মূল সিরিজ শুরুর আগে সব দলই নিজেদের ঝালিয়ে নেয় প্রস্তুতি ম্যাচে দিয়ে। এটাই স্বাভাবিক। তেমনি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে বাংলাদেশও নিজেদের দুর্দান্তভাবে ঝালিয়ে নিল প্রস্তুতি ম্যাচে।
সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে চার ফিফটিতে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে নির্ধারিত ওভারের এক বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে ৩৩৪ রান করেছে। ওপেনিংয়ে নেমে শুরুটা ভালোই করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়।
ব্যক্তিগত ৩৩ রান বিজয় আউট হলে তামিমের সঙ্গে তাঁর করা ৪৭ রানের জুটি ভেঙে যায়। ওপেনিং সঙ্গীকে হারালেও দ্বিতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে দুর্দান্ত ১০১ রানের জুটি গড়েন তামিম। এই জুটি গড়ের পথে দুজনে ফিফটিও তুলে নিয়েছেন। ফিফটি করার পরেই আবার অল্প রানের ব্যবধানে দুজনে আউটও হয়েছেন।
তামিমের ৫ চার ও ৪ ছক্কায় ৫৮ রানের ইনিংসের বিপরীতে ৫৯ রানে আউট হন সৌম্য। বাঁহাতি ব্যাটার ৫৬ বলের ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ১ ছক্কায়। দুই বাঁহাতি ব্যাটারের দেখানো পথে চারে নেমে ফিফটি করেছেন লিটন দাসও। ৫৫ রান করে সামনে থেকেই যেন নেতৃত্ব দিলেন এ ম্যাচের অধিনায়ক লিটন। তাঁর ইনিংসটিতে ছিল ১ ছক্কার বিপরীতে ৫ চার।
টপ অর্ডার ব্যাটাররা দুর্দান্ত ব্যাটিং করলেও একটা সময় অবশ্য ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেটে লিটনের সঙ্গে ৭০ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান রিশাদ হোসেন। অধিনায়ক পরে আউট হলেও একাই দলকে রানের পাহাড় গড়তে সহায়তা করেননি তিনি।
বোলিংটা মূল কাজ হলেও সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে ঝোড়ো ব্যাটিং করেছেন এই লেগস্পিনার রিশাদ। তাঁর ৫৪ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংসে অলআউট হওয়ার আগে ৩৩৪ রান করে বাংলাদেশ। ৭৩ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ড একাদশের সেরা বোলার সমরথ সিং।
মূল সিরিজ শুরুর আগে সব দলই নিজেদের ঝালিয়ে নেয় প্রস্তুতি ম্যাচে দিয়ে। এটাই স্বাভাবিক। তেমনি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে বাংলাদেশও নিজেদের দুর্দান্তভাবে ঝালিয়ে নিল প্রস্তুতি ম্যাচে।
সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে চার ফিফটিতে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে নির্ধারিত ওভারের এক বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে ৩৩৪ রান করেছে। ওপেনিংয়ে নেমে শুরুটা ভালোই করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়।
ব্যক্তিগত ৩৩ রান বিজয় আউট হলে তামিমের সঙ্গে তাঁর করা ৪৭ রানের জুটি ভেঙে যায়। ওপেনিং সঙ্গীকে হারালেও দ্বিতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে দুর্দান্ত ১০১ রানের জুটি গড়েন তামিম। এই জুটি গড়ের পথে দুজনে ফিফটিও তুলে নিয়েছেন। ফিফটি করার পরেই আবার অল্প রানের ব্যবধানে দুজনে আউটও হয়েছেন।
তামিমের ৫ চার ও ৪ ছক্কায় ৫৮ রানের ইনিংসের বিপরীতে ৫৯ রানে আউট হন সৌম্য। বাঁহাতি ব্যাটার ৫৬ বলের ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ১ ছক্কায়। দুই বাঁহাতি ব্যাটারের দেখানো পথে চারে নেমে ফিফটি করেছেন লিটন দাসও। ৫৫ রান করে সামনে থেকেই যেন নেতৃত্ব দিলেন এ ম্যাচের অধিনায়ক লিটন। তাঁর ইনিংসটিতে ছিল ১ ছক্কার বিপরীতে ৫ চার।
টপ অর্ডার ব্যাটাররা দুর্দান্ত ব্যাটিং করলেও একটা সময় অবশ্য ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেটে লিটনের সঙ্গে ৭০ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান রিশাদ হোসেন। অধিনায়ক পরে আউট হলেও একাই দলকে রানের পাহাড় গড়তে সহায়তা করেননি তিনি।
বোলিংটা মূল কাজ হলেও সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে ঝোড়ো ব্যাটিং করেছেন এই লেগস্পিনার রিশাদ। তাঁর ৫৪ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংসে অলআউট হওয়ার আগে ৩৩৪ রান করে বাংলাদেশ। ৭৩ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ড একাদশের সেরা বোলার সমরথ সিং।
ভারত ফাইনালে উঠেছে আগেই। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। তাই দুই দলের গতকালের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। তবে কে জানত, এই ম্যাচে দেখা যাবে এমন রোমাঞ্চ! ভারতের ২০২ রানের জবাবে পাতুম নিশাঙ্কার সেঞ্চুরিতে শ্রীলঙ্কা তোলে ২০২ রান।
৮ ঘণ্টা আগেদুর্দান্ত ছন্দে আছেন অভিষেক শর্মা। তাঁর দুর্বলতা খুঁজে পাওয়া বোলারদের বড্ড মুশকিলের কাজ হয়ে দাঁড়িয়েছে। টি-টোয়েন্টিতে কীভাবে ধারাবাহিক থাকতে হয়, সেই পথই যেন বাতলে দিচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। আজ তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছ
১১ ঘণ্টা আগেবিসিবি নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে একই লেখা শেয়ার করছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কাম্য নয়। এটা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’ এই পোস্ট দিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক
১৪ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে শুরু থেকেই প্রভাব খাটানোর অভিযোগ তুলে আসছিলেন সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। তাঁর দাবি ছিল, তাঁর পক্ষের অনেক জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকের কাউন্সিলরশিপ আটকে দেওয়া হয়েছে। সেই অভিযোগ নিয়ে গতকাল তিনি হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনের শুনানিতে।
১৫ ঘণ্টা আগে