Ajker Patrika

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই দলের সমান সম্ভাবনা দেখছেন সৌরভ

আপডেট : ২৬ মে ২০২৩, ১৬: ৪৬
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই দলের সমান সম্ভাবনা দেখছেন সৌরভ

টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। টুর্নামেন্টের প্রথম সংস্করণে নিউজিল্যান্ডের কাছে হারায় এবার তাদের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। লক্ষ্য পূরণ করতে এবার তাদের বাধা অস্ট্রেলিয়া। 

ফাইনাল ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা। নিজেদের যুক্তি-বিশ্লেষণের ওপর ভিত্তি করে  সাবেক ক্রিকেটারদে কেউ ভারতকে আবার কেউ অস্ট্রেলিয়াকে ফেবারিট মনে করছেন। অন্যরা দুই ভাগে বিভক্ত হলেও কোনো পক্ষই বেছে নেননি সৌরভ গাঙ্গুলি। দুই দলের সমান সম্ভাবনাই দেখছেন ভারতের সাবেক অধিনায়ক। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে সৌরভ বলেছেন, ‘আশা করি ফাইনালটি দুর্দান্ত হবে। জানি না কোনো দল জিতবে। তবে খেলা দেখব। ভারত জিতুক এটা চাই, কিন্তু আমার মনে হয় দুই দলের সম্ভাবনা ফিফটি ফিফটি।’ 

সর্বশেষ ফাইনাল সাউদাম্পটনে হলেও এবারেরটি হবে ওভালে। আগামী ৭ জুন ফাইনালটি শুরু হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি আইপিএল শেষে শুরু করবে ভারত। আগামী ২৮ তারিখ আইপিএলের ফাইনাল হবে। ইতিমধ্যে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। আজ তাদের প্রতিপক্ষ নিশ্চিত হবে। শিরোপার বিচারে টুর্নামেন্টের সেরা দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে লড়বে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত