Ajker Patrika

রোহিতকে ‘মোটা’ বলায় খেপেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২১: ১২
দুবাইয়ে আজ সেমিফাইনালে ২৯ বলে ২৮ রান করেছেন রোহিত শর্মা। ছবি: এএফপি
দুবাইয়ে আজ সেমিফাইনালে ২৯ বলে ২৮ রান করেছেন রোহিত শর্মা। ছবি: এএফপি

ফর্ম যেমনই হোক, রোহিত শর্মার অধিনায়কত্বে ভারত রীতিমতো উড়ছে। এশিয়ার দলটি জিতেছে টানা ৬ ওয়ানডে। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। এমন পরিস্থিতিতে তাঁকে মোটা বলে বিদ্রুপ করেছেন কংগ্রেসের এক নেতা। তাঁর এই কথার প্রতিবাদ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

রোহিতকে মোটা বলেছেন কংগ্রেস নেত্রী শামা মোহামেদ। তুমুল সমালোচনার মুখে সেই পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছেন। কিন্তু ততক্ষণে শামার কথা ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে গতকাল বিসিসিআই সচিব বলেন, ‘দল যখন আইসিসি টুর্নামেন্ট খেলছে, তখন এমন দায়িত্ববান ব্যক্তির কাছ থেকে এমন তুচ্ছ কথা মানা যায় না। এটা দল কিংবা কোনো ক্রিকেটারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সবাই নিজেদের সেরাটা দিচ্ছে। ফলও তো দেখা যাচ্ছে।’

রোহিতের ফিটনেস নিয়ে মূলত প্রশ্ন তুলেছিলেন শামা। কংগ্রেস নেত্রীর মতে ভারতের অধিনায়ক হওয়ার যোগ্যতা নেই রোহিতের। কংগ্রেস নেত্রীর ডিলিট করা পোস্টে লেখা ছিল, ‘রোহিত শর্মা মোটা খেলোয়াড়। তার ওজন কমানো দরকার। ভারতের ইতিহাসে সবচেয়ে বাজে অধিনায়ক। ভারতের অধিনায়ক হওয়া তাঁর কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার।’

রোহিতকে উদ্দেশ্য করে দেওয়া শামার বক্তব্য মেনে নিতে পারেননি দিলিপ দোশি। পিটিআই ভিডিওসকে দিলিপ বলেন, ‘মানুষ তার মতামত দেবে। তবে কখনো কখনো তাদের কথা শুনতে খারাপ লাগতে পারে। মানুষকে তাদের মতামত জানাতে দিন। রোহিত দেখতে আধুনিক, ক্লাসিকাল ক্রিকেটার মনে হয় না। তবে রোহিত অনেক প্রতিভাবান এবং অনেক ফিট। রোহিত কি ক্রিকেটীয় দিক থেকে ফিট? আমি বলব হ্যাঁ।’

দুবাইয়ে আজ প্রথম সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়েছে। স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি করেন ৭৩ ও ৬১ রান। রান তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ২২ ওভারে ২ উইকেটে ১১০ রান করেছে। বিরাট কোহলি ব্যাটিং করছেন ৩৮ রানে। শ্রেয়াস আইয়ার ৩৪ রানে অপরাজিত। রোহিত দুইবার জীবন পেয়ে করেছেন ২৯ বলে ২৮ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত