ১৭ মে ২০২২, ১৩: ১১
শ্রীলঙ্কা দলে কনকাশন বদলি

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে কনকাশন বদলি নিয়েছে শ্রীলঙ্কা। গতকাল শরীফুল ইসলামের বাউন্সারে আহত হওয়া বিশ্ব ফার্নান্দোর জায়গায় আজ দলে নেওয়া হয়েছে কাসুন রাজিথাকে। বাঁহাতি পেসারের পরিবর্তে দলে নেওয়া হয়েছে ডানহাতি পেসারকে। 

বিশ্ব মাথায় আঘাত পিয়েছিলেন শ্রীলঙ্কার ইনিংসের ১৪০তম ওভারের চতুর্থ বলে। শরীফুলের ডেলিভারিতে মাথা নিচু করে ফেলার পরও (ডাক করার পরও) বল ফার্নান্দোর হেলমেটে লাগে। ওই আঘাতের পর আরও ৪ ওভার খেলেন বিশ্ব। তখন সমস্যা মনে না হলেও চা-বিরতির পর আর মাঠে নামেননি তিনি। পরে শেষ ব্যাটার হিসেবে গতকাল ব্যাটিং করেছেন তিনি। 

সুস্থ বোধ করায় কাল বিকেলে বাংলাদেশের ইনিংসে ৪ ওভার বোলিং করেন বিশ্ব। আজ তৃতীয় দিনের দ্বিতীয় ওভারে আক্রমণে এসেও ৪ ওভারের স্পেল করেন। 

কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির আগে তাঁকে মেডিকেল প্রোটোকল মেনে পাঠানো হয় হাসপাতালে। সাধারণ চেকআপের মাধ্যমে বিপদমুক্ত কি না, তা নিশ্চিত করা হয়। বিশ্ব হাসপাতালে ছোটায় তাঁর কনকাশন বদলি হিসেবে নেওয়া হয় রাজিথাকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত