গ্রুপ পর্বে দুর্দান্ত খেলে বাংলাদেশ উঠে গেছে বিশ্বকাপের সুপার এইটে। সেন্ট ভিনসেন্ট থেকে গতকালই নাজমুল হোসেন শান্তরা চলে গেছেন অ্যান্টিগায়। তবে বাংলাদেশ দলের অনুশীলনে বাদ সেধেছে অ্যান্টিগার আবহাওয়া।
সুপার এইটের প্রথম দুই ম্যাচ বাংলাদেশ খেলবে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। অ্যান্টিগায় অবস্থানরত আজকের পত্রিকার প্রতিনিধি রানা আব্বাস জানিয়েছেন, রিক্রিয়েশনাল গ্রাউন্ডে আজ সকালে বাংলাদেশের অনুশীলন করার কথা ছিল। দলের প্রায় সব ক্রিকেটারই ছিলেন। সময়মতো এলেও বৃষ্টির বাধায় অনুশীলন করা হয়নি। শেষ পর্যন্ত অনুশীলন বাতিল করে টিম হোটেলে ফিরে যেতে হয়েছে শান্ত-লিটন দাসদের। তবে সন্ধ্যায় মূল ভেন্যু স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ফিল্ডিং অনুশীলন করার কথা। বৃষ্টি বাগড়া না দিলে সেখানে ফিল্ডিং ঝালিয়ে নেবে বাংলাদেশ।
বাংলাদেশ দল অ্যান্টিগাতে নেমেই পেয়েছে বৃষ্টির দেখা। আকাশে সব সময়ই মেঘ দেখা যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ঠিকঠাক হবে কি না, তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। তবে এখনো অনুশীলন করতে পারেননি শান্ত-সাকিব আল হাসানরা।
শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল—‘ডি’ গ্রুপের এই তিন দলকে হারিয়ে বাংলাদেশ উঠেছে সুপার এইটে। তবে সেমিফাইনালে ওঠার পথটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। একে তো বৈরী আবহাওয়া, তার ওপর বাংলাদেশকে টানা দুই দিন ক্রিকেটের দুই পরাশক্তির বিপক্ষে নামতে হচ্ছে। ২১ ও ২২ জুন বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ভারত। সেন্ট ভিনসেন্টে ২৫ জুন শান্তরা খেলবেন আফগানিস্তানের বিপক্ষে।
গ্রুপ পর্বে দুর্দান্ত খেলে বাংলাদেশ উঠে গেছে বিশ্বকাপের সুপার এইটে। সেন্ট ভিনসেন্ট থেকে গতকালই নাজমুল হোসেন শান্তরা চলে গেছেন অ্যান্টিগায়। তবে বাংলাদেশ দলের অনুশীলনে বাদ সেধেছে অ্যান্টিগার আবহাওয়া।
সুপার এইটের প্রথম দুই ম্যাচ বাংলাদেশ খেলবে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। অ্যান্টিগায় অবস্থানরত আজকের পত্রিকার প্রতিনিধি রানা আব্বাস জানিয়েছেন, রিক্রিয়েশনাল গ্রাউন্ডে আজ সকালে বাংলাদেশের অনুশীলন করার কথা ছিল। দলের প্রায় সব ক্রিকেটারই ছিলেন। সময়মতো এলেও বৃষ্টির বাধায় অনুশীলন করা হয়নি। শেষ পর্যন্ত অনুশীলন বাতিল করে টিম হোটেলে ফিরে যেতে হয়েছে শান্ত-লিটন দাসদের। তবে সন্ধ্যায় মূল ভেন্যু স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ফিল্ডিং অনুশীলন করার কথা। বৃষ্টি বাগড়া না দিলে সেখানে ফিল্ডিং ঝালিয়ে নেবে বাংলাদেশ।
বাংলাদেশ দল অ্যান্টিগাতে নেমেই পেয়েছে বৃষ্টির দেখা। আকাশে সব সময়ই মেঘ দেখা যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ঠিকঠাক হবে কি না, তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। তবে এখনো অনুশীলন করতে পারেননি শান্ত-সাকিব আল হাসানরা।
শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল—‘ডি’ গ্রুপের এই তিন দলকে হারিয়ে বাংলাদেশ উঠেছে সুপার এইটে। তবে সেমিফাইনালে ওঠার পথটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। একে তো বৈরী আবহাওয়া, তার ওপর বাংলাদেশকে টানা দুই দিন ক্রিকেটের দুই পরাশক্তির বিপক্ষে নামতে হচ্ছে। ২১ ও ২২ জুন বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ভারত। সেন্ট ভিনসেন্টে ২৫ জুন শান্তরা খেলবেন আফগানিস্তানের বিপক্ষে।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে