নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এ জিম্বাবুয়ের বিপক্ষেই গত বছর মার্চে লিটন দাস খেলেছিলেন ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৭৬ রান। এরপর খেলা আটটি ওয়ানডে ইনিংসের কোনোটিই ফিফটি পেরোয়নি। সাদা বলের ক্রিকেটে ছন্দ হারিয়ে ফেলা লিটন নিজেকে ফিরে পেতে সেই জিম্বাবুয়েকেই বেছে নিলেন। ৮ ম্যাচে ১০১ করা লিটন এক ম্যাচেই করলেন ১০২।
আজ হারারেতে তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতেই ব্যাটিং বিপর্যয় কাটিয়ে লড়াইয়ের স্কোর গড়ছে বাংলাদেশ। ৫০ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ২৭৬। হারারে টেস্টের মতো আজও সেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন তীব্র চাপে, তখনই দলকে উদ্ধার করতে এগিয়ে এসেছেন লিটন আর মাহমুদউল্লাহ। টেস্টের মতো ওয়ানডেতেও দলে বিপদের সময় এই দুজনের ব্যাটে উদ্ধার হয় বাংলাদেশ। ওয়ানডেতে নিজের চতুর্থ ফিফটি তুলে নেন লিটন। পঞ্চম উইকেট জুটিতে দুজন যোগ করেন ৯৩ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ৩৩ রান করে জঙ্গুয়ের বলে আউট হলে ভাঙে এ জুটি।
তবে এক প্রান্তে আগলে রেখে এগিয়ে যান লিটন। নিজের চতুর্থ ওয়ানডে ফিটটিকে চতুর্থ ওয়ানডে সেঞ্চুরিতে পরিণত করতে লিটন খেলেছেন ১১০ বলে। ব্যাটিং বিপর্যয় সামলাতে শুরুতে ধীরলয়েই এগিয়েছেন লিটন। প্রথম বাউন্ডারি পেতে লেগেছে ৩৭ বল। স্ট্রোক প্লে খেলে অভ্যস্ত লিটনের স্ট্রাইকরেট এ সময় ৫০–এর নিচে নেমে আসে। বাউন্ডারির চেয়ে লিটন চেয়েছেন প্রান্ত বদল করেই রানের চাকা সচল রাখতে। ৪৭ রানই তাঁর এসেছে সিঙ্গেলে। তবে থিতু হয়ে যাওয়ার পর স্ট্রাইকরেট বাড়তে শুরু করে লিটনের। পুরো ইনিংসে ৮টা বাউন্ডারি মারা লিটনের স্ট্রাইকরেট শেষ পর্যন্ত ৯০–এর কাছাকাছি। লিটনের ১০২ রানের ঝকঝকে ইনিংসটা শেষ হয়েছে এনগারাভার শর্ট বলটা ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে পুল করতে গিয়ে বদলি ফিল্ডার ওয়েলিংটন মাসাকাদজার হাতে ক্যাচ হয়ে।
লিটনের দুর্দান্ত ইনিংসের আগে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চাপে ছিল বাংলাদেশ। ৭৪ রানের মধ্যে বাংলাদেশ হারিয়েছে তামিম (০), সাকিব (১৯), মিঠুন (১৯) ও মোসাদ্দেককে (৫)। এরপর পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে লিটনের ৯৩ রানের জুটি বাংলাদেশকে চাপমুক্ত করে। মাহমুদউল্লাহ ৩৩ রান করে আউট হন। আফিফ হোসেন আর মেহেদী হাসান মিরাজ সপ্তম উইকেট জুটিতে আরও ৫৮ রান যোগ করেন। আফিফ ৩৫ বলে ৪৫ ও মিরাজ ২৬ রান করে আউট হন। এতেই ৯ উইকেটে ২৭৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
এ জিম্বাবুয়ের বিপক্ষেই গত বছর মার্চে লিটন দাস খেলেছিলেন ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৭৬ রান। এরপর খেলা আটটি ওয়ানডে ইনিংসের কোনোটিই ফিফটি পেরোয়নি। সাদা বলের ক্রিকেটে ছন্দ হারিয়ে ফেলা লিটন নিজেকে ফিরে পেতে সেই জিম্বাবুয়েকেই বেছে নিলেন। ৮ ম্যাচে ১০১ করা লিটন এক ম্যাচেই করলেন ১০২।
আজ হারারেতে তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতেই ব্যাটিং বিপর্যয় কাটিয়ে লড়াইয়ের স্কোর গড়ছে বাংলাদেশ। ৫০ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ২৭৬। হারারে টেস্টের মতো আজও সেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন তীব্র চাপে, তখনই দলকে উদ্ধার করতে এগিয়ে এসেছেন লিটন আর মাহমুদউল্লাহ। টেস্টের মতো ওয়ানডেতেও দলে বিপদের সময় এই দুজনের ব্যাটে উদ্ধার হয় বাংলাদেশ। ওয়ানডেতে নিজের চতুর্থ ফিফটি তুলে নেন লিটন। পঞ্চম উইকেট জুটিতে দুজন যোগ করেন ৯৩ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ৩৩ রান করে জঙ্গুয়ের বলে আউট হলে ভাঙে এ জুটি।
তবে এক প্রান্তে আগলে রেখে এগিয়ে যান লিটন। নিজের চতুর্থ ওয়ানডে ফিটটিকে চতুর্থ ওয়ানডে সেঞ্চুরিতে পরিণত করতে লিটন খেলেছেন ১১০ বলে। ব্যাটিং বিপর্যয় সামলাতে শুরুতে ধীরলয়েই এগিয়েছেন লিটন। প্রথম বাউন্ডারি পেতে লেগেছে ৩৭ বল। স্ট্রোক প্লে খেলে অভ্যস্ত লিটনের স্ট্রাইকরেট এ সময় ৫০–এর নিচে নেমে আসে। বাউন্ডারির চেয়ে লিটন চেয়েছেন প্রান্ত বদল করেই রানের চাকা সচল রাখতে। ৪৭ রানই তাঁর এসেছে সিঙ্গেলে। তবে থিতু হয়ে যাওয়ার পর স্ট্রাইকরেট বাড়তে শুরু করে লিটনের। পুরো ইনিংসে ৮টা বাউন্ডারি মারা লিটনের স্ট্রাইকরেট শেষ পর্যন্ত ৯০–এর কাছাকাছি। লিটনের ১০২ রানের ঝকঝকে ইনিংসটা শেষ হয়েছে এনগারাভার শর্ট বলটা ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে পুল করতে গিয়ে বদলি ফিল্ডার ওয়েলিংটন মাসাকাদজার হাতে ক্যাচ হয়ে।
লিটনের দুর্দান্ত ইনিংসের আগে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চাপে ছিল বাংলাদেশ। ৭৪ রানের মধ্যে বাংলাদেশ হারিয়েছে তামিম (০), সাকিব (১৯), মিঠুন (১৯) ও মোসাদ্দেককে (৫)। এরপর পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে লিটনের ৯৩ রানের জুটি বাংলাদেশকে চাপমুক্ত করে। মাহমুদউল্লাহ ৩৩ রান করে আউট হন। আফিফ হোসেন আর মেহেদী হাসান মিরাজ সপ্তম উইকেট জুটিতে আরও ৫৮ রান যোগ করেন। আফিফ ৩৫ বলে ৪৫ ও মিরাজ ২৬ রান করে আউট হন। এতেই ৯ উইকেটে ২৭৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৬ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
৭ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
৯ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১০ ঘণ্টা আগে