Ajker Patrika

লিটনের চিন্তা দূর করলেন তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোহামেডান দলের অধিনায়ক তামিম ইকবাল দল কিনেছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। ছবি: আজকের পত্রিকা
মোহামেডান দলের অধিনায়ক তামিম ইকবাল দল কিনেছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। ছবি: আজকের পত্রিকা

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।

বর্তমান পরিস্থিতিতে সংগঠক পর্যায়ে পরিবর্তন আসায় ডিপিএলের অনেক ক্লাবের বাজেট কমেছে। তাতে ক্রিকেটারদের পারিশ্রমিকও কমিয়ে দেওয়া হয়েছে প্রায় অর্ধেক। সরাসরি চুক্তিতে দলবদলের নিয়মে লিটন নিজের পারিশ্রমিক ৫০ লাখ টাকা চাইলেও সেই মূল্যে তাঁকে কিনতে কোনো দল আগ্রহ দেখায়নি। টোকেন তোলার পরও তাঁর দলবদল ঝুলে ছিল। তামিমের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব লিটনকে নেওয়ায় প্রথমবার অংশ নিতে যাওয়া দলটি আরও শক্তিশালী হলো। মিরপুরে আজ দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লিটন দাস দল পেয়েছে। সে গুলশান ক্রিকেট ক্লাবে খেলবে। তবে মোস্তাফিজের ব্যাপারে এখনো কিছু জানি না। এটা খুবই দুঃখজনক ঘটনা।’

ডিপিএলে তামিম নিজে খেলবেন ঐতিহ্যবাহী মোহামেডানের হয়ে। তবে গুলশান ক্রিকেট ক্লাবের মালিকানার সঙ্গে তার সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। এতে স্বার্থের সংঘাত থাকতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘দলের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। তবে খেলার সময় আমি এটাকে নিজের দল মনে করি না। আমি শুধু দলটিকে স্পন্সর এনে দিয়েছি, যাতে দলটি অংশ নিতে পারে। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে মাঠে আমি এটিকে প্রতিপক্ষ হিসেবেই দেখি।’

মোহামেডানের পাশাপাশি গুলশান—একই সঙ্গে দুই ক্লাবের সঙ্গে নাম থাকাকে স্বার্থের সংঘাত হিসেবে না ভেবে ভিন্নভাবে ভাবতে বলেছেন তামিম। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘এটাকে নেতিবাচকভাবে না দেখে এভাবে ভাবুন—আমি যদি এগিয়ে না আসতাম, তাহলে ১৫–২০ জন ক্রিকেটার দলই পেত না। এটাকে আমি ক্রিকেটের উন্নতির জন্যই করেছি। দল গঠনের ক্ষেত্রে আমার কোনো ভূমিকা ছিল না। কোচ ও দল আগেই ঠিক করা ছিল। কেবল লিটনের ব্যাপারটি আমি দেখেছি।’

লিটনের দলবদলের বিষয়টি নিশ্চিত হলেও জাতীয় দলের পেসার মোস্তাফিজের দল পাওয়া নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। তামিমও স্বীকার করেছেন যে, মোস্তাফিজের পরিস্থিতি তাঁকে (তামিম) ভাবাচ্ছে। তবে শেষ মুহূর্তে যেকোনো সমাধান আসতে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত