ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। ফাইনাল হয়েছে সেখানে। ৮ দলের অংশগ্রহণে ১৫ ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে ভারতেরই দাপট বেশি।
১১ জনের দলে ভারতীয় ক্রিকেটার রয়েছেন ৫ জন। বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী অনায়াসেই জায়গা করে নেন সেরা একাদশে। এর মধ্যে বরুণ কেবল তিন ম্যাচ খেলেন। তবে সেই তিন ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেন এই রহস্য স্পিনার।
দুই সেঞ্চুরিসহ ২৬৩ রান করে টুর্নামেন্ট-সেরা হওয়া রাচিন রবীন্দ্রর সঙ্গে ওপেনিংয়ে রাখা হয়েছে আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকে। তাঁর রেকর্ড গড়া ১৭৭ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডকে হারায় আফগানরা। সেই ম্যাচে ৫ উইকেট নেওয়া আরেক নায়ক আজমতউল্লাহ ওমরজাইও জায়গা করে নিয়েছেন সেরা একাদশে।
ফাইনালে ৭৬ রানের ইনিংস খেলে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেও টুর্নামেন্ট সেরা একাদশে জায়গা পাননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে ৯ উইকেট নিয়ে ঠিকই আছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। সেরা একাদশে নেতৃত্বের ভারও তাঁকে দেওয়া হয়েছে। এছাড়া সর্বোচ্চ ১০ উইকেট নেওয়া ম্যাট হেনরির পেস জুটি হিসেবে রাখা হয়েছে ভারতের মোহাম্মদ শামি।
একাদশে স্বাভাবিকভাবেই জায়গা পাননি বাংলাদেশের কেউ। তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়েই দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল।
চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশ: রাচিন রবীন্দ্র, ইব্রাহিম জাদরান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, গ্লেন ফিলিপস, আজমতউল্লাহ ওমরজাই, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মোহাম্মদ শামি, ম্যাট হেনরি, বরুণ চক্রবর্তী। দ্বাদশ খেলোয়াড়: অক্ষর প্যাটেল।
নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। ফাইনাল হয়েছে সেখানে। ৮ দলের অংশগ্রহণে ১৫ ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে ভারতেরই দাপট বেশি।
১১ জনের দলে ভারতীয় ক্রিকেটার রয়েছেন ৫ জন। বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী অনায়াসেই জায়গা করে নেন সেরা একাদশে। এর মধ্যে বরুণ কেবল তিন ম্যাচ খেলেন। তবে সেই তিন ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেন এই রহস্য স্পিনার।
দুই সেঞ্চুরিসহ ২৬৩ রান করে টুর্নামেন্ট-সেরা হওয়া রাচিন রবীন্দ্রর সঙ্গে ওপেনিংয়ে রাখা হয়েছে আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকে। তাঁর রেকর্ড গড়া ১৭৭ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডকে হারায় আফগানরা। সেই ম্যাচে ৫ উইকেট নেওয়া আরেক নায়ক আজমতউল্লাহ ওমরজাইও জায়গা করে নিয়েছেন সেরা একাদশে।
ফাইনালে ৭৬ রানের ইনিংস খেলে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেও টুর্নামেন্ট সেরা একাদশে জায়গা পাননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে ৯ উইকেট নিয়ে ঠিকই আছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। সেরা একাদশে নেতৃত্বের ভারও তাঁকে দেওয়া হয়েছে। এছাড়া সর্বোচ্চ ১০ উইকেট নেওয়া ম্যাট হেনরির পেস জুটি হিসেবে রাখা হয়েছে ভারতের মোহাম্মদ শামি।
একাদশে স্বাভাবিকভাবেই জায়গা পাননি বাংলাদেশের কেউ। তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়েই দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল।
চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশ: রাচিন রবীন্দ্র, ইব্রাহিম জাদরান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, গ্লেন ফিলিপস, আজমতউল্লাহ ওমরজাই, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মোহাম্মদ শামি, ম্যাট হেনরি, বরুণ চক্রবর্তী। দ্বাদশ খেলোয়াড়: অক্ষর প্যাটেল।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২৭ মিনিট আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৩ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৩ ঘণ্টা আগে