Ajker Patrika

মাঠে নামার আগে দুঃসংবাদ পেল মোস্তাফিজরা

আপডেট : ০৮ মে ২০২২, ১৬: ১০
মাঠে নামার আগে দুঃসংবাদ পেল মোস্তাফিজরা

করোনা যেন দিল্লি ক্যাপিটালসের পিছু ছাড়ছে না। গত মাসে কোচিং স্টাফসহ দিল্লির চারজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। ফের মোস্তাফিজুর রহমানের দলে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই কিছুটা ধাক্কায় খেলেন ঋষভ পন্তরা। 

ভারতের সংবাদমাধ্যমের খবর, দিল্লি ক্যাপিটালসের এক নেট বোলার করোনায় আক্রান্ত হয়েছেন।  সেই খেলোয়াড়ের সঙ্গে আরও এক বোলার রুম ভাগাভাগি করে থাকতেন । এ অবস্থায় আইপিএলের নিয়ম অনুযায়ী সব খেলোয়াড় ও স্টাফের করোনা পরীক্ষা করানো হবে। 

করোনায় আক্রান্ত নেট বোলার ও তাঁর রুমমেটকে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা পরীক্ষার ফল না আসা পর্যন্ত দিল্লির বাকি ক্রিকেটার ও সদস্যদেরও নিজেদের ঘরেই থাকতে হবে।

এদিকে আজ মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সিএসকের বিপক্ষে  নামার কথা দিল্লির। এখন পর্যন্ত  দশ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে আছেন মোস্তাফিজরা।

এর আগে দিল্লির মিচেল মার্শ করোনায় আক্রান্ত হয়েছিলেন। সঙ্গে রিকি পন্টিংয়ের পরিবারের সদস্য এবং টিম সেইফার্ট করোনায় আক্রান্ত হন। করোনার আতঙ্কে দিল্লির দুটি ম্যাচ পুনে থেকে সরিয়ে আনা হয়েছিল মুম্বাইয়ে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত