Ajker Patrika

দ্রুত ম্যাচ শেষ করতে গিয়েই ১৫ বলে ফিফটি ইমনের

ক্রীড়া ডেস্ক    
পারভেজ হোসেন ইমন। ছবি: বিসিবি
পারভেজ হোসেন ইমন। ছবি: বিসিবি

ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন পারভেজ হোসেন ইমন। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ছন্দে ছিলেন এই ওপেনার। চলতি মৌসুমেও চলছে ইমনের দাপুটে ব্যাটিং। আবাহনীর হয়ে ৯ ম্যাচে এরই মধ্যে করেছেন ৪৭৪ রান। স্ট্রাইকরেটও ১০০ ছুঁই ছুঁই। দুই সেঞ্চুরির সঙ্গে করেছেন তিন ফিফটি।

সেরা রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে আছেন ইমন। গত পরশু শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তিনি। ৮৮ রানে শাইনপুকুরকে গুঁড়িয়ে দেয় আবাহনী। ৮৯ রানের লক্ষ্য ৪০ বলের মধ্যে জিতে যায় তারা। দলকে দ্রুত জেতাতে মূল ভূমিকা রেখেছিলেন তিনি পারভেজ। ২৩ বলে ৬ ছক্কা ও ৪টি চারে ৬৩ রান করেছেন তিনি। ১৫ বলে করেছিলেন ডিপিএলের ইতিহাসে দ্রুততম ফিফটি।

গত পরশু শাইনপুকুর-আবাহনীর ম্যাচ হয়েছিল সাভারের বিকেএসপিতে। আজ মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে এসেছিলেন ইমন। সংবাদমাধ্যমকে জানালেন এমন আক্রমণাত্মক ব্যাটিংয়ের গল্প, ‘ইনিংসটায় লক্ষ্য কম ছিল তাই চেষ্টা করেছি যত তাড়াতাড়ি শেষ করা যায়। আমরা যেহেতু চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে আছি, আমাদের একটা রানরেটের ব্যাপার আছে। মাথায় ওটাই ছিল দ্রুত শেষ করা যায়।’

ধীর গতিতে কিংবা আগ্রাসী নয়, ইমন বললেন পরিস্থিতি অনুযায়ী খেলেন তিনি, ‘দ্রুত গতির খেলার পরিকল্পনা থাকে না। আমি আসলে পরিস্থিতি অনুযায়ী খেলি। যেদিন যেটা ডিমান্ড করে সেরকম খেলি। রোববার যেমন স্ট্রাইকরেট ছিল প্রতিদিন এমন থাকে না। আমার ৯০ থাকে, ৯৫ থাকে। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করি।’

ঘরোয়া ক্রিকেটে উজ্জ্বল পারফরম্যান্স করলেও আন্তর্জাতিক ম্যাচে ইমনরা দেখেন ভিন্ন বাস্তবতা। সে প্রসঙ্গে ইমন বললেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট ভিন্ন, সেখানে অনেক কঠিন পরিস্থিতি সামলাতে হয়। ভালো ভালো বোলাররা থাকে। আমরা চেষ্টা করছি ওখানেও কীভাবে দাপট দেখানো যায়। আমাদের চিন্তাভাবনা থাকে ওখানেও কীভাবে আধিপত্য করা যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত