Ajker Patrika

র‍্যাঙ্কিংয়ে জয়ের বড় লাফ

র‍্যাঙ্কিংয়ে জয়ের বড় লাফ

ডারবান টেস্টে চতুর্থ দিন পর্যন্ত লড়াইয়ে ছিল বাংলাদেশ। শেষ দিনে মহাবিপর্যয়ের আগে জয়ের স্বপ্নও ছিল মুমিনুল হকদের চোখে। দলকে আশা দেখিয়েছিল মাহমুদুল হাসানের দারুণ ব্যাটিং। প্রথম টেস্টের প্রথম ইনিংসে তরুণ এই ওপেনার তুলে নেন সেঞ্চুরি। ক্যারিয়ার সেরা ইনিংসটার পুরস্কার হাতেনাতেই পেলেন জয়। টেস্টে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন তিনি।

প্রথম টেস্ট ২২০ রানের বড় ব্যবধানে। এই টেস্টের বড় প্রাপ্তি তরুণ ওপেনার জয়ের ১৩৭ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। লাল বলের ক্রিকেটে এটাই বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম সেঞ্চুরি। ইতিহাস গড়া সেই ইনিংসের ওপর দাঁড়িয়ে র‌্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ এগোলেন জয়। বুধবার আইসিসি ছেলেদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ করে আইসিসি। সেখানে ৬৬ নম্বরে উঠে এসেছেন জয়। 

তবে জয় এগোলেও ৭ ধাপ পিছিয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল। ৪৪ নম্বরে নেমে গেছেন তিনি। ডারবান টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২ রান করেছেন তিনি। যার প্রভাব পড়ল র‌্যাঙ্কিংয়ে। দুঃসংবাদ আছে মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিমের জন্যও। ৭ ধাপ অবনমন হয়ে ২৮ নম্বরে নেমেছেন খুশি। দুই ধাপ পিছিয়ে লিটন দাসের অবস্থান এখন ১৭ নম্বরে। 

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে লিটনই সবচেয়ে বেশি এগিয়ে আছেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে টেস্ট র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন অধিনায়ক ডিন এলগার। তিন ধাপ এগিয়ে তালিকার ১৩ নম্বরে উঠে এসেছেন তিনি। তবে শীর্ষ দশ ব্যাটারের জায়গায় কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। দুইয়ে আছেন তাঁর সতীর্থ মার্নাস লাবুশেন। 

টেস্ট বোলারদের মধ্যে বাংলাদেশের পেসার ইবাদত হোসেনের ৯ ধাপ উন্নতি হয়েছে। তবু তাঁর অবস্থান ৭৯ তম। আর দুই ধাপ এগিয়ে ৯১-তে উঠে এসেছেন তার সতীর্থ তাসকিন আহমেদ। ৫ ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন ডানহাতি এই অফ স্পিনার। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে থাকা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের অবস্থান ২৪ নম্বরে। 

বোলারদের র‌্যাঙ্কিংয়েও শীর্ষস্থানে বদল আসেনি। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। দুই ও তিনে উঠে এসেছেন যথাক্রমে জসপ্রীত বুমরা ও শাহিন শাহ আফ্রিদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত