ক্রীড়া ডেস্ক
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসের পর খেলার শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করেছেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটার, ম্যাচ অফিশিয়াল, সাংবাদিক ও গ্যালারির দর্শকেরা। সেই সঙ্গে দুই দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও ম্যাচ অফিশিয়ালরা কালো বাহুবন্ধনী পরেছেন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টোয়েন্টিতে জাতীয় সংগীত বাজানো হয়নি। টসের সময় বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস বলেছেন, ‘আমরা সবাই জানি, যা ঘটেছে, সেটা আমাদের কারও জন্যই সহজ ছিল না। এটি মেনে নেওয়া কঠিন। আজ আমরা ভারাক্রান্ত হৃদয়ে খেলছি। আমি নিজেও একজন বাবা, সেই অনুভূতিটা বুঝি। নিশ্চিতভাবেই যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা খুব কষ্টে আছেন। এই মুহূর্তে আমরা শুধু দোয়াই করতে পারি তাঁদের জন্য।’
এরই মধ্যে বিসিবিসহ বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটারদের অনেকেই এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ দল। আজ মিরপুরে দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের দারুণ সুযোগ স্বাগতিকদের সামনে। লিটনরা যদি জিততে পারেন আজ, তাহলে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবেন তাঁরা। বিপরীতে সিরিজ বাঁচানোর লড়াই পাকিস্তানের।
বাংলাদেশ একাদশে এনেছে দুটি পরিবর্তন। পেসার তাসকিন আহমেদ ও ওপেনার তানজিদ হাসান তামিমকে রাখা হয়নি এই ম্যাচে। তাসকিনের জায়গায় ফিরেছেন শরীফুল ইসলাম। ওপেনার তামিমের জায়গা নেওয়া হয়েছে নাঈম শেখকে। পাকিস্তানের হয়ে অভিষেক হচ্ছে পেসার আহমেদ দানিয়েলের। বাদ পড়েছেন লেগ স্পিনার আবরার আহমেদ।
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসের পর খেলার শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করেছেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটার, ম্যাচ অফিশিয়াল, সাংবাদিক ও গ্যালারির দর্শকেরা। সেই সঙ্গে দুই দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও ম্যাচ অফিশিয়ালরা কালো বাহুবন্ধনী পরেছেন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টোয়েন্টিতে জাতীয় সংগীত বাজানো হয়নি। টসের সময় বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস বলেছেন, ‘আমরা সবাই জানি, যা ঘটেছে, সেটা আমাদের কারও জন্যই সহজ ছিল না। এটি মেনে নেওয়া কঠিন। আজ আমরা ভারাক্রান্ত হৃদয়ে খেলছি। আমি নিজেও একজন বাবা, সেই অনুভূতিটা বুঝি। নিশ্চিতভাবেই যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা খুব কষ্টে আছেন। এই মুহূর্তে আমরা শুধু দোয়াই করতে পারি তাঁদের জন্য।’
এরই মধ্যে বিসিবিসহ বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটারদের অনেকেই এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ দল। আজ মিরপুরে দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের দারুণ সুযোগ স্বাগতিকদের সামনে। লিটনরা যদি জিততে পারেন আজ, তাহলে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবেন তাঁরা। বিপরীতে সিরিজ বাঁচানোর লড়াই পাকিস্তানের।
বাংলাদেশ একাদশে এনেছে দুটি পরিবর্তন। পেসার তাসকিন আহমেদ ও ওপেনার তানজিদ হাসান তামিমকে রাখা হয়নি এই ম্যাচে। তাসকিনের জায়গায় ফিরেছেন শরীফুল ইসলাম। ওপেনার তামিমের জায়গা নেওয়া হয়েছে নাঈম শেখকে। পাকিস্তানের হয়ে অভিষেক হচ্ছে পেসার আহমেদ দানিয়েলের। বাদ পড়েছেন লেগ স্পিনার আবরার আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে কদিন ছুটি কাটাতে গেছেন মেলবোর্নে। ছুটি শেষে ১৮ আগস্ট ঢাকায় ফিরে আসার কথা তাঁর। এরপর শুরু সভাপতি হিসেবে বুলবুলের সংক্ষিপ্ত মেয়াদের বাকি অংশ।
১৮ মিনিট আগেফ্লোরিডার লডারহিলে গতকাল জেসন হোল্ডারের শেষ বলের বাউন্ডারিতে ওয়েস্ট ইন্ডিজ টানা ৯ হারের পর জয়ের দেখা পেয়েছিল। তাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আশা তৈরি হয়েছিল উইন্ডিজের। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ফের যখন মাঠে নামল উইন্ডিজ, এবার তারা মাঠ ছাড়ল হারের হতাশা নিয়েই।
৪৪ মিনিট আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর হিসেবে গামিনি ডি সিলভাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। মিরপুরের উইকেটকে ‘মাইনফিল্ডে পরিণত করে বাংলাদেশ দল শক্তিশালী দলের বিপক্ষে মাঝে মধ্যে সাফল্য পেলেও তাতে যতটা না প্রশংসা, তার চেয়ে বেশি নিন্দিত-সমালোচিত হয়েছেন গামিনি।
১ ঘণ্টা আগেকোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল যাত্রা শুরু করেছেন গত বছর। তবে এনসিএল বা জাতীয় লিগের কোচ হলেন প্রথমবার। সেপ্টেম্বরে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে বরিশালের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি।
১ ঘণ্টা আগে