Ajker Patrika

গাড়ির চালক ধোনি!

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩১
গাড়ির চালক ধোনি!

কদিন আগেই শেষ হয়েছে আইপিএলের মেগা নিলাম। এবার টুর্নামেন্ট শুরু হওয়ার অপেক্ষা। আইপিএলের ১৫তম আসর শুরু হতে আর এক মাসের কম সময় বাকি আছে। এবারও আইপিএল সম্প্রচারের দায়িত্ব পেয়েছে স্টার স্পোর্টস। টুর্নামেন্ট সামনে রেখে প্রোমো ভিডিও প্রকাশ করেছে চ্যানেলটি। 

প্রোমো ভিডিওতে ড্রাইভারের ভূমিকায় দেখা যাচ্ছে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে। ভারতীয় দল থেকে আগেই অবসর নিয়েছেন ধোনি। তবে চালিয়ে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আইপিএলে লম্বা সময় ধরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন সাদা বলের ক্রিকেটে ভারতের ইতিহাসের সবচেয়ে সফল এই অধিনায়ক। 

চেন্নাই সুপার কিংসের জার্সিতেও দারুণ সফল ধোনি। এবারও দলটির নেতৃত্বভার থাকছে তাঁর কাঁধে। আইপিএলের সবচেয়ে সফল অধিনায়কদের তালিকায় ওপরের সারিতেই থাকবেন ধোনি। আইপিএল উপলক্ষে তিনি একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। সেই বিজ্ঞাপনের প্রোমো ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলেছে। 

পাঁচ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় ধোনি চশমা পরে তির্যক দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করেছে স্টার স্পোর্টস। ক্যাপশনে তারা লিখেছে, ‘সঙ্গে থাকুন।’ 

আট দল থেকে বেড়ে এবারের আইপিএল হবে দশ দলের। মোট ম্যাচ হবে ৭৪টি। এর মধ্যে ৭০টি লিগ পর্বের ম্যাচ। বাকি চারটি ম্যাচ প্লে-অফের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত