Ajker Patrika

সৌম্য-রিশাদ-তামিমের ফিফটিতে বাংলাদেশের রানের পাহাড়

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১২: ৫৭
সৌম্য-রিশাদ-তামিমের ফিফটিতে বাংলাদেশের রানের পাহাড়

মূল সিরিজ শুরুর আগে সব দলই নিজেদের ঝালিয়ে নেয় প্রস্তুতি ম্যাচে দিয়ে। এটাই স্বাভাবিক। তেমনি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে বাংলাদেশও নিজেদের দুর্দান্তভাবে ঝালিয়ে নিল প্রস্তুতি ম্যাচে।

সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে চার ফিফটিতে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে নির্ধারিত ওভারের এক বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে ৩৩৪ রান করেছে। ওপেনিংয়ে নেমে শুরুটা ভালোই করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়।

ব্যক্তিগত ৩৩ রান বিজয় আউট হলে তামিমের সঙ্গে তাঁর করা ৪৭ রানের জুটি ভেঙে যায়। ওপেনিং সঙ্গীকে হারালেও দ্বিতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে দুর্দান্ত ১০১ রানের জুটি গড়েন তামিম। এই জুটি গড়ের পথে দুজনে ফিফটিও তুলে নিয়েছেন। ফিফটি করার পরেই আবার অল্প রানের ব্যবধানে দুজনে আউটও হয়েছেন।

তামিমের ৫ চার ও ৪ ছক্কায় ৫৮ রানের ইনিংসের বিপরীতে ৫৯ রানে আউট হন সৌম্য। বাঁহাতি ব্যাটার ৫৬ বলের ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ১ ছক্কায়। দুই বাঁহাতি ব্যাটারের দেখানো পথে চারে নেমে ফিফটি করেছেন লিটন দাসও। ৫৫ রান করে সামনে থেকেই যেন নেতৃত্ব দিলেন এ ম্যাচের অধিনায়ক লিটন। তাঁর ইনিংসটিতে ছিল ১ ছক্কার বিপরীতে ৫ চার।

টপ অর্ডার ব্যাটাররা দুর্দান্ত ব্যাটিং করলেও একটা সময় অবশ্য ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেটে লিটনের সঙ্গে ৭০ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান রিশাদ হোসেন। অধিনায়ক পরে আউট হলেও একাই দলকে রানের পাহাড় গড়তে সহায়তা করেননি তিনি।

বোলিংটা মূল কাজ হলেও সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে ঝোড়ো ব্যাটিং করেছেন এই লেগস্পিনার রিশাদ। তাঁর ৫৪ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংসে অলআউট হওয়ার আগে ৩৩৪ রান করে বাংলাদেশ। ৭৩ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ড একাদশের সেরা বোলার সমরথ সিং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুটিং স্পটে মডেলকে দলবদ্ধ ধর্ষণ, পরিচালকসহ ৩ জনের নামে মামলা

যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন সোহেল তাজ, ফিরিয়ে দেওয়া হয়েছে বিমানবন্দর থেকে

মামুনের কথা অসংগতিপূর্ণ, আরও জিজ্ঞাসাবাদ করা হবে: পুলিশ

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ‘ভিত্তিহীন’: প্রেস সচিব

ইসরায়েলের সতর্কবার্তা উপেক্ষা করে আন্তর্জাতিক জলসীমায় গাজা অভিমুখী ৫০ নৌযান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত